অর্ধ শতক পর ছাড়া পেলেন নির্দোষ বন্দি, মুক্ত হয়ে প্রমাণ করলেন তিনি খুনি নন
৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১০ এএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১০ এএম
অর্ধ শতক পর জেলমুক্ত হলেন বিশ্বের দীর্ঘতম নির্দোষ বন্দি। আর মুক্ত হয়ে তিনি প্রমাণ করলেন, যে খুনের জন্য এতকাল তাকে সাজা ভোগ করতে হলো, তা তিনি করেননি। ইয়াও হাকামাদা। ৮৮ বছরের এই জাপানি বিশ্বের সবচেয়ে বেশি দিন জেল খাটা আসামি। তবে তিনি আদতে আসামি নন। যে জাপানি আদালত তাকে সাজা দিয়েছিল, সেই আদালতই অর্ধশতক পর ইয়াওকে মুক্তি দিয়ে জানাল, সমস্ত তথ্যপ্রমাণই ভুয়া ছিল।
১৯৬৮ সালে নিজের বস এবং তার স্ত্রী ও দুই টিনএজার সন্তানকে খুনের অপরাধে জেলের সাজা হয় ইয়াও হাকামাদার। শুধু তাই নয়, বসের বাড়িতে ডাকাতিরও অভিযোগ ছিল তার বিরুদ্ধে। সেই ঘটনায় দোষী সাব্যস্ত হওয়ার পরে ইয়াও হাকামাদাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল। এরপর কেটে যায় ৪৬ বছর।
অর্ধ শতাব্দীরও বেশি সময় পর বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় ধরে জেল খাটা এই ব্যক্তির মামলা পুনর্বিবেচনার জন্য আদালতে ওঠে। শারীরিক অসুস্থতার কারণে কারণে ৮৮ বছর বয়সি প্রাক্তন বক্সার আদালতের শুনানিতে উপস্থিত থাকতে পারেননি। কিন্তু তার ৯১ বছর বয়সী বড় বোন হিদেকো ছিলেন শুনানিতে। যেখানে ভাইকে বেকসুর খালাস করার রায় ঘোষণার পর বিচারকের কাছে মাথা নত করে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি। কোর্টের বাইরে বেরিয়ে সংবাদমাধ্যমের সামনে কান্না জড়ানো গলায় তিনি বলেন, ‘আমরা বেকসুর খালাস। সবটাই আপনাদের সমর্থনের জন্য।’
রায়ে বলা হয়, তদন্তকারীরা কাপড়ের গায়ে রক্ত ঢুকিয়ে কাপড় টেম্পারিং করে, যা পরে মিসো বা গাঁজানো সয়াবিনের পেস্টের ট্যাঙ্কে লুকিয়ে রাখা হয়েছিল। জিজ্ঞাসাবাদের মাধ্যমে বিবৃতি দিতে বাধ্য করা হয়েছিল ইয়াও হাকামাদাকে। মানসিক ও শারীরিক যন্ত্রণা শিকার হয়েছিলেন তিনি। দিনের পর দিন যেভাবে তাকে জেরা সহ্য করতে হয়েছে তা অমানবিক বলেও উল্লেখ করেন জাপানের আদালতের বিচারক। মিথ্যা স্বীকারোক্তি আদায়ের আশঙ্কা রয়েছে এমন পরিস্থিতিতে আসামির নীরব থাকার অধিকার কার্যকর-ভাবে লঙ্ঘন করে প্রসিকিউশনের রেকর্ড সংগ্রহ করা হয়েছে।
হাকামাদা জাপানের যুদ্ধোত্তর ইতিহাসে পঞ্চম মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি। তার প্রধান আইনজীবী হিদায়ো ওগাওয়া বলেন, ‘কয়েক দশক ধরে আটকে রাখার পর মাঝে মাঝে মনে হতো তিনি কল্পনার জগতে বাস করছেন।’ বেশিরভাগ সময় নির্জন কারাবাসে থাকার পর। বেকসুর খালাস পাওয়ার লড়াইয়ের বর্ণনা দিয়েছেন ৮৮ বছরের এই প্রাক্তন জাপানি বক্সারও। তিনি ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, একবার যদি কেউ মনে করেন তিনি জিততে পারবেন না, তাহলে জয়ের পথ প্রশস্ত হবেই।
৪ বছরের জেল, মুক্তি ৪২ বছর পর!
'হাকামাদাকে মুক্ত কর' লেখা টি-শার্ট পরে কোর্টের বাইরে উপস্থিত হয়েছিলেন অসংখ্য সমর্থন। তার মধ্যেই একজন আতসুশি জুকেরান। তিনি বলেন, 'এই মামলাটি জাপানের ফৌজদারি বিচার ব্যবস্থার পরিবর্তন কী ভাবে হওয়া উচিত তার একটি জ্বলন্ত উদাহরণ।’ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, ‘হাকামাদা প্রায় অর্ধ শতাব্দী ধরে অন্যায়ভাবে কারাবাস সহ্য করেছেন। তার পুনরায় বিচারের জন্য আরও ১০ বছর অপেক্ষা করতে হয়েছে তাকে।’ এই মানবাধিকার সংগঠনের পূর্ব এশিয়া বিষয়ক গবেষক বোরাম জ্যাং বলেন, ‘এই রায় তার জীবনের বেশিরভাগ সময় যে গভীর অবিচার সহ্য করেছেন তার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।’
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
ঘণকুয়াশায় আরিচা-কাজিরহাট, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
আওয়ামী লীগ যা করেছে, বিএনপি তার বিপরীত কাজ করে সুন্দর সমাজ গড়বে- কেন্দ্রীয় শ্রমিক দলের নেতা ইয়াকুব চৌধুরী
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে
লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন
মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে
১৫ নারী ও শিশুকে হস্তান্তর
আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে
মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি
কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব
অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক
সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
সবুজ গালিচায় হলুদের সমারোহ
আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত