আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলার ঘটনায় দিল্লির দুঃখ প্রকাশ
০৩ ডিসেম্বর ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪, ১২:০৪ এএম
ভারতের আগরতলার কুঞ্জবনে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রাঙ্গণে উগ্র হিন্দুত্ববাদীদের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ২ ডিসেম্বর সোমবার বেলা দেড়টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় দুঃখ প্রকাশ করে সোমবার এক বিবৃতি দিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রাঙ্গণে ভাঙচুরের ঘটনাটি খুবই দুঃখজনক। কোনো অবস্থাতেই কূটনৈতিক এবং কনস্যুলার সম্পত্তি লক্ষ্যবস্তু করা উচিত নয়।
বিবৃতিতে আরও বলা হয়, এমন অবস্থায় নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং ভারতে অবস্থিত বাংলাদেশের অন্যান্য ডেপুটি/সহকারী হাইকমিশনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য সরকার ব্যবস্থা নিচ্ছে।
এর আগে সংঘ পরিবারভূক্ত বিভিন্ন সংগঠন, হিন্দু সংঘর্ষ সমিতি, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল ও হিন্দু জাগরণ মঞ্চের নেতৃত্বে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল ১০টায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের ৫০০ মিটার অদূরে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
পরবর্তীতে বেলা ১টায় বিক্ষোভ সমাবেশ থেকে তারা বাংলাদেশ হাইকমিশন অভিমুখে রওনা করে। মিশনের ২০০ মিটার অদূরে স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনীর বাঁধার মুখে সেখানে তারা জয় শ্রী রাম স্লোগান দিতে থাকে। তারা আইন-শৃঙ্খলা বাহিনীর দূর্বল বাঁধা অতিক্রম করে মিশনের মূল গেইটের সামনে উপস্থিত হয়ে বিক্ষোভ করতে থাকে।
এমতবস্থায় তাদের পক্ষ হতে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সহকারী হাইকমিশন বরাবর ডেপুটেশন দেওয়ার উদ্দেশ্যে মিশনের অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় মিশনের পক্ষে প্রথম সচিব মো. আল আমীন প্রতিনিধি দল ও জেলার এসডিএম’র সাথে যখন কথা বলছিলেন। ২ মিনিটের মধ্যে আলোচনা চলাকালীন সময়ে মিশনের মূল গেইটে অবস্থানরত উত্তেজিত জনতা গেইটে ধাক্কা দিতে থাকলে নিরাপত্তায় নিয়োজিত আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় তারা মিশন চত্ত্বরে প্রবেশ করে বাংলাদেশের জাতীয় পতাকা টেনে নামিয়ে পদদলিত করে এবং ছিড়ে টুকরো টুকরো করে। পাশাপাশি ফুলের টব ভেঙ্গে ফেলে। এ সময় আইন-শৃঙ্খলা বাহিনীর উল্লেখযোগ্য কোন ভূমিকা পরিলক্ষিত হয়নি।
এছাড়াও বাংলাদেশ মিশনে সার্বক্ষণিক নিয়োজিত নিরাপত্তা কর্মীরা মিশনের পিছনের দরজা খুলে দিয়ে বিক্ষোভকারীদের মিশনের মূল ভবনের প্রবেশের সুযোগ করে দেয়। এমতবস্থায় মিশনের অপর এক নিরাপত্তা বিষয়টি বুঝতে পেরে পেছনের দরজা লাগিয়ে দিয়ে মিশনের মূল ভবনের নিরাপত্তা রক্ষা করে।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে : তারেক রহমান
ঋণখেলাপিরা যাতে মনোনয়ন না পায় চেষ্টা করবো : মির্জা ফখরুল
অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার টেকসই হবে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
টিসিবি’র এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা
ভোজ্যতেলের সরবরাহ নিশ্চিতে কারখানা পরিদর্শন ভোক্তা অধিকারের
গণপরিবহনে শৃঙ্খলায় কাউন্টার স্থাপনের পরিকল্পনা
রাজধানীর তিন পার্কে ভেন্ডারের চুক্তি : শর্ত ভঙ্গের তদন্তে ডিএনসিসি
বাবা-মায়ের পুরোনো বাড়িতে যাই : শফিকুল আলম
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান
২০২৪ সালে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা
ভারতীয় ৭২ গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপতথ্য প্রচার
লেবানন থেকে দেশে ফিরলেন আরো ৪৭
প্লাটফর্ম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
শক্তিশালী অর্থনীতি ও গর্বিত জাতি গড়তে শহীদ জিয়ার দর্শন ধারণ করতে হবে : আমির খসরু
কী আছে তৌফিকার লকারে?
ঘটনার তিনদিন পর থানায় মামলা
অনিয়ম ঢাকতে তড়িঘড়ি করে নির্বাচনের পাঁয়তারা
শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগের দুরবস্থা
৯৬টি সিএনজি ভাঙ্গাড়ি হিসাবে সাড়ে ১১ লাখ টাকায় বিক্রি
৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে রূপগঞ্জে বিএনপির সমাবেশ