ঢাকা   সোমবার, ২৮ অক্টোবর ২০২৪ | ১৩ কার্তিক ১৪৩১

ইসরায়েল হামলা চালানোর কয়েক ঘণ্টা আগেই টের পেয়েছিল ইরান

Daily Inqilab অনলাইন ডেস্ক

২৮ অক্টোবর ২০২৪, ০৪:৪৪ পিএম | আপডেট: ২৮ অক্টোবর ২০২৪, ০৪:৪৪ পিএম

 

 

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ইসরায়েলের হামলার বিষয়ে সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, ইসরায়েলের হামলাকে ‘অতিরঞ্জিত কিংবা কমিয়ে’ দেখা ঠিক হবে না। তবে তিনি তাৎক্ষণিক কোনো প্রতিশোধ বা পাল্টা পদক্ষেপের কথা বলেননি।

অপরদিকে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান ওই হামলার ‘যথাযথ জবাব দেবে’। তবে তিনি এটাও পরিষ্কার করেছেন যে, তেহরান যুদ্ধ চায়নি। শনিবারের ওই হামলায় ইরানের চার সেনা নিহত হয়েছেন।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইসরায়েলের হামলার বিষয়ে তারা কয়েক ঘণ্টা আগেই টের পেয়েছিলেন। এদিকে
ইসরায়েল বলছে, ইরানের করা হামলার জবাব দিতে তারা দেশটির বিভিন্ন অঞ্চলের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। গত ১ অক্টোবর ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় ২০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।

রোববার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, ইসরায়েল ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র উৎপাদন সিস্টেম বিকল করে দিয়েছে। তিনি বলেন, হামলায় ইরানের প্রতিরক্ষা এবং ক্ষেপণাস্ত্র বানানোর সক্ষমতার মারাত্মক ক্ষতি হয়েছে।

এক অনুষ্ঠানে নেতানিয়াহু বলেন, ওই হামলা ছিল সুনির্দিষ্ট ও শক্তিশালী এবং এতে নির্দিষ্ট লক্ষ্য অর্জিত হয়েছে। গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে নিহতদের স্মরণে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তিনি বলেন, ইরান সরকারকে অবশ্যই একটি সহজ নীতি অনুধাবন করতে হবে- যেই আমাদের আঘাত করবে, আমরা তাকে আঘাত করবো।

ইরানের কর্মকর্তারা প্রকাশ্যে ইসরায়েলের হামলার প্রভাবকে খুব একটা গুরুত্ব দেননি। তারা বলছেন, বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই প্রতিহত করা সম্ভব হয়েছে। আর যেগুলো ঠেকানো যায়নি সেগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সামান্য ক্ষতি করেছে।

ওই হামলার পর প্রথমবারের মতো মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তিনি বলেন, এটা কর্তৃপক্ষ নির্ধারণ করবেন যে, তারা কিভাবে ইরানি জনগণের ইচ্ছা ও শক্তিকে ইসরায়েলি সরকারের কাছে পৌঁছে দেবেন এবং দেশ ও জাতির স্বার্থ রক্ষায় ব্যবস্থা নেবেন।

প্রেসিডেন্ট পেজেশকিয়ানও তার দেশের সর্বোচ্চ নেতার সুরেই কথা বলেছেন। মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেছেন, আমরা যুদ্ধ চাই না, কিন্তু আমরা দেশ ও জাতির অধিকারকে সমুন্নত রাখবো।

তবে পর্যবেক্ষকরা যেভাবে চিন্তা করেছিলেন তার চেয়ে ইসরায়েলের হামলার মাত্রা ছিল অনেকটাই সীমিত। যুক্তরাষ্ট্র প্রকাশ্যেই ইরানের তেল ও পরমাণু স্থাপনায় হামলা না করার জন্য ইসরায়েলের ওপর চাপ তৈরি করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি রোববার এক বিবৃতিতে বলেছেন, ইসরায়েলের হামলার কয়েক ঘণ্টা আগেই তারা বিষয়টি নিয়ে ‘ইঙ্গিত পেয়েছিল’।

তিনি বলেন, আমরা সন্ধ্যা থেকেই রাতের সম্ভাব্য হামলার বিষয়ে ইঙ্গিত পাচ্ছিলাম। তবে এ বিষয়ে আব্বাস আরাঘচি সাংবাদিকদের বিস্তারিত কোনো তথ্য দেননি।

পশ্চিমা দেশগুলো ইসরায়েলের ওই হামলার পাল্টা কোনো পদক্ষেপ না নেওয়ার জন্য ইরানের প্রতি আহবান জানিয়েছে। তাদের আশংকা পাল্টাপাল্টি হামলার যে চক্র তা ওই অঞ্চলকে একটি সর্বাত্মক যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। ইরানের রাষ্ট্রায়াত্ত গণমাধ্যম হামলার পর স্বাভাবিক জীবনযাত্রার ফুটেজ প্রচার করেছে। পর্যবেক্ষকরা বলছেন, এটি জনগণকে আশ্বস্ত করার জন্য ইচ্ছে করেই করা হয়েছে।

এদিকে লেবাননে ইসরায়েল ও ইরান সমর্থিত হিজবুল্লাহ এবং গাজায় ইসরায়েলের সঙ্গে হামাসের লড়াই অব্যাহত আছে। এর আগে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় অন্তত আটজন নিহত হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। পরে লেবানন কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির দক্ষিণে ওই হামলায় মোট ২১ জন নিহত হয়েছে।

অন্যদিকে গাজায় আল শাতি শরণার্থী শিবিরের একটি আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি হামলার নয়জন নিহত হয়েছে। ফিলিস্তিনের গণমাধ্যম ও বার্তা সংস্থা রয়টার্স বলছে, নিহতদের মধ্যে তিনজন ফিলিস্তিনি সাংবাদিক।

অন্যদিকে তেল আবিবে একটি সামরিক ঘাঁটির কাছে একটি ট্রাক বাসকে আঘাত করলে একজন নিহত ও ৩০ জন আহত হয়। তবে কর্তৃপক্ষ এ ঘটনাকে ‘সন্দেহভাজন সন্ত্রাসী হামলা’ মনে করছে।

মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি রোববার গাজায় দুদিনের যুদ্ধবিরতির একটি প্রস্তাব দিয়েছেন। এর মধ্যে চারজন ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দী বিনিময়ের কথা বলা হয়েছে।

তিনি বলেছেন, ১০ দিনের মধ্যে এ ধরনের সাময়িক যুদ্ধবিরতির পর একে স্থায়ী করার বিষয়ে আলোচনা শুরু করা উচিত। যদিও হামাসের এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, যুদ্ধবিরতির জন্য তাদের দেওয়া শর্ত ইসরায়েল কয়েক মাস ধরে নাকচ করে আসছে এবং সে অবস্থার কোনো পরিবর্তন হয়নি।

সামি আবু যুহরি বলেন, তারা একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি, ইসরায়েলি সেনা সম্পূর্ণ প্রত্যাহার এবং বন্দী বিনিময় চুক্তির দাবিতে অটল রয়েছেন। এসব শর্ত পূরণের নিশ্চয়তা না পেলে যে কোনো চুক্তিই অর্থহীন।


বিভাগ : আন্তর্জাতিক


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

খুনিদের অবিলম্বে গ্রেফতার  বিচারের দাবীতে মানিকগঞ্জে জামায়াতের সাবেশ অনুষ্ঠিত

খুনিদের অবিলম্বে গ্রেফতার বিচারের দাবীতে মানিকগঞ্জে জামায়াতের সাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রামে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ

চট্টগ্রামে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ

তৌহিদী জনতাসহ সকল মানুষকে সাথে নিয়ে ফ্যাসিস্ট হাসিনার ষড়যন্ত্র রুখে দিতে হবে -  ছাগলনাইয়ায় পল্টন ট্রাজেডির জামায়াতের আলোচনা সভা

তৌহিদী জনতাসহ সকল মানুষকে সাথে নিয়ে ফ্যাসিস্ট হাসিনার ষড়যন্ত্র রুখে দিতে হবে - ছাগলনাইয়ায় পল্টন ট্রাজেডির জামায়াতের আলোচনা সভা

শহীদের রক্তের বিনিময়ে আর্দশ ইসলামী সমাজ গঠন করা হবে

শহীদের রক্তের বিনিময়ে আর্দশ ইসলামী সমাজ গঠন করা হবে

ইসলাম অনুযায়ী চলতে হবেঃ তাহলে শান্তি পাওয়া যাবে -  মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম (শায়েক চরমোনাই)

ইসলাম অনুযায়ী চলতে হবেঃ তাহলে শান্তি পাওয়া যাবে - মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম (শায়েক চরমোনাই)

লগি-বৈঠার হত্যাযজ্ঞ ছিল ইতিহাসের জঘন্যতম আওয়ামী বর্বরতা : ডা. ইরান

লগি-বৈঠার হত্যাযজ্ঞ ছিল ইতিহাসের জঘন্যতম আওয়ামী বর্বরতা : ডা. ইরান

দৌলতদিয়ার শীর্ষ মাদক স¤্রাট জাহাঙ্গীর হেরোইন সহ গ্রেপ্তার  পালিয়েছে ২ মাদক ব্যবসায়ী

দৌলতদিয়ার শীর্ষ মাদক স¤্রাট জাহাঙ্গীর হেরোইন সহ গ্রেপ্তার পালিয়েছে ২ মাদক ব্যবসায়ী

ভোলার তজুমুদ্দিনে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

ভোলার তজুমুদ্দিনে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

শেখ হাসিনাকে রাজনীতির জন্য নয়,ফাঁসির বিচারের জন্য দেশে ফিরিয়ে আনতে হবে

শেখ হাসিনাকে রাজনীতির জন্য নয়,ফাঁসির বিচারের জন্য দেশে ফিরিয়ে আনতে হবে

বেরোবি শিক্ষার্থী আবু সাঈদ হত্যা ও শিক্ষার্থী নিপীড়নের ঘটনায় ৮১ জন অভিযুক্ত

বেরোবি শিক্ষার্থী আবু সাঈদ হত্যা ও শিক্ষার্থী নিপীড়নের ঘটনায় ৮১ জন অভিযুক্ত

গণভবনকে দ্রুত জাদুঘরে রূপান্তরের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

গণভবনকে দ্রুত জাদুঘরে রূপান্তরের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

১৬ বছরে জেল জুলুম নির্যাতনের পরও জামায়াতে ইসলামী পালায় নাই অথচ আওয়ামী লীগ পালায়ে গেছে

১৬ বছরে জেল জুলুম নির্যাতনের পরও জামায়াতে ইসলামী পালায় নাই অথচ আওয়ামী লীগ পালায়ে গেছে

কে হচ্ছেন এবারের বর্ষসেরা

কে হচ্ছেন এবারের বর্ষসেরা

কালিয়াকৈরে কাভার্ডভ্যানের ধাক্কায় নববধূ নিহত

কালিয়াকৈরে কাভার্ডভ্যানের ধাক্কায় নববধূ নিহত

নিত্যপণ্যের বাজারে ঊর্ধ্বগতি, স্বস্তিতে নেই জনগণ : বাংলাদেশ ন্যাপ

নিত্যপণ্যের বাজারে ঊর্ধ্বগতি, স্বস্তিতে নেই জনগণ : বাংলাদেশ ন্যাপ

কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি বিলুপ্ত হলেও, গ্রুপিং বিলুপ্ত হয়নি নেতারা শ্রেষ্ঠত্ব জাহিরে ব্যস্ত

কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি বিলুপ্ত হলেও, গ্রুপিং বিলুপ্ত হয়নি নেতারা শ্রেষ্ঠত্ব জাহিরে ব্যস্ত

ছাত্র-জনতার হত্যায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তারা এখনো বহাল

ছাত্র-জনতার হত্যায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তারা এখনো বহাল

বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক নেই একমাস

বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক নেই একমাস

মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় ৩১ জন আটক

মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় ৩১ জন আটক

ইসরায়েলকে দুই দিনের যুদ্ধবিরতির আহ্বান মিশরের

ইসরায়েলকে দুই দিনের যুদ্ধবিরতির আহ্বান মিশরের