আফগানিস্তানে স্থায়ী শান্তি চায় রাশিয়া, যুক্তরাষ্ট্রকে সহায়তার আহ্বান
২৬ নভেম্বর ২০২৪, ০৫:০৭ পিএম | আপডেট: ২৬ নভেম্বর ২০২৪, ০৫:০৭ পিএম
আফগানিস্তানে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় রাশিয়া সহায়তা করতে চায় বলে জানিয়েছেন দেশটির শক্তিশালী নিরাপত্তা পরিষদের প্রধান সার্গেই শোইগু। সোমবার কাবুলে তালেবান সরকারের শীর্ষ নেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা জানিয়েছেন।
বৈঠকে সার্গেই শোইগুর নেতৃত্বে একটি রুশ প্রতিনিধি দল এবং তালেবান সরকারের উপপ্রধানমন্ত্রী আবদুল গনি বারাদার ও দেশটির প্রতিরক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীদের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সেখানে শোইগু বলেন, মার্কিন সেনারা অনেক বছর আফগানিস্তানে নিয়োজিত ছিল। সে দৃষ্টিকোণ থেকে দেশটিকে পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের অগ্রণী ভূমিকা রাখা উচিত।
রাশিয়ার সংবাদ সংস্থাগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, তালেবান নেতারা আফগানিস্তানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার চাপ কমাতে শোইগুর কাছে সহায়তা চেয়েছেন। রুশ নিরাপত্তা পরিষদের প্রধান দুই দেশের মধ্যে একটি গঠনমূলক রাজনৈতিক সংলাপ আয়োজনের আগ্রহ প্রকাশ করেন। এ সংলাপের উদ্দেশ্য হবে আফগানিস্তানের অভ্যন্তরীণ সংকট নিরসন প্রক্রিয়াকে জোরদার করা।
শোইগু বলেন, আফগানিস্তানের পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের দায়দায়িত্ব নেওয়া উচিত। ২০২১ সালে যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহার করে নেয়। টানা ২০ বছর দেশটিতে মার্কিন সেনারা নিয়োজিত ছিলেন।
রাশিয়ার সাবেক এই প্রতিরক্ষামন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র তার আশপাশের সবাইকে লুট করে। তিনি বলেন, ‘আমরা এখানে আফগানিস্তানের সব সম্পদ ও তহবিল ফেরত দেওয়ার কথা বলছি। লিবিয়া, সিরিয়া ও অন্যান্য দেশের মতো আফগানিস্তানেরও এসব সম্পদ ও তহবিল ফেরত পাওয়ার সম্ভাবনা নেই। সে জন্য আমার দৃষ্টিতে, আফগানিস্তানকে পুনর্গঠনে যুক্তরাষ্ট্রকে দেশটিতে বিনিয়োগের প্রধান প্রাণশক্তি হওয়া উচিত।’
আফগানিস্তানের উপপ্রধানমন্ত্রী আবদুল গনি বারাদার শোইগুকে বলেন, পশ্চিমা নিষেধাজ্ঞার চাপ কমাতে মস্কোর সহায়তা চায় তালেবান সরকার। তিনি বলেন, ‘আমরা আফগান পণ্যের রপ্তানি প্রবৃদ্ধি এবং বিদেশি বিনিয়োগ বাড়ানোর চেষ্টা করেছি।’
২০২২ ইউক্রেনে সর্বাত্মক যুদ্ধ শুরু করার পর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় সহযোগী দেশগুলোর অব্যাহত চাপের মুখে পড়ে রাশিয়া। এমন পরিস্থিতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আফগানিস্তানসহ এশিয়া ও পশ্চিমা বলয়ের বাইরের দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করতে উৎসাহিত করে। মস্কো বলেছে, যুক্তরাষ্ট্র যদি এশিয়ায় ক্ষুদ্র ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করে, তবে মস্কোও অঞ্চলটিতে একই ধরনের ক্ষেপণাস্ত্র মোতায়েন করার কথা ভাববে। সূত্র: রয়টার্স।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
লন্ডনে চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে খালেদা জিয়া, অবস্থার দ্রুতই উন্নতি
এবার নির্বাচন কমিশনের ডিসপ্লে বোর্ডে ভেসে উঠল ‘বাংলাদেশ আওয়ামী লীগ’
এবার মার্কিন পণ্যের ওপর ‘প্রতিশোধমূলক’ শুল্ক আরোপের ঘোষণা কানাডার
ফ্রান্সের বিরুদ্ধে আলজেরিয়ার তথ্য বিভ্রান্তির অভিযোগ, কূটনৈতিক উত্তেজনা বাড়ছে
আজ গরম চা দিবস
এলিফেন্ট রোডে ব্যবসায়ীকে প্রকাশ্যে চাপাতি দিয়ে কোপ, ভিডিও ভাইরাল
গাজায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাজার হাজার অবিস্ফোরিত বোমা
জ্যাক স্মিথ বিচার বিভাগ থেকে পদত্যাগ করেছেন
তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে গ্যারেজের আগুন নিয়ন্ত্রণে
লস অ্যাঞ্জেলেসে দাবানল, আগুনের বিরুদ্ধে দমকল বাহিনীর মরিয়া লড়াই
হাসিনাকে যে কারণে বাংলাদেশের কাছে হস্তান্তর করতেই হবে ভারতকে: তুর্কি গণমাধ্যমের বিশ্লেষণ
সিরিয়ার স্থিতিশীলতা নিয়ে আলোচনায় সউদী আরবে বৈঠক
ইসরায়েলি বর্বর হামলায় গাজায় নিহত আরও ৩২, মানবিক সংকট চরমে
চাটমোহর পৌর বিএনপির কাউন্সিলে আরশেদ-তাইজুল-সিন্টু নির্বাচিত
‘একদল খাইছে আরেকদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে’ কথাটি ছিল ভেরি জেনারেল: আজহারী
নোয়াখালীর মাইজদী হর্কাস মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড
ছাত্রলীগ কর্মীকে পুলিশে দিল জাবি ছাত্রদল
গরু চুরি করে বিএনপি নেতা ও তার স্ত্রীর ভূরিভোজ, অতঃপর...
মানসিক ভারসাম্যহীন বোনকে পিটিয়ে হত্যার অভিযোগে ভাই আটক
থানা থেকে ছিনিয়ে নেওয়া সেই যুবদল নেতা গ্রেফতার