ত্রিশঙ্কুর ভয়ে কাশ্মীরে কংগ্রেসের সঙ্গে জোট ওমরের
২৩ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৪ পিএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৪ পিএম
যাতে ত্রিশঙ্কু পরিস্থিতি তৈরি না হয়, তাই আগে থেকেই জোট করেছি, বার্তা ওমরের।
শান্ত ডাল লেকের বুক চিরে তখন দাপিয়ে বেড়াচ্ছে শতাধিক শিকারা। শ্রীনগর বিধানসভা কেন্দ্রের প্রার্থী তথা ন্যাশনাল কনফারেন্সের প্রধান মুখপাত্র তনবীর সাদিকের প্রচারে শিকারা র্যালি করছিলেন দলের সহ-সভাপতি ওমর আবদুল্লা, শ্রীনগর কেন্দ্রের এমপি আগা সইদ রুহুল্লাহ মেহদিরা। দলের পতাকা হাতে হাসিমুখে পোজ দিচ্ছিলেন সাংবাদিকদের। সে সময়ই জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রীকে ভি সাইন দেখানোর অনুরোধ করতে প্রতিবেদককে উপরোক্ত কথাটি বললেন ওমর।
সোমবার কাশ্মীরে জনসভা রয়েছে রাহুল গান্ধীর। প্রধানমন্ত্রী ছাড়া কোনও বিজেপি হেভিওয়েট নেতা উপত্যকায় না এলেও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধীরা বারবার এখানে আসছেন। এই প্রসঙ্গে ওমরের বক্তব্য, “কাশ্মীরে না হলেও বিজেপির অনেক হেভিওয়েট নেতা জম্মুতে আসছেন। রাহুলজি ওদের পাল্টা দিতেই আসছেন। খাড়গেজিও এসেছেন। শুনেছি ওরা ফের আসবেন। ভালই তো। আরও বেশি করে আসা উচিত।”
অনেকেই মনে করছেন এবার হয়তো জম্মু-কাশ্মীরে ম্যাজিক ফিগার পাবে না কেউ। ত্রিশঙ্কু হলে নতুন করে শাসন ক্ষমতা চলে যেতে পারে উপ-রাজ্যপালের হাতে। এই প্রসঙ্গে ওমরের বক্তব্য, “যারা বলছেন ত্রিশঙ্কু হবে, তাদের কাছে হয়তো কোনও বিশেষ মেশিন আছে। তাতেই রেজাল্ট দেখতে পাচ্ছেন ও এই ধরনের কথা বলছেন। আসলে ওরা জম্মু-কাশ্মীরের মানুষের মনে একটা আতঙ্ক তৈরি করে দিতে চাইছেন। বিজেপি তো চায়ই ত্রিশঙ্কু হোক। তাহলে উপ-রাজ্যপালের মাধ্যমে ছড়ি ঘোরাবে। আমরা তা হতে দেব না। কাশ্মীরের মানুষ তা হতে দেবেন না। যত এই ধরনের কথা ওরা বলবে, তত বেশি করে মানুষ এনসি-কংগ্রেসকে ভোট দেবে। চাইলে আমরা কংগ্রেসের সঙ্গে নির্বাচন পরবর্তী জোট করতে পারতাম। কিন্তু কিছুতেই যাতে ত্রিশঙ্কু পরিস্থিতি তৈরি না হয়, তাই আগে থেকেই জোট করেছি।”
এতদূর বলেই সামনে থাকা জেট স্কি-তে চেপে বসলেন ওমর। এরপর তীব্র-গতিতে একাই ছুটলেন ডাল লেকের বুক চিরে। দেখালেন বিভিন্ন স্টান্ট। এটাই হয়তো এদিনের প্রতীকী ছবি। কংগ্রেসের সঙ্গে সমঝোতা আগেই হয়ে আছে। নতুন করে পিডিপি বা অন্য কারও সাহায্য না নিয়ে হয়তো এভাবেই জম্মু-কাশ্মীরকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন ওমর। স্টান্টের মতো যেখানে থাকবে নানা নতুন চমক।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস
৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক