এক রকেটে আটটি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠালো চীন
২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩২ এএম | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩২ এএম
মঙ্গলবার সকাল ১০টা ৩১ মিনিটে, একটি রকেটের সাহায্যে, আটটি কৃত্রিম উপগ্রহ মহাশূন্যে পাঠায় চীন। চিয়েলং-৩ রকেট দিয়ে যে-উপগ্রহগুলো মহাকাশে পাঠানো হয়েছে, সেগুলো হচ্ছে: থিয়ানই-৪১, সিংশিতাই-১৫, সিংশিতাই-২১, সিংশিতাই-২২, ইউসিং-২, ফুতান-১, থিয়ানইয়ান-১৫, এবং চিথিয়ানসিং এ-০১।
এদিকে, চীনের মহাকাশ খাতের কর্মীদের কঠোর পরিশ্রম চালিয়ে যেতে এবং মহাকাশ প্রচেষ্টায় অগ্রগতি ত্বরান্বিত করতে উৎসাহিত করেছেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিনপিং সোমবার বেইজিংয়ের গ্রেট হল অব পিপলে মহাকাশ বিজ্ঞানী এবং প্রকৌশল বিষয়ক প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই গবেষক ও প্রতিনিধিরা চীনের চন্দ্র মিশন ছ্যাং’এ-৬ এর গবেষণা ও উন্নয়নে অংশ নিয়েছিলেন।
প্রেসিডেন্ট সি উল্লেখ করেছেন, গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার পর গত ৭৫ বছরে মহাকাশ শিল্প দুর্বল থেকে শক্তিশালী হয়ে উঠেছে এবং ঐতিহাসিক, উচ্চমানের ও মানবজাতির জন্য বড় কিছু অর্জন করেছে। গবেষকদের বিশাল মহাজগত অনুসন্ধান করতে মহাকাশ শিল্পের উন্নয়নের আহ্বানও জানিয়েছে সি চিনপিং। চীনকে মহাকাশের একটি অজেয় শক্তি হিসেবে দাঁড় করানোটাকে দেশবাসীর আজন্ম স্বপ্ন হিসেবে আখ্যা দিয়েছেন তিনি।
সি উল্লেখ করেছেন, চন্দ্র অভিযান প্রকল্পের সাফল্যগুলো চীনা মহাকাশকর্মীদের কয়েক প্রজন্মের প্রজ্ঞা ও কঠোর পরিশ্রমের ফল। চন্দ্রাভিযানের চেতনাকে উন্নীত করার প্রচেষ্টার আহ্বান জানাতে গিয়ে সি বলেন, এ হলো ‘স্বপ্নের হাতছানি’, ‘নতুন কিছু খোঁজার সাহস’ ও চ্যালেঞ্জ অতিক্রম করতে সহযোগিতা ও জয়-জয় সহযোগিতা অর্জন, যা সমস্ত চীনা জনগণের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে।
গত ৩ মে ছ্যাং’এ-৬ প্রোব উৎক্ষেপণ করে চীন। ২৫ জুন এটি উত্তর চীনে অবতরণ করে এবং চাঁদের দূরবর্তী প্রান্ত থেকে ১৯৩৫ দশমিক ৩ গ্রাম নমুনা নিয়ে আসে। সি উল্লেখ করেছেন, ছ্যাং’এ-৬ মানব ইতিহাসে প্রথমবারের মতো চাঁদের দূরবর্তী প্রান্ত থেকে নমুনা সংগ্রহ করেছে। সেই সঙ্গে মহাকাশ, বিজ্ঞান ও প্রযুক্তিতে চীনের প্রচেষ্টায় আরেকটি যুগান্তকারী অর্জন চিহ্নিত করেছে বলেও জানান তিনি।
তিনি বলেন, মহাকাশ সমগ্র মানবজাতির একটি যৌথ সীমান্ত। মহাকাশ অনুসন্ধান মানবজাতির একটি সাধারণ প্রচেষ্টা এবং ছ্যাং’এ মিশন চীন ও সমগ্র মানবজাতির। তিনি আরও বলেন, চীন আন্তর্জাতিক মহাকাশ সহযোগিতার বিভিন্ন ধরনের উন্নয়ন ঘটাবে এবং মানবজাতির উপকারের জন্য অন্যান্য দেশের সঙ্গে তার উন্নয়নের ফল ভাগ করে নেবে।
মহাকাশ অনুসন্ধানের কোনও সীমা নেই বলে জোর দিয়ে সি চিনপিং চীনা মহাকাশ গবেষকদের প্রচেষ্টা চালিয়ে যেতে, চাঁদের নমুনাগুলো নিয়ে সূক্ষ্ম বৈজ্ঞানিক গবেষণা চালাতে এবং গভীর মহাকাশে অনুসন্ধানের মতো বড় প্রকল্পগুলো সফলভাবে পরিচালনার আহ্বানও জানান।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
সালথায় প্রতিপক্ষকে ফাঁসাতে চলছে ডাকাতির নাটক, বিব্রত পুলিশ!
শিল্পকলায় শুরু হয়েছে মাসব্যাপী ভাস্কর্য প্রদর্শনী
এনআইডির তথ্য বেহাত, কম্পিউটার কাউন্সিলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো ইসি
সোনারগাঁও বুরুমদী উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী উদযাপন
ঈশ্বরগঞ্জ পৌরসভার পাওনা টাকা পরিশোধ না করলে মামলা- পৌর প্রশাসক ইকবাল হোসাইন
সাদপন্থী তাবলীগের মুখপাত্র মুয়াজের ৩ দিনের রিমান্ড মঞ্জুর
পূর্বাচলে বুয়েট ছাত্রের মৃত্যু : তিন আসামি ২ দিনের রিমান্ডে
লক্ষ্মীপুরে সরকারি রাস্তা কেটে যুবলীগ নেতার চাষাবাদ, প্রতিবাদে মানববন্ধন
কলাপাড়ায় গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক চোর
এবার পানামা খাল নিয়ন্ত্রণে নেওয়ার হুমকি ট্রাম্পের
মাগুরায় গ্রামবাসির সংঘর্ষে নিহত যুবদল নেতা শরিফুলের বাড়িতে বিএনপি নেতারা
সিমকার্ডের আড়ালে সীমান্তে বেড়েছে চোরাচালান
কিশোরগঞ্জের আব্দুল কাহার আকন্দ কোথায়? কেউ জানে না!
হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড নোটিশ জারি
যুক্তরাষ্ট্র ও লন্ডনে ৩শ’ কোটি টাকা পাচারের অভিযোগে হাসিনা-জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
রাজশাহী মহানগরীতে ঘন কুয়াশা
আবারও ভানুয়াতুতে দ্বীপপুঞ্জে ৬.২ মাত্রার ভূমিকম্প
হাজীগঞ্জে ভরাট মিঠানিয়া খালের মুখ, হুমকিতে ফসলি জমি
রাহাতের সুরের মুর্ছনায় বিমোহিত দর্শক, বাংলায় বললেন 'আমরা তোমাদের ভালোবাসি'
‘প্রশাসন ক্যাডার নিয়ে ষড়যন্ত্র চলছে’