ট্রাম্প ঝুঁকিপূর্ণ, কমলাকে ভোট দিন: মিশেল ওবামা
২৮ অক্টোবর ২০২৪, ১০:১৫ এএম | আপডেট: ২৮ অক্টোবর ২০২৪, ১০:১৫ এএম
রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ‘ঝুঁকি’ থেকে দেশকে রক্ষার জন্য আমেরিকানদের ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা। স্থানীয় সময় শনিবার (২৬ অক্টোবর) মিশিগান অঙ্গরাজ্যে প্রথমবারের মতো ডেমোক্রেটিক পার্টির নির্বাচনী প্রচারণায় কমলা হ্যারিসের পক্ষে ভোট দেয়ার আহ্বান জানান মিশেল ওবামা।
বিবিসি জানিয়েছে, আগামী ৫ নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের অন্যতম গুরুত্বপূর্ণ সুইংস্টেট মিশিগান। সেখানে ভোটারদের মন জয় করতে প্রচারাভিযান চালাচ্ছে ডেমোক্রেটিক রিপাবলিকান-দুই দলই। একইদিনে এই অঙ্গরাজ্যে সমাবেশ করেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পও।
মিশিগানে যেসব ভোটারদের ভোট পেতে কমলা ও ট্রাম্প লড়াই করছেন, তাদের মধ্যে আরব বংশোদ্ভূত আমেরিকান এবং মুসলিম ভোটাররাও আছেন। তারা গাজায় ইসরাইলের চলমান আগ্রাসন নিয়ে বেশ উদ্বিগ্ন।
ভোটারদের মধ্যে আরও আছেন অটোশিল্পের শ্রমিকরা। বৈদ্যুতিক যানবাহন কীভাবে মার্কিন অটোশিল্পকে বদলে দিতে পারে, তা নিয়ে উদ্বিগ্ন শ্রমিক ইউনিয়নের সদস্যরা। তাদের (ইউনাইটেড অটো ওয়ার্কার্স) সদর দফতর মিশিগানের সর্ববৃহৎ নগর ডেট্রয়েটে।
সেখানে নির্বাচনী সমাবেশে যোগ দিয়ে ডোনাল্ড ট্রাম্প অঙ্গরাজ্যটির অটোশিল্পে নতুন প্রাণ নিয়ে আসার প্রতিশ্রুতি দেন। সেই সঙ্গে আরব আমেরিকানদের সঙ্গে দেখা করে তিনি বলেন, তারা নির্বাচনকে ঘুরিয়ে দিতে পারে।
ডেট্রয়েট থেকে প্রায় ১৩০ মাইল (২১০ কিলোমিটার) দূরে মিশিগানের দক্ষিণের নগর কালামাজুতে গর্ভপাতের অধিকার, কর, স্বাস্থ্যসেবাসহ আরও কিছু বিষয়ে নিজের সঙ্গে ট্রাম্পের মতের পার্থক্য তুলে ধরেন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কমলা।
কমলার আগে সমাবেশে বক্তব্য দেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামা। তিনি দুই প্রার্থীর ব্যক্তিগত চরিত্র এবং যোগ্যতার মধ্যে পার্থক্য তুলে ধরেন।
এ সময় হাজারো জনতার উদ্দেশে ট্রাম্পকে নিয়ে ‘কটূক্তি’ করেন মিশেল ওবামা। তিনি ট্রাম্পকে ‘স্পষ্ট মানসিক অবক্ষয়’ বলে অভিহিত করেন।
তার বক্তৃতায় বেশিরভাগ অংশই ট্রাম্প প্রশাসন কীভাবে গর্ভপাতের অধিকারকে প্রভাবিত করতে পারে তা নিয়ে ছিল। এ সময় তিনি ভোটারদের উদ্দেশে বলেন, তার মতে কমলা হ্যারিসকে নির্বাচিত করতে ব্যর্থ হলে মারাত্মক পরিণতি হতে পারে।
মিশেল নারীদের স্বাস্থ্য সুরক্ষা নিয়েও বিস্তারিত কথা বলেন। তিনি বলেন, বিষয়টি (গর্ভপাত) কতটা জটিল, তা বুঝতে ব্যর্থ হয়েছেন ট্রাম্প। এ কারণে তিনি ‘অ্যাফোরডেবল কেয়ার অ্যাক্ট’ (সাধ্যের মধ্যে সেবাসংক্রান্ত আইন) প্রত্যাহার করার প্রতিশ্রুতি দেন। বারাক ওবামার আমলে ওই আইন পাস হয়েছিল।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
কানাডার সাংবাদিকতায় গুগলের বড় আর্থিক সহযোগিতা
‘আল্লাহ মানব জাতিকে সম্মান দিয়ে সৃষ্টি করেছেন’
ট্রাম্পের 'হাশমানি' মামলার শাস্তি ঘোষণা ১০ জানুয়ারি , কারাদণ্ডের ইঙ্গিত নেই
প্রবীণ শ্রমিক নেতা ও বীর মুক্তিযোদ্ধা সহিদুল্লাহ চৌধুরী মারা গেছেন
টিউলিপকে বিনামূল্যে লন্ডনে ফ্ল্যাট দেন আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যবসায়ী
৭ ঘন্টা পর আরিচা-কাজিরহাট এবং ৯ ঘন্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু
গাজায় ইসরায়েলি বিমান হামলায় দুইদিনে নিহত ১৪০, কাতারে যুদ্ধবিরতি আলোচনা চলছে
দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ
চিকিৎসক ঘোষণা করেছেন মৃত, অ্যাম্বুলেন্সের ঝাঁকুনিতে ফিরে পেল প্রাণ
মারা গেছেন চিত্রনায়িকা অঞ্জনা রহমান
আবরার হত্যা নিয়ে নির্মিত হলো সিনেমা 'রুম নম্বর ২০১১'
আইটেম গানে নেচে কটাক্ষের শিকার উর্বশী
ভিনিসিয়ুসের লাল কার্ড,বেলিংহ্যামের পেনাল্টি মিসের পরেও রিয়ালের নাটকীয় জয়
রিকেলটনের অনবদ্য ইনিংসে রান পাহাড়ের পথে দক্ষিণ আফ্রিকা
নাঈমুল ইসলাম ও তার পরিবারের ব্যাংক হিসাব ১৬৩টি, জমা ৩৮৬ কোটি
সবার ঐক্যমতে দ্রুতই হবে ডাকসু নির্বাচন : ঢাবি ভিসি
ডলার বেচাকেনায় ব্যবধান ১ টাকার বেশি নয়
আবুবকর সরকার সভাপতি তুহিন হোসেন সাধারণ সম্পাদক
পীর ইয়ামেনী মসজিদের ইমাম মাওলানা এমদাদুলের ইন্তেকাল
খতমে নবুওয়ত না মানলে ঈমান থাকবে না