যুক্তরাজ্যের লেবার পার্টির বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ ডোনাল্ড ট্রাম্পের দলের
২৩ অক্টোবর ২০২৪, ০৩:২৩ পিএম | আপডেট: ২৩ অক্টোবর ২০২৪, ০৩:২৩ পিএম
ডোনাল্ড ট্রাম্পের দল যুক্তরাজ্যের লেবার পার্টির বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ করেছে। ট্রাম্পের মতে, লেবার পার্টি মার্কিন নির্বাচনে কমলা হ্যারিসের পক্ষে প্রচারণা চালাতে স্বেচ্ছাসেবকদের পাঠিয়েছে।-বিবিসি
ট্রাম্পের প্রচারণা বিষয়ক দল ফেডারেল নির্বাচন কমিশনের কাছে একটি অভিযোগপত্র দিয়েছে। তারা বলেছে যে, অবৈধ বিদেশী সহায়তা নিয়ে আমেরিকা বিরোধী নির্বাচনী হস্তক্ষেপের ক্ষেত্রে আরেকটি দুর্বল প্রচেষ্টা চলছে।
গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে ওই অভিযোগপত্রে বলা হয়, কমলার নির্বাচনী প্রচারশিবিরের সঙ্গে লেবার পার্টির যোগাযোগ রয়েছে। তারা স্বেচ্ছাসেবী হিসেবে প্রচারাভিযানে সহায়তা করছে। বিষয়টিকে বেআইনি বলেও দাবি করে রিপাবলিকানরা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে লেবার পার্টির সদস্যদের প্রচারাভিযানে যোগ দেওয়ার বিষয়ে জানা গেছে। তবে দলটির সদস্যরা ব্যক্তিগত উদ্যোগে কমলার নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন বলে জানা গেছে।
যদিও এ অভিযোগের ব্যাপারে কিছু আনুষ্ঠানিকভাবে জানায়নি লেবার পার্টি। অভিযোগপত্রে কয়েকটি সংবাদপত্রের উদ্ধৃতি দেওয়া হয়েছে। এসব সংবাদপত্রের খবরে বলা হয়, যুক্তরাজ্যের লেবার পার্টির সদস্যরা যুক্তরাষ্ট্রে গিয়ে কমলার পক্ষে নির্বাচনী প্রচার চালাচ্ছেন। ওই অভিযোগপত্রে ওয়াশিংটন পোস্টের একটি সংবাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, মার্কিন রিপাবলিকান পার্টি ও যুক্তরাজ্যের লেবার পার্টির মধ্যে এরই মধ্যে মতবিনিময় হয়েছে এবং দুই দলের জ্যেষ্ঠ নেতারা গোপনে দেখা করেছেন।
তবে লেবার পার্টির সহায়তার বিষয়ে কমলা-ওয়ালজের নির্বাচনী শিবির অবগত কি না, সে ব্যাপারে তাঁদের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য আসেনি। এদিকে ট্রাম্প শিবিরের অভিযোগপত্রে সামাজিক যোগাযোগমাধ্যম লিঙ্কডইনের একটি পোস্টের উদ্ধৃতিও দেওয়া হয়। ওই পোস্টে বলা হয়েছিল, লেবার পার্টির প্রায় ১০০ বর্তমান ও সাবেক সদস্য যুক্তরাষ্ট্রের নির্বাচনী যুদ্ধক্ষেত্রের দিকে এগিয়ে যাবেন।
রিপাবলিকানদের এই অভিযোগপত্র দাখিলের পর ২০১৬ সালে ঘটা এ ধরনের আরেকটি ঘটনা নিয়ে আলাপ-আলোচনা হচ্ছে। ওই বছর বার্নি স্যান্ডার্সের নির্বাচনী প্রচারশিবিরকে সহায়তার জন্য অস্ট্রেলিয়ার লেবার পার্টিকে (এএলপি) পাঠানো হয়েছিল। এ কাজের জন্য দলটিকে বিমানভাড়া ও ভাতা দেওয়া হয়েছিল। এ জন্য অবশ্য এএলপি ও বার্নি স্যান্ডার্সের প্রচারশিবিরের প্রত্যেককে সাড়ে ১৪ হাজার ডলার করে জরিমানা করা হয়।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
দুই লাখ টাকায় বিক্রি হলো সিলেটে একটি কমলা
মনোহরগঞ্জে দিন-দুপুরে চেতনানাশক ঔষধ খাওয়াইয়ে অটোরিকশা ও টাকা ছিনতাই
হাসপাতালে মা ও নবজাতকের মৃত্যুর ঘটনায় লিগ্যাল নোটিশ
চৌগাছায় তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন
তদন্তের স্বার্থে কিছু আলামত বিদেশে পাঠানো হবে : প্রেস উইং
কুলাউড়ায় ভারতীয় চিনিসহ চোরাকারবারি আটক
সন্তানের মধ্যে দুইজনকে হারিয়ে দিশেহারা শাহজাহান
রমজানে কোনো পণ্যের সংকট থাকবে না: ভোক্তার ডিজি
কুষ্টিয়ায় ভুয়া প্রসাধনী কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
বিএনপিতে কোন বিভেদ রাখা যাবে না: কাজী সালিমুল হক
রমজানে কোনো পণ্যের ক্রাইসিস থাকবে না
পাকিস্তানের হৃদয় ভেঙে রোমাঞ্চকর জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দ. আফ্রিকা
ফিরে দেখা ২০২৪: তারুণ্যের জয়োৎসব এবং বিসিবির নতুন পথচলা
চোর, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের সংসদে পাঠাবেন না: ধর্ম উপদেষ্টা
প্রশিক্ষণার্থী চিকিৎসকরা ফিরছেন স্বাস্থ্যসেবায়
পড়াশোনার জন্য সন্তানকে তার সাধ্যের অতিরিক্ত চাপ দেয়া যাবে না: ইবি ভিসি
আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে গোয়ালন্দ সাংবাদিক ফোরাম
খুবিতে গণিত বিষয়ক সেমিনার
গফরগাঁওয়ে মোটরসাইকেল আরোহী যুবক নিহত