সিরিয়ার রিজার্ভ প্রায় শূন্য হলেও অক্ষত ২৬ টন সোনার মজুত
১৮ ডিসেম্বর ২০২৪, ১১:২৮ এএম | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪, ১১:৪১ এএম
সিরিয়ায় স্বৈরশাসক বাশার আল–আসাদের পতনের পালিয়ে যাওয়ার সময় দেশটির কেন্দ্রীয় ব্যাংকের নগদ অর্থের রিজার্ভ প্রায় শূন্য হলেও ২৬ টন সোনার মজুত অক্ষত রয়েছে। সংশ্লিষ্ট চারটি সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।
একই সূত্র বলেছে, সিরিয়ায় ২০১১ সালে গৃহযুদ্ধ শুরুর সময়ও এই একই পরিমাণ সোনা সেখানে রক্ষিত ছিল। সিরিয়ায় বিপুল পরিমাণ সোনার মজুত থাকলেও বৈদেশিক মুদ্রার রিজার্ভ খুবই সীমিত। সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংকের তথ্যের বরাতে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল বলেছে, ২০১১ সালের জুনে দেশটিতে সোনার মজুত ছিল ২৫ দশমিক ৮ টন।
রয়টার্সের হিসাবমতে, অর্থের অঙ্কে এটি ২ দশমিক ২ বিলিয়ন ডলারের সমান। সূত্রগুলোর একটি বলেছে, নগদ অর্থে বর্তমানে সিরিয়ার বৈদেশিক মুদ্রার রিজার্ভ মাত্র ২০০ মিলিয়ন (২০ কোটি) ডলারের মতো। অন্যদিকে আরেকটি সূত্র বলেছে, রিজার্ভের পরিমাণ ‘কয়েকশ মিলিয়ন ডলার’।
সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংকের তথ্য উল্লেখ করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বলেছে, দেশটিতে গৃহযুদ্ধ শুরুর বছর ২০১১ সালের শেষ নাগাদ সার্বিকভাবে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ১৪ বিলিয়ন ডলার। এর আগের বছর ২০১০ সালে আইএমএফের পরিসংখ্যান অনুযায়ী, সে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল আনুমানিক ১৮ দশমিক ৫ বিলিয়ন ডলার।
সিরিয়ার বর্তমান ও সাবেক কয়েকজন কর্মকর্তা বলেছেন, দেশটির ডলারের রিজার্ভ প্রায় শূন্য হয়ে আসার পেছনে কারণ হলো আসাদ সরকার খাদ্য, জ্বালানি ও যুদ্ধ তৎপরতায় এখান থেকে বেহিসাবি খরচ করেছে।
কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ সম্পর্কে সিরিয়ায় বিদ্রোহী যোদ্ধাদের নেতৃত্বাধীন নতুন ক্ষমতাসীন প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়। তবে এ বিষয়ে তারা কোনো মন্তব্য করেনি।
২০১১ সালে সিরিয়ায় গণতন্ত্রপন্থী বিক্ষোভ শুরু হলে বাশার আল–আসাদ বিক্ষোভকারীদের ওপর দমনপীড়ন শুরু করেন। একপর্যায়ে তা গৃহযুদ্ধে রূপ নেয়। ২০১৫ সালে রাশিয়া আসাদের পক্ষ হয়ে এ যুদ্ধে অংশ নেওয়া শুরু করে। সংঘাতে জড়িয়ে পড়ে আসাদের মিত্র ইরানও। গৃহযুদ্ধ শুরুর পর থেকে আসাদ দেশের আর্থিক বিষয়াদি নিয়ে তথ্য আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক বা অন্যান্য আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থার সঙ্গে শেয়ার করা বন্ধ করে দেন।
গৃহযুদ্ধ শুরুর দীর্ঘ ১৩ বছর পর সম্প্রতি বিদ্রোহীদের ঝোড়ো আক্রমণের মুখে ৮ ডিসেম্বর ক্ষমতা ছেড়ে রাশিয়ায় পালিয়ে যান বাশার আল–আসাদ। অস্থির পরিস্থিতির মধ্যে কিছু দুষ্কৃতকারী সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংকে হানা দিয়ে সিরীয় পাউন্ড হাতিয়ে নেয়। তবে তারা ব্যাংকের প্রধান ভল্ট ভাঙতে পারেনি। এতে সোনার মজুত অক্ষত থেকে যায়।
অবশ্য বিদ্রোহী যোদ্ধারা দ্রুতই কেন্দ্রীয় ব্যাংকের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হন। স্থানীয় কর্মকর্তারা রয়টার্সকে জানান, চুরি যাওয়া রিজার্ভের কিছু ইতোমধ্যে ফিরিয়ে আনতে সমর্থ হয়েছে নতুন প্রশাসন।
একটি সূত্র বলেছে, কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ভল্টটি বোমাপ্রুফ। এটি খুলতে তিনটি চাবির প্রয়োজন। প্রতিটি চাবি ভিন্ন ব্যক্তির তদারকিতে। তিনজনের সম্মিলিত একটি কোড ব্যবহার করেই শুধু এ ভল্ট খোলা সম্ভব। গত সপ্তাহে সিরিয়ার নতুন প্রশাসন ভল্ট পরিদর্শন করেছে।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
মির্জাপুরে কলা ব্যবসায়ী বাবু হত্যার ঘটনায় দুই ডাকাত গ্রেপ্তার
ফের চট্টগ্রামের পথে সেই পাকিস্তানি জাহাজ
ওয়াশিংটন বাংলাদেশ দূতাবাসে বিজয় দিবসের বর্ণাঢ্য আয়োজন
সৌম্যের আঙুলে ৫ সেলাই
চরফ্যাশনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার পরিবারের দাবি হত্যা
রাশিয়ায় উজবেক যুবক গ্রেপ্তার , জেনারেলের হত্যা ঘিরে রহস্য
সিরিয়ায় ইদলিবের পরিস্থিতিতে বিদ্রোহী শাসনের সম্ভাব্য ভবিষ্যত
সাকিব আল হাসানকে আদালতে হাজির হতে সমন
হাসিনার পতনের পর রেমিট্যান্স ২৬ শতাংশ বেড়েছে : আসিফ নজরুল
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে জুবায়েরপন্থিদের বিক্ষোভ
সালথায় হুজুরদের নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট, গ্রেপ্তার যুবক
বিশ্ব ইজতেমার উদ্বেগজনক অবস্থার প্রেক্ষিতে সাদপন্থিদের নিয়ে বৈঠকে ৫ উপদেষ্টা
১০ ট্রাক অস্ত্র মামলায় বাবরকে খালাস দিলেন হাইকোর্ট
গলাচিপায় ২৬টি কচ্ছপসহ নারী আটক, ১ বছরের কারাদণ্ড
লক্ষ্মীপুরে এখনো স্বাভাবিক হয়নি ট্রাফিক পুলিশের কার্যক্রম, সড়কে জনদুর্ভোগ
বিস্ফোরক মামলায় গ্রেপ্তার ১০ আসামি
শার্শা সীমান্তের ইছামতি নদীর পাড় থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
মধুপুরে মোটরসাইকেল পিকআপের মুখোমুখি সংঘর্ষে ইমাম ও মোয়াজ্জিন নিহত
নাচোলে বিজয় দিবসের অনুষ্ঠানে ছুরিকাঘাতে দুই কিশোর নিহত, আহত ৪
ইন্দোনেশিয়ায় মৃত্যুদণ্ড থেকে রেহাই পেয়ে ফিলিপিনে ফিরলেন মেরি ভেলোসো