চাদের সেনাবাহিনী বোকো হারামের বিরুদ্ধে বিমান হামলা চালিয়েছে
০৮ নভেম্বর ২০২৪, ১১:২১ এএম | আপডেট: ০৮ নভেম্বর ২০২৪, ১১:২১ এএম
চাদের সামরিক বাহিনী ইসলামিক সশস্ত্র গোষ্ঠী বোকো হারামের সদস্যদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। এ ঘটনায় অনেক হতাহতের ঘটনা ঘটেছে। দেশটির প্রেসিডেন্ট মহামত ইদ্রিস ডেবি ইতনো গতকাল বৃহস্পতিবার এসব তথ্য জানিয়েছেন বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে।
প্রেসিডেন্ট মহামত ইদ্রিস ডেবি ইতনো সংবাদিকদের বলেছেন, ‘আমরা শত্রুদের লক্ষ্য করে বেশ কয়েকটি বিমান হামলা চালিয়েছি, ফলে অনেকে নিহত বা আহত হয়েছেন।তবে তিনি নির্দিষ্ট কোনো সংখ্যার কথা উল্লেখ করেননি।
ইদ্রিস ডেবি ইতনো একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি ‘ব্যক্তিগতভাবে’ বোকো হারামের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করেছেন।গত মাসে বোকো হারাম নাইজেরিয়ার সীমান্তের কাছে পশ্চিম অঞ্চলে সেনাবাহিনীকে লক্ষ্য করে আক্রমণ করেছিল।চাদ সরকার গত অক্টোবরের শেষের দিকে অভিযান শুরু করার সময় সশস্ত্র গোষ্ঠী বোকো হারামের হামলায় নাইজেরিয়া সীমান্তের কাছে সেনাবাহিনীর প্রায় ৪০ জন সদস্য নিহত হয়েছিল।
স্থানীয় একটি সূত্র এএফপিকে জানিয়েছিল, দুই শতাধিক সেনার একটি ঘাঁটিতে বোকো হারামের সদস্যরা হামলা চালিয়েছে। হামলাটি গত ২৭ অক্টোবর স্থানীয় সময় রবিবার রাত ১০টায় ঘটেছিল। পরে চাদের প্রেসিডেন্ট মাহামত ইদ্রিস দেবি ইতনো স্থানীয় সময় সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং হামলাকারীদের ধরতে ও তাদের আস্তানাগুলোতে অভিযান চালানোর নির্দেশ দেন।
গত সপ্তাহে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আব্দেরাহিম বিরেমে হামিদ সাংবাদিকদের বলেছেন, ‘এই অভিযানের লক্ষ্য শুধু আমাদের শান্তিপূর্ণ জনগণকে সুরক্ষিত করা নয়, বরং বোকো হারাম ও এর সহযোগীদের মূলোৎপাটন করা এবং ধ্বংস করা।’
জল এবং জলাভূমির বিস্তীর্ণ বিস্তৃত অঞ্চলে লেক চাদ অঞ্চলের অগণিত দ্বীপগুলো সশস্ত্র গোষ্ঠীগুলোর আস্তানা। যেমন বোকো হারাম এবং এর শাখা ইসলামিক স্টেট ইন ওয়েস্ট আফ্রিকা (আইএসডাব্লিউএপি), যারা দেশের সেনাবাহিনী এবং বেসামরিকদের ওপর নিয়মিত আক্রমণ চালায়।
চাদ এবং এর প্রতিবেশী নাইজেরিয়া, নাইজার এবং ক্যামেরুন ২০১৫ সালে সশস্ত্র গোষ্ঠীদের মোকাবেলায় প্রায় আট হাজার ৫০০ সেনা নিয়ে একটি বহুজাতিক বাহিনী গঠন করে। বোকো হারাম ২০০৯ সালে নাইজেরিয়ায় বিদ্রোহ শুরু করে, যার ফলে ৪০ হাজারের বেশি লোক মারা যায়। তখন থেকে সংগঠনটি প্রতিবেশী দেশগুলোতে ছড়িয়ে পড়ে।
২০২০ সালেও চাদের সেনাবাহিনী এই অঞ্চলে সবচেয়ে বড় ক্ষতির সম্মুখীন হয়েছিল। ওই বছরের মার্চ মাসে দেশটির বোহোমা উপদ্বীপে একটি অভিযানে এক দিনে প্রায় ১০০ সেনা মারা গিয়েছিল। সূত্র : এএফপি
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
তারকে রহমানের ৩১ দফার রাষ্ট্র কাঠামো মেরামতে সৈয়দপুরে তাঁতী দলের লিফলেট বিতরণ
সৈয়দপুরে ইন্টারন্যাশনাল স্কুলে দুই দিনব্যাপী তারুণ্যের উৎসব অনুষ্ঠিত
সৈয়দপুরে আদালতের নিষেধাজ্ঞা ও মামলা চলমান সত্বেও স্থাপনা নির্মাণ
ফুলপুরে তারুণ্যের উৎসব উদযাপনে ফুটবল প্রতিযোগিতায় ভাইটকান্দি ও ফুলপুর বিজয়ী
লালমোহন পৌরসভায় বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন ইউএনও শাহ আজিজ
নাঙ্গলকোটে দুর্ঘটনায় পৌর স্বাস্থ্য সহকারীর মৃত্যু
ঢাকাকে টানা পঞ্চম হারের স্বাদ দিল চট্টগ্রাম
লক্ষ্মীপুরে বিদেশী পিস্তলসহ নারী আটক
সিংগাইরে ভূয়া পুলিশ গ্রেফতার ১
ডিবির অভিযানে মলম পার্টির ৫ সদস্য আটক
সাভারের বাইতুল মকবুল জামে মসজিদের বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
‘শেখ হাসিনা এই দেশে আর ক্ষমতায় আসতে পারবে না’
সীমান্তে অপরাধ শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে: কর্ণেল সাইফুল ইসলাম
থানা থেকে পালালেন গ্রেফতার হওয়া সাবেক ওসি
সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় ৫শ’ হজ কোটা বহাল রাখার দাবি
রাজশাহীতে মদপানে ৪ জনের মৃত্যু, চিকিৎসাধীন চার
নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় ২ জন আটক
লেবাননের নতুন প্রেসিডেন্ট কে এই জোসেফ আউন?
ময়মনসিংহে বাইক রাইডার হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পিবিআই
ঢাকায় যানজট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা