ইরান আন্তর্জাতিক আইন মেনেই জবাব দেবে ইসরাইলকে : সাঈদ ইরাভানি
৩০ অক্টোবর ২০২৪, ০৮:৪৪ এএম | আপডেট: ৩০ অক্টোবর ২০২৪, ০৮:৪৪ এএম
ইসরাইলের সাম্প্রতিক হামলার উচিত জবাব দেওয়ার অধিকার রয়েছে ইরানের। দেশটি জানিয়েছে, আন্তর্জাতিক আইন মেনেই হামলার জবাব দেওয়া হবে। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি গত সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে এই হুঁশিয়ারি দেন। ইরানে ইসরাইলের বিমান হামলার বিষয়টি বৈঠকে আলোচনার মূল বিষয় ছিল।
এদিকে লেবাননের স্বাধীনতাকামী গোষ্ঠী হিজবুল্লাহর নতুন প্রধানের নাম ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার গোষ্ঠীটি জানিয়েছে, শেখ নাঈম কাসেম হিজবুল্লাহর প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন। অন্যদিকে ইসরাইলে পাল্টা হামলা চালালে ভয়াবহ পরিণতির ব্যাপারে ইরানকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।
নিরপাত্তা পরিষদের বৈঠকে ইরানের দাবি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইসরাইলের হামলা সফলভাবে প্রতিহত করেছে তেহরান। ইসরাইল কোনো ক্ষতি করতে পারেনি। বৈঠকে ইরানের রাষ্ট্রদূত ইরাভানি বলেন, সার্বভৌম রাষ্ট্র হিসেবে সুবিধাজনক সময়ে ইসরাইলের আগ্রাসী পদক্ষেপের জবাব দেওয়ার অধিকার রয়েছে ইরানের। জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদে এ অধিকারের বিষয়টি উল্লেখ আছে। তিনি বলেন, আন্তর্জাতিক আইন মেনেই ইসরাইলি হামলার জবাব দেবে তেহরান। তিনি ইসরাইলি আগ্রাসনকে ‘আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সনদের লঙ্ঘন’ বলে অভিহিত করেন।ইরানি রাষ্ট্রদূত বলেন, ইসরাইলের আগ্রাসী আচরণ পশ্চিম এশিয়াকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অংশ। এই সংঘাতে যুক্তরাষ্ট্রের সহযোগিতামূলক আচরণে হতাশা প্রকাশ করেন ইরাভানি।
বৈঠকে যুক্তরাষ্ট্র ইরানকে সতর্ক করে বলেছে, তেহরান ইসরাইলের বিরুদ্ধে পাল্টা হামলার পদক্ষেপ নিলে পরিণতি ভয়াবহ হতে পারে। মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড বলেন, আমরা আত্মরক্ষায় কাজ করতে দ্বিধা করব না।যুক্তরাষ্ট্র আর কোনো উত্তেজনা দেখতে চায় না। ইসরাইল ও ইরানের মধ্যে যুদ্ধের সমাপ্তি হওয়া উচিত।
হিজবুল্লাহর নতুন নেতা শেখ নাঈম কাসেম এর আগে সশস্ত্র গোষ্ঠীটির ডেপুটি প্রধান ছিলেন। গত মাসের শেষের দিকে ইসরাইলি বাহিনীর অতর্কিত হামলায় নিহত হন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহ। এখন থেকে নাঈম কাসেমই হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেলের পদ সামলাবেন।
শেখ নাঈম কাসেম ১৯৫৩ সালে বৈরুতে জন্মগ্রহণ করেন। রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেন লেবানিজ শিয়া আন্দোলন শিয়া আমল মুভমেন্টের সঙ্গে। হাসান নাসরাল্লাহ জীবিত থাকাকালেই ৭১ বছর বয়সী নাঈম কাসেমকে হিজবুল্লাহর ‘দ্বিতীয় শীর্ষ নেতা’ হিসেবে উল্লেখ করা হতো। তিনি ১৯৮০-এর দশকের গোড়ার দিকে গোষ্ঠীটির অন্যতম প্রতিষ্ঠাতাও। তিনি ১৯৯১ সালে তৎকালীন সেক্রেটারি জেনারেল আব্বাস আল-মুসাভির আমলে হিজবুল্লাহর উপপ্রধান হিসেবে নিযুক্ত হন।
ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা গতকাল দক্ষিণ ইসরাইলে একটি ড্রোন হামলা চালিয়েছে। ইসরাইলি সামরিক বাহিনী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে। হুতি সামরিক বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলের শিল্পাঞ্চলকে লক্ষ্য করে সামরিক অভিযান চালানো হয়েছে। এর আগে হুতিরা তেল আবিবের আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। পরে ইসরাইলি বাহিনী ইয়েমেনে পাল্টা হামলা চালায়।
এদিকে ইসরাইলি হামলায় লেবানন থেকে পালিয়ে আশা শরণার্থীদের আশ্রয় দিচ্ছে ইরাক। এ পর্যন্ত ১৯ হাজারের বেশি লেবানিজ শরণার্থী দেশটিতে আশ্রয় নিয়েছে। বাগদাদ সরকারে ইরানপন্থি দলগুলোর আধিপত্য রয়েছে। ইসরাইলের বিরুদ্ধে তারা কঠোর অবস্থানের কথা ব্যক্ত করেছে। প্রয়োজনে তারা অস্ত্র সরবরাহও দেবে। খবর : এএফপি, রয়টার্স ও আলজাজিরার।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
এবার অমিত শাহের বিরুদ্ধে কানাডার গুরুতর অভিযোগ
'ব্যাচেলর পয়েন্ট সিজন ৫' নিয়ে পর্দায় ফিরতে চান অমি
ঢাবির দেয়াল লিখন ও গ্রাফিতি পরিদর্শন করলেন ফলকার টুর্ক
ঢাবি ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
২০২৫ সালের হজ প্যাকেজ ঘোষণা আজ
জাবিতে শিবিরের আত্মপ্রকাশ : প্রতিবাদে ছাত্র ফ্রন্টের বিক্ষোভ
ডি জর্জিকে থামানো যায়নি, বিশাল সংগ্রহের পথে দ. আফ্রিকা
নোবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রেজুয়ানুল হক
পাটকেলঘাটায় সড়ক দূর্ঘটনায় মৌচাষী নিহত
মিরপুরের সাবেক ডিসি জসীম গ্রেফতার
মেক্সিকোতে রহস্যময় মায়া সভ্যতার শহরের খোঁজ !
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ না হলে অস্ত্রবিরতিতে রাজি নয় হামাস
বিচারকের আসনে অভিনেত্রী শবনম ফারিয়া
পররাষ্ট্র সচিবের সঙ্গে শ্রীলঙ্কার হাইকমিশনারের সাক্ষাৎ
উওরায় যৌথ বাহিনীর অভিযানে ঠোঁটকাটা আলতাফ ও তার দুই সহযোগী গ্রেপ্তার
যশোর চৌগাছা এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা
‘আয়রন ডোমের’ আদলে প্রতিরক্ষাব্যবস্থা চালুর উদ্যোগ তুরস্কের
ইরান যদি পুনরায় হামলা করতে উদ্যত হয় ইসরাইল জবাব দিবে : হার্জি হালেভি
মানিকগঞ্জ যৌথ বাহিনীর অভিযানে ১৬ যানবাহন আটক, ৪০ টি মামলা
বিএফআইইউ ২৮ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে