ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলা, রাশিয়ার কুরস্ক অঞ্চলে শিশুসহ নিহত ৬
২১ ডিসেম্বর ২০২৪, ০৯:০২ এএম | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:০২ এএম
রাশিয়ার কুরস্ক অঞ্চলে প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন। এতে ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে। আহত হয়েছেন আরও ১০ জন। রাশিয়ার এই অঞ্চলের রিলস্ক শহরে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতের এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন অঞ্চলটির ভারপ্রাপ্ত গভর্নর। শনিবার (২১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাশিয়ার কুরস্ক অঞ্চলের রিলস্ক শহরে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় এক শিশুসহ ছয়জন নিহত হয়েছেন বলে ভারপ্রাপ্ত গভর্নর আলেকজান্ডার খিনস্টেইন জানিয়েছেন।
হামলায় ১৩ বছর বয়সী এক কিশোরসহ দশজন আহত হয়েছেন এবং সামান্য আঘাতের কারণে পরে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে খিনস্টেইন টেলিগ্রামে লিখেছেন।
তিনি আরও বলেছেন, “আজ যা ঘটেছে তা আমাদের সকলের জন্য একটি বিশাল ট্র্যাজেডি। আমরা নিহতদের পরিবারের সাথে একত্রে শোকাহত। সবাইকে সহায়তা করা হবে। দায়ী ব্যক্তিরা ‘উপযুক্ত জবাব’ পাবেন।”
জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া পরে নিরাপত্তা পরিষদের এক অধিবেশনে বলেন, “কিয়েভ সরকারের এই পদক্ষেপের” প্রতিক্রিয়া দ্রুত জানাবে মস্কো। তিনি অধিবেশনে বলেন, “আপনি ভালো করেই বুঝতে পারেন, শান্তিপূর্ণ রাশিয়ান নাগরিকদের লক্ষ্যবস্তু করে এই হামলার প্রতি আমাদের প্রতিক্রিয়া জানাতে বেশি দেরি হবে না।”অবশ্য ইউক্রেনের কর্তৃপক্ষ এ ঘটনায় কোনও মন্তব্য করেনি।
খিনস্টেইন বলেছেন, ইউক্রেনের সুমি অঞ্চলের সীমান্ত থেকে প্রায় ১৬ মাইল (২৬ কিলোমিটার) দূরে অবস্থিত রিলস্ক শহরে স্কুল, বিনোদন কেন্দ্র এবং ব্যক্তিগত আবাসনসহ বেশ কয়েকটি ভবনে হামলা করতে যুক্তরাষ্ট্র সরবরাহকৃত হিমারস রকেট নিক্ষেপ করেছে ইউক্রেন।
প্রসঙ্গত, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সর্বাত্মক হামলা শুরু করে রাশিয়ার সামরিক বাহিনী। এরপর থেকে পূর্ব ইউরোপের এই দেশটিতে হাজার হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আড়াই বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়া— চারটি প্রদেশের আংশিক দখল নিয়েছে রুশ বাহিনী।
এই চার প্রদেশের রাশিয়ার দখলে যাওয়া অংশের সম্মিলিত আয়তন ইউক্রেনের মোট ভূখণ্ডের এক-পঞ্চমাংশ। অবশ্য যুদ্ধরত এই দুই দেশের কেউই তাদের নিজস্ব ক্ষয়ক্ষতির সঠিক তথ্য প্রকাশ না করলেও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো হতাহতের সংখ্যা কয়েক লাখ বলে অনুমান করছে।
অবশ্য রাশিয়ার পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু হওয়ার পর থেকে প্রায় ৪৩ হাজার ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছেন বলে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি এক বিরল স্বীকারোক্তিতে জানিয়েছেন।
চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে ইউক্রেনের এই প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার সঙ্গে চলমান এই যুদ্ধে ৩ লাখ ৭০ হাজার সৈন্যের আহত হওয়ার খবর পাওয়া গেছে। যদিও এই সংখ্যার মধ্যে এমন সৈন্যও অন্তর্ভুক্ত রয়েছেন যারা একাধিকবার আহত হয়েছেন। আবার কিছু আহত সৈন্যের আঘাতকে ছোট বলেও উল্লেখ করা হয়েছে।
সেসময় তিনি আরও দাবি করেন, চলমান এই যুদ্ধে ১ লাখ ৯৮ হাজার রাশিয়ান সৈন্য নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৫ লাখ ৫০ হাজার রুশ সৈন্য।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
সড়কের নৈরাজ্যে রাজনৈতিক প্রভাব জড়িত : নাহিদ ইসলাম
পাকিস্তানে রাজনৈতিক সংকট নিরূপণে উদ্যোগ
পতনের দ্বারপ্রান্তে ট্রুডো সরকার
রাশিয়া কিয়েভের ছয় বিদেশি দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা চালাল
লঘুচাপ নিম্নচাপে পরিণত : উপকূলীয় এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
১৫ বাংলাদেশি নারী-শিশুকে ফেরত দিয়েছে ভারত
ভেঙ্গে পড়লো উত্তরা আব্দুল্লাহপুরের অরক্ষিত বেইলি সেতু
হাসান আরিফের প্রতি প্রধান বিচারপতির শ্রদ্ধা
আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন ফারুকি
দেশের প্রেক্ষাগৃহে একসাথে মুক্তি পেয়েছে হলিউডের দুই সিনেমা
তাইওয়ানকে ৫৭১ মিলিয়ন ডলার প্রতিরক্ষা সহায়তার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র
তেল আবিবের পার্কে ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের, আহত ১৪
ভোট আয়োজনের পর নিজের কাজে ফিরে যাব : প্রধান উপদেষ্টা
মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে কিউবায় বিশাল প্রতিবাদ সমাবেশ
কালিগঞ্জ সরিষার মাঠ ভরা হলুদের সমারোহ
এল সালভাদরের প্রেসিডেন্ট বুকেলের খনি নিষেধাজ্ঞা বাতিলের প্রস্তাব
হাইকোর্টে উপদেষ্টা হাসান আরিফের জানাজা অনুষ্ঠিত
আজও রাজধানী ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’
স্মার্ট বাংলাদেশ প্রকল্পে ভয়াবহ লুটপাটের চিত্র
স্টাম্পে লাথি মারার শাস্তি পেলেন ক্লাসেন