শুটিংয়ে গিয়ে আপত্তিকর আচরণ করায় নির্মাতার বিরুদ্ধে যৌন হয়রানির মামলা
২২ ডিসেম্বর ২০২৪, ০৪:২৪ পিএম | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪, ০৪:২৪ পিএম
ক্যালিফোর্নিয়ার একটি আদালতে ‘ইট এন্ডস উইথ আস’ সিনেমার সহ-অভিনেতা ও পরিচালক জাস্টিন বালডোনির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে গত শুক্রবার মামলা করেছেন জনপ্রিয় মার্কিন অভিনেত্রী ব্লেক লাইভলি। অভিনেত্রীর অভিযোগ, সিনেমার শুটিংয়ের সময় বালডোনি আপত্তিকর আলোচনা করেছেন এবং চিত্রনাট্যের বাইরে যৌন দৃশ্য যোগ করার পরিকল্পনা করেছেন। -টিএমজেড
তার অভিযাগ, নানাভাবে তাঁর সুনাম হানির অপচেষ্টা করেছেন। আবার এক বিবৃতিতে এসব অভিযোগ অস্বীকার করেছেন বালডোনির আইনজীবী। গত ৬ আগস্ট মুক্তির পর ব্যবসায়িক সাফল্য পায় ‘ইট এন্ডস উইথ আস’। ছবিতে অভিনয় করেন ব্লেক লাইভলি, ছবির অন্যতম প্রযোজকও তিনি। অন্যদিকে ছবিতে লাইভলির সঙ্গে অভিনয় করেন জাস্টিন বালডোনি, রোমান্টিক ড্রামা ঘরানার নির্মাতাও তিনি।
ব্লেক অভিযোগ করে বলেন, বালডোনি আপত্তিকরভাবে তাঁর ওজন নিয়ে কথা বলেছেন। আলোচনায় অপ্রয়োজনীয়ভাবে যৌন প্রসঙ্গ টেনে এনেছেন। ৩৭ বছর বয়সী অভিনেত্রী আরও বলেন, ছবির শুটিংয়ের সময় অন্য শিল্পী ও কলাকুশলীর সামনে বালডোনির কথায় পর্নোগ্রাফি নিয়ে তাঁর আসক্তির কথা প্রকাশ পায়। এ ছাড়া তিনি নারীদের শরীর নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। বালডোনি অযাচিতভাবে নিজের যৌন–জীবন নিয়েও আলোচনা করতেন বলে অভিযোগ ব্লেকের।
সিনেমার শুটিংয়ে লাইভলি পর্দায় যৌন দৃশ্য দেখানো নিয়ে একটি সীমারেখা টেনে দেন। একটি মিটিংয়ে হাজির হয়ে এ নিয়ে কথা বলেন ব্লেকের স্বামী ও অভিনেতা রায়ান রেনল্ডস। সেখানে তিনি ব্লেককে আর কোনো নগ্ন ভিডিও না দেখাতে অনুরোধ করেন। এ ছাড়া অনুমোদিত চিত্রনাট্যের বাইরে যৌন দৃশ্যধারণের পরিকল্পনা, লাইভলির প্রয়াত বাবা সম্পর্কে মন্তব্য করা থেকে বিরত থাকতেও অনুরোধ করেন তিনি। ব্লেক আরও বলেন, তিনি বিষয়টি নিয়ে মুখ খুলেছেন, যেন চলচ্চিত্রে কাজের পরিবেশ আরও নিরাপদ করা যায়।
অভিযোগের জবাবে বালডোনির আইনজীবী ব্রায়ান ফ্রিডম্যান এসব অভিযোগকে ‘ভুয়া ও আপত্তিকর’ বলে অবহিত করেন। উল্টো বালডোনির আইনজীবী অভিযোগ করেন, সিনেমার সেটে ব্লেকের সঙ্গে কাজ করা খুবই কঠিন ছিল। তিনি বারবার ছবির প্রচারে অংশ না নেওয়ার হুমকি দিয়েছেন, যার প্রভাব মুক্তির পরে সিনেমার ব্যবসায় পড়েছে।
শুটিংয়ে গিয়ে আপত্তিকর আচরণ করায় নির্মাতার বিরুদ্ধে যৌন হয়রানির মামলা
ইনকিলাব ডেস্ক : ক্যালিফোর্নিয়ার একটি আদালতে ‘ইট এন্ডস উইথ আস’ সিনেমার সহ-অভিনেতা ও পরিচালক জাস্টিন বালডোনির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে গত শুক্রবার মামলা করেছেন জনপ্রিয় মার্কিন অভিনেত্রী ব্লেক লাইভলি। অভিনেত্রীর অভিযোগ, সিনেমার শুটিংয়ের সময় বালডোনি আপত্তিকর আলোচনা করেছেন এবং চিত্রনাট্যের বাইরে যৌন দৃশ্য যোগ করার পরিকল্পনা করেছেন। -টিএমজেড
তার অভিযাগ, নানাভাবে তাঁর সুনাম হানির অপচেষ্টা করেছেন। আবার এক বিবৃতিতে এসব অভিযোগ অস্বীকার করেছেন বালডোনির আইনজীবী। গত ৬ আগস্ট মুক্তির পর ব্যবসায়িক সাফল্য পায় ‘ইট এন্ডস উইথ আস’। ছবিতে অভিনয় করেন ব্লেক লাইভলি, ছবির অন্যতম প্রযোজকও তিনি। অন্যদিকে ছবিতে লাইভলির সঙ্গে অভিনয় করেন জাস্টিন বালডোনি, রোমান্টিক ড্রামা ঘরানার নির্মাতাও তিনি।
ব্লেক অভিযোগ করে বলেন, বালডোনি আপত্তিকরভাবে তাঁর ওজন নিয়ে কথা বলেছেন। আলোচনায় অপ্রয়োজনীয়ভাবে যৌন প্রসঙ্গ টেনে এনেছেন। ৩৭ বছর বয়সী অভিনেত্রী আরও বলেন, ছবির শুটিংয়ের সময় অন্য শিল্পী ও কলাকুশলীর সামনে বালডোনির কথায় পর্নোগ্রাফি নিয়ে তাঁর আসক্তির কথা প্রকাশ পায়। এ ছাড়া তিনি নারীদের শরীর নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। বালডোনি অযাচিতভাবে নিজের যৌন–জীবন নিয়েও আলোচনা করতেন বলে অভিযোগ ব্লেকের।
সিনেমার শুটিংয়ে লাইভলি পর্দায় যৌন দৃশ্য দেখানো নিয়ে একটি সীমারেখা টেনে দেন। একটি মিটিংয়ে হাজির হয়ে এ নিয়ে কথা বলেন ব্লেকের স্বামী ও অভিনেতা রায়ান রেনল্ডস। সেখানে তিনি ব্লেককে আর কোনো নগ্ন ভিডিও না দেখাতে অনুরোধ করেন। এ ছাড়া অনুমোদিত চিত্রনাট্যের বাইরে যৌন দৃশ্যধারণের পরিকল্পনা, লাইভলির প্রয়াত বাবা সম্পর্কে মন্তব্য করা থেকে বিরত থাকতেও অনুরোধ করেন তিনি। ব্লেক আরও বলেন, তিনি বিষয়টি নিয়ে মুখ খুলেছেন, যেন চলচ্চিত্রে কাজের পরিবেশ আরও নিরাপদ করা যায়।
অভিযোগের জবাবে বালডোনির আইনজীবী ব্রায়ান ফ্রিডম্যান এসব অভিযোগকে ‘ভুয়া ও আপত্তিকর’ বলে অবহিত করেন। উল্টো বালডোনির আইনজীবী অভিযোগ করেন, সিনেমার সেটে ব্লেকের সঙ্গে কাজ করা খুবই কঠিন ছিল। তিনি বারবার ছবির প্রচারে অংশ না নেওয়ার হুমকি দিয়েছেন, যার প্রভাব মুক্তির পরে সিনেমার ব্যবসায় পড়েছে।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ব্রাহ্মণপাড়ায় ধর্ষণের শিকার হতদরিদ্র প্রতিবন্ধী যুবতীর সন্তান প্রসব! আতংকে ভুক্তভোগী পরিবার
সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ
জমকালো আয়োজনে পালিত হলো বান্দরবান সেনাবাহিনীর ৬৯ ব্রিগেডের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
মোহনপুর উপজেলা বিএনপি দ্বি-বার্ষিক কাউন্সিলে সভাপতি মুন সাধারণ সম্পাদক মাহবুব বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না:সালাম
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
আমার খাবার কি ফর্টিফায়েড?
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
নির্বাচনে কারা যোগ্য, সে সিদ্ধান্ত নেবে ইসি: বদিউল আলম মজুমদার
মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে