নিহত নাসারুল্লাহ, হিজবুল্লাহর নতুন প্রধান হাশেম সাফিউদ্দীন
২৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৪ এএম
হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহ নিহত হওয়ার পর হাশেম সাফিউদ্দীনের হাতে আপাততভাবে দায়িত্ব তুলে দেয়া হয়েছে। বর্তমানে হাশেম সাফিউদ্দীনই হল নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরাধিকারী। তাকে ২০১৭ সালে আমেরিকা সন্ত্রাসী হিসেবে ঘোষণা করেছিল।
শনিবার (২৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যার দিকে হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর মৃত্যুর খবর নিশ্চিত করল সংগঠনটি। এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, ‘হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেল হাসান নাসরুল্লাহ সংগঠনটির শহীদ কমরেডদের সঙ্গে যোগ দিয়েছেন। যাদের তিনি ৩০ বছর ধরে নেতৃত্ব দিয়েছেন তাঁদের মনে তিনি অমর হয়ে থাকবেন।’
সদ্যই হিজবুল্লাহর সদর দফতর লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এই হামলায় সংগঠনটির প্রধান হাসান নাসরুল্লাহর নিহতের আশঙ্কা করা হচ্ছিল। সবার প্রথমে নাসরুল্লাহর মৃত্যুর খবর নিশ্চিত করেছিল ইসরাইলি সেনাবাহিনী। এই নিয়ে তারা (ইসরাইলের সামরিক বাহিনী) জানিয়েছিল, ‘শুক্রবার বৈরুতে হামলায় হিজবুল্লাহ গোষ্ঠীর নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয়েছে। হাসান নাসরুল্লাহ ছাড়াও নিহত হয়েছে হিজবুল্লাহর দক্ষিণ ফ্রন্টের কমান্ডার। হাসান নাসরুল্লাহ আর বিশ্বকে আতঙ্কে রাখতে পারবে না।’
যদিও তখনও পর্যন্ত হিজবুল্লাহর মৃত্যুর খবর নিশ্চিত করে নি হিজবুল্লাহ। তারা জানিয়েছিল, শুক্রবার রাত থেকে নাসরুল্লাহর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অনেক চেষ্টা করেও যোগাযোগ করা যায় নি নাসরাল্লাহর সঙ্গে। এবার ইসরাইলের পর নাসরুল্লাহর মৃত্যু নিশ্চিত করল হিজবুল্লাহও।
কে ছিল নাসরুল্লাহ : ইসরাইল এর কাছে অন্যতম ‘ছায়াশত্রু’ ছিল হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ। লেবাননের শিয়া মুসলিম সংগঠন হিজবুল্লাহর প্রধান ছিলেন শেখ হাসান নাসরুল্লাহ। তিনি মধ্যপ্রাচ্যে অন্যতম পরিচিত এক মুখ ও সবচেয়ে প্রভাবশালী নেতাদের মধ্যে একজন। এদিকে হাসান নাসরুল্লাহর সঙ্গে ইসরাইলের প্রধান শত্রু ইরানের সঙ্গে ছিল ঘনিষ্ঠ সম্পর্ক। হিজবুল্লাহকে একটি রাজনৈতিক শক্তি ও বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী অরাষ্ট্রীয় সশস্ত্র সংগঠন হিসেবে প্রতিষ্ঠার পেছনে নাসরুল্লাহর ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। ১৯৯২ সালে মাত্র ৩২ বছর বয়সে হিজবুল্লাহর প্রধান হন নাসরুল্লাহ। প্রায় ৩০ বছর ধরে নেতৃত্ব দিয়ে আসছিলেন তিনি।
তবে নাসরুল্লাহর মৃত্যুতে ক্ষোভের আগুনে পুড়ছে হিজবুল্লাহ। এমতাবস্থায় মধ্যপ্রাচ্যের ‘শান্তি’ শব্দটি যেন দু:স্বপ্ন বলা চলে। যদিও এখনও পর্যন্ত ইসরাইলকে নিয়ে কোন মন্তব্য করে নি হিজবু্ল্লাহ। নাসরুল্লাহর প্রতি তার সমর্থকদের শ্রদ্ধা–ভালোবাসা এতটুকু কমেনি বলে জানিয়েছে তারা।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে
লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন
মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে
১৫ নারী ও শিশুকে হস্তান্তর
আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে
মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি
কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব
অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক
সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
সবুজ গালিচায় হলুদের সমারোহ
আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত লুইজি
কিউবায় সমাবেশ