শিশুর দেহে ইঁদুরের ৫০ কামড়ের দাগ, সন্তানকে অযত্নের দায়ে বাবার জেল
০৪ অক্টোবর ২০২৪, ০৯:৪৭ এএম | আপডেট: ০৪ অক্টোবর ২০২৪, ০৯:৪৭ এএম
শিশুর সঠিকভাবে দেখভাল না করায় ইন্ডিয়ানার এক ব্যক্তিকে ১৬ বছরের জেল হেফাজতের নির্দেশ দিল সেখানকার আদালত। তার ৬ মাসের শিশুকে ৫০ জায়গায় কামড়ায় ইঁদুর। সেই ক্ষতচিহ্ন জীবনভর বয়ে বেড়াতে হবে শিশুটিকে। অভিযোগ, ওই ব্যক্তি বাড়িতে ইঁদুরের উপদ্রব জেনেও শিশুটিকে রক্ষা করার জন্য কোনও পদক্ষেপ নেননি।
ওই ব্যক্তির নাম ডেভিস স্কোনাবাউম। ২০২৩ সালে সেপ্টেম্বর মাসে তার বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় ৬ মাসের শিশুপুত্রকে উদ্ধার করে পুলিশ। শিশুটির শরীরে কপাল, গাল, নাক-সহ একাধিক জায়গায় ক্ষতচিহ্ন পাওয়া গিয়েছিল। এ ছাড়াও শরীরে প্রায় ৫০ জায়গায় কামড় বসিয়েছিল ইঁদুর। শিশুটি প্রাণে বাঁচলেও এই ক্ষতচিহ্ন তাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে বলে জানান চিকিৎসকরা। কিন্তু কেন এই দুর্ঘটনার শিকার হতে হলো ওই শিশুকে? তা খতিয়ে দেখতে গিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য আসে পুলিশের হাতে।
ডেভিস স্কোনাবাউমের সঙ্গে থাকতেন তার আত্মীয় ডেলিনা থুরমান। ২০২৩ সালে সেপ্টেম্বর মাসে ডেলিনার সন্তানরা শিক্ষককে জানিয়েছিলেন, বাড়িতে ইঁদুরে তাদের পা খুবলে নিয়েছে। এরপর ইন্ডিয়ানায় শিশু সুরক্ষা দপ্তরের কর্মকর্তারা ডেভিসের বাড়িতে যান, যেখানে সন্তান-সহ ডেলিনাও থাকতেন। সেই সময় ডেলিনা জানিয়েছিলেন, খাট থেকে পড়ে তার সন্তান আঘাত পেয়েছে। এরপর সেপ্টেম্বর মাসে বাড়িতে থাকাকালীন ডেভিস স্কোনাবাউমের ৬ মাসের ছোট শিশুর উপর কার্যত হামলা চালায় ইঁদুরের দল। তার আঙুলের হাড় পর্যন্ত খেয়ে নেয়। শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাটি নজরে আসতেই তদন্তে নামে পুলিশ।
শিশুকে যত্ন না করার অভিযোগ ওঠে পরিবারের বিরুদ্ধে। আদালতে প্রসিকিউটর ডিয়ানা মোইর্স বলেন, ‘এই ঘটনা অত্যন্ত ভয়াবহ। একটি অস্বাস্থ্যকর বাড়িতে ভাইবোন এবং পোষ্যর সঙ্গে থাকত ওই শিশু। তার উপর নজরদারি চালানো তো দূরে থাক বসবাসের যোগ্যও করা হয়নি বাড়িটিকে।’ ডেভিস স্কোনাবাউমের বাড়ি ইঁদুরের স্বর্গরাজ্য ছিল বলেও উল্লেখ করেছেন তিনি। এরপরেই ওই ব্যক্তিকে ১৬ বছরের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে ইন্ডিয়ানার আদালত। শিশুটির আত্মীয়াকে চলতি বছরের শুরুতেই জেল হেফাজতের নির্দেশ দেয়া হয়েছিল। তার মাকেও এই মাসের শেষের দিকে জেলে পাঠানো হবে।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস
৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক