সিরিয়ার দক্ষিণাঞ্চল প্রায় পুরোটাই বিদ্রোহীদের দখলে
০৭ ডিসেম্বর ২০২৪, ০৬:১৮ পিএম | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪, ০৬:১৮ পিএম
গেল সপ্তাহে হঠাৎ করেই প্রবল হামলা চালিয়ে সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো দখলে নিয়েছিল বিদ্রোহীরা। এরপর থেকে একের পর এক এলাকা হাতছাড়া হচ্ছে বাশার আর আল-আসাদ সরকারের। সবশেষ জর্ডান সীমান্তের কাছে দক্ষিণ-পশ্চিম সিরিয়ার দারা অঞ্চলও দখলে নিয়েছে বিদ্রোহীরা। বলা চলে, এর মধ্যদিয়ে সিরিয়ার দক্ষিণাঞ্চল প্রায় পুরোটাই বিদ্রোহীদের দখলে চলে গেল।
এই দারা অঞ্চল থেকেই ২০১১ সালে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে বিদ্রোহের শুরু হয়েছিল। পরে রাশিয়া-ইরানের সাহায্যে অঞ্চলটি উদ্ধার করেছিল আসাদ সরকার।
শনিবার (৭ ডিসেম্বর) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্য-ভিত্তিক একটি যুদ্ধ মনিটর রিপোর্ট করেছে, স্থানীয় সশস্ত্র দলগুলি সরকারি বাহিনীর সঙ্গে প্রবল যুদ্ধের পর দারায় অনেক সামরিক স্থানের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে।
রয়টার্স নিউজ এজেন্সির মতে, বিদ্রোহী সূত্রগুলো বলছে, তারা সিরিয়ার সেনাবাহিনী এবং সামরিক কর্মকর্তাদের সরে যেতে রাজধানী দামেস্ক থেকে প্রায় ১০০ কিলোমিটার (৬২ মাইল) দূরে একটি নিরাপদ রাস্তা দেওয়ার চুক্তিতে পৌঁছেছে।
এদিকে দাবি করা হচ্ছে, উত্তর সিরিয়ার ইসলামপন্থী নেতৃত্বাধীন বিদ্রোহীরা হোমস শহরের উপকণ্ঠে পৌঁছেছে। তবে বিবিসি স্বাধীনভাবে এই তথ্য যাচাই করতে পারেনি।
যুক্তরাজ্যভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণকারী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) বলেছে, দক্ষিণের বিদ্রোহীরা দারা অঞ্চলের ৯০ শতাংশের বেশি নিয়ন্ত্রণ করেছে এবং শুধু সানামাইন এলাকা এখনও সরকারের হাতে রয়েছে।
দারা শহরের কৌশলগত এবং প্রতীকী গুরুত্ব রয়েছে। এটি একটি প্রাদেশিক রাজধানী এবং জর্ডানের সীমান্তের প্রধান ক্রসিংগুলির কাছাকাছি। এখান থেকেই ২০১১ সালে গণতন্ত্রপন্থী বিক্ষোভ শুরু হয়েছিল। যা একপর্যায়ে দেশটিতে চলমান গৃহযুদ্ধের জন্ম দেয়। এতে অর্ধ মিলিয়নেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে৷
জর্দানের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, দক্ষিণ সিরিয়া পরিস্থিতি অবনতির কারণে দেশটির সঙ্গে সীমান্ত বন্ধ করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পর জর্দানও সিরিয়া থেকে তার নাগরিকদের দ্রুত দেশে ফেরতে নির্দেশনা দিয়েছে।
এদিকে, দারার প্রায় ৫০ কিলোমিটার পূর্বে সুওয়েইদা শহরের সরকারি কর্মকর্তারা এই অঞ্চলে প্রধান সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায়ের নিরাপত্তা বাহিনী এবং মিলিশিয়াদের মধ্যে সংঘর্ষের পর শহর ছেড়ে পালিয়ে গেছে বলে জানা গেছে।
সুওয়েইদা টোয়েন্টি ফোর ডটকমের সম্পাদক রায়ান মারুফ রয়টার্সকে বলেছেন, সিরিয়ার বাকি অংশে যা ঘটছে তা সিরিয়ার মুক্তি এবং সরকারকে পতনের সুযোগ হিসাবে দেখছে মানুষ।
অন্যত্র, কুর্দি-নেতৃত্বাধীন বাহিনী বলেছে যে তারা দেশটির পূর্বে বিস্তীর্ণ মরুভূমিতে সরকারের প্রধান পদস্থল দেইর এজোর শহর দখল করেছে।
সুন্নি বিদ্রোহীরা কৌশলগত শহর হোমসের উপকণ্ঠে পৌঁছেছে। সিরিয়ার সামরিক বাহিনী ও রাশিয়ান মিত্ররা পাল্টা লড়াই করছে। শুক্রবার শহরের উপকণ্ঠে বিমান হামলায় ২০ জন বেসামরিক লোক নিহত হয়েছে।
বিদ্রোহী আক্রমণের ফলে এ পর্যন্ত অন্তত ৩ লাখ ৭০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে মনে করা হচ্ছে। জাতিসংঘের মতে, নতুন এই যুদ্ধ দেশের উত্তরে বেসামরিক নাগরিকদের জন্য ভয়াবহ পরিস্থিতিকে আরও খারাপ করছে। কিছু বেসামরিক নাগরিক সামনের সারির এলাকায় আটকা পড়ে নিরাপদ স্থানে পৌঁছাতে পারছে না।
এসওএইচআর বলেছে, গত সপ্তাহে ইসলামপন্থী নেতৃত্বাধীন বিদ্রোহীরা তাদের আক্রমণ শুরু করার পর থেকে ১১১ জন বেসামরিক নাগরিকসহ ৮২০ জনেরও বেশি লোক সারা দেশে নিহত হয়েছেন।
বিদ্রোহীদের হাতে বৃহস্পতিবার হোমসের উত্তরে হামা দখল প্রেসিডেন্ট আসাদের জন্য দ্বিতীয় বড় ধাক্কা। গত সপ্তাহেই আলেপ্পোর নিয়ন্ত্রণ হারিয়েছেন আসাদ।
ইসলামি গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) এর নেতা আবু মোহাম্মদ আল-জাওলানি হোমসের বাসিন্দাদের বলেছেন, ‘আপনার সময় এসেছে।’
বিদ্রোহীরা দক্ষিণে অগ্রসর হচ্ছে এবং হোমস হবে দামেস্কের রাস্তার পরবর্তী স্টপ। গুরুত্বপূর্ণ খবর হলো- বিদ্রোহীদের হামলার মুখে প্রেসিডেন্ট আসাদের অন্য প্রধান মিত্র ইরান তার সামরিক কমান্ডার এবং কর্মীদের সরিয়ে নিতে শুরু করেছে।
প্রেসিডেন্ট আসাদের আলাউয়ি সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যরা আতঙ্কিত হয়ে হোমস ছেড়ে যাওয়ার জন্য ছুটছেন। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে প্রধানসহ অলিগলির সড়কেও যানজটের সৃষ্টি হয়েছে।
হামলার নেতৃত্বদানকারী সিরিয়ান দল টেলিগ্রাম চ্যানেলে বলেছে, আমাদের বাহিনী হোমস শহরের উপকণ্ঠে শেষ গ্রামটি মুক্ত করেছে।
এসওএইচআর বলেছে যে রাশিয়ান যুদ্ধবিমান বিদ্রোহীদের অগ্রযাত্রাকে ধীর করে দিতে নিকটবর্তী রাস্তান এলাকায় একটি সেতুতে বোমা হামলা করেছে।
কয়েকদিনের যুদ্ধের পর সিরিয়ার সামরিক বাহিনী হামার নিয়ন্ত্রণ হারানোর পর, তারা হোমসকে রক্ষা করতে পারবে কিনা তা স্পষ্ট নয়।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
গোলরক্ষক বীরত্বে ১০ জনের ইউনাইটেড হারাল আর্সেনালকে
৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?
মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,
আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ
তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!
সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,
গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা
দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত
শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ
চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২
স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব
শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস
শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ
ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১
ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ
চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫
বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড