জার্মানিতে ক্রিসমাস মার্কেটে গাড়ি হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫
২১ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৬ পিএম | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৬ পিএম
জার্মানির সাক্সেন-আনহাল্ট রাজ্যের রাজধানী মাগডেবুর্গে-তে ক্রিসমাস মার্কেটে (বড়দিন উপলক্ষে বসা বাজার) গাড়ি হামলার ঘটনায় সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়ছে নিহতের সংখ্যা। ইতিমধ্যেই হামলায় পাঁচজনের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০০ জনে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা। গাড়ি হামলায় নিহত ও আহতদের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি আগামিকাল রবিবার (২২ ডিসেম্বর) ঘটনাস্থলে যাচ্ছেন জার্মান চ্যান্সেলর ওলফ শলৎজ।
মার্কিন সংবাদমাধ্যম ‘এনবিসি’ জানিয়েছে, বড়দিন উপলক্ষে প্রতি বছরের মতো এবারেও জার্মানির সাক্সেন-আনহাল্ট রাজ্যের রাজধানী মাগডেবুর্গে বসেছিল ক্রিসমাস মার্কেট বা বড়দিনের বাজার। ওই মার্কেটে হাতে তৈরি নানা সামগ্রী থেকে শুরু করে শীতকালীন বস্ত্র, কেক জাতীয় খাবার ও নানা ধরনের পানীয় পাওয়া যায়। এ ছাড়াও খদ্দেরদের বিনোদনের জন্য আয়োজন করা হয়ে থাকে বিশেষ সঙ্গীতানুষ্ঠানের।
গতকাল শুক্রবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় মাগডেবুর্গ শহরে ‘ক্রিসমাস মার্কেট’ যখন ক্রেতা ও দর্শকদের ভিড়ে জমজমাট তখনই গাড়ি হামলার ঘটনা ঘটে। এক গাড়িচালক ভিড়ের মধ্যেই গাড়ি চালিয়ে দেন। প্রায় ৪০০ মিটার পথ গাড়ি চালিয়ে নিয়ে যান। তাতে পিষে যান অনেকেই। অতর্কিতে এমন হামলায় হতচকিত হয়ে যান কেনাকাটা করতে আসা খদ্দেররা। রক্তে ভেসে যায় পুরো এলাকা। হামলার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল। পুরো এলাকা ঘিরে ধরার পাশাপাশি আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
ইতিমধ্যেই ওই হামলার ঘটনায় জড়িত থাকায় তালেব এ নামে ৫০ বছর বয়সী এক সউদী নাগরিককে আটক করেছে পুলিশ। পেশায় মনোরোগ বিশেষজ্ঞ হিসাবে পরিচিত তালেব ২০০৬ সালে থেকে জার্মানিতে বসবাস করছিলেন। বার্নবার্গে একজন চিকিৎসক হিসাবে কাজ করেছিলেন। ক্রিসমাস মার্কেটে গাড়ি হামলার নিন্দা করেছেন ম্যাগডেবুর্গ শহরের মেয়র সিমোন বরিস। সংবাদমাধ্যমের প্রতিনিধিদের তিনি বলেছেন, ‘আমি গভীরভাবে মর্মাহত। ম্যাগডেবুর্গ শহরে এমন নৃশংস হামলার ঘটনা ঘটবে, তা ভাবতেই পারিনি।’
যদিও জার্মানিতে বড়দিনের বাজারে এই প্রথম হামলার ঘটনা ঘটল না। ২০১৬ সালের ১৯ ডিসেম্বর বার্লিনে ‘ক্রিসমাস মার্কেটে’ তিউনিসিয়ার এক নাগরিক গাড়ি চালিয়ে হামলা করেছিল। ওই হামলায় ঘটনাস্থলে ১২ জন নিহত হয়েছিল। পরে আহত আরও একজন মারা যান। কুখ্যাত জঙ্গি সংগঠন আইএস সেই হামলার দায় স্বীকার করেছিল।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে
লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন
মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে
১৫ নারী ও শিশুকে হস্তান্তর
আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে
মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি
কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব
অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক
সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
সবুজ গালিচায় হলুদের সমারোহ
আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত লুইজি
কিউবায় সমাবেশ