ফিলিস্তিনিদের ঘাটতি পূরণে ১৬ হাজার ভারতীয় নিয়োগ ইসরাইলের
৩০ ডিসেম্বর ২০২৪, ০৬:০৮ পিএম | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪, ০৬:১৭ পিএম
ইসরাইলে কোনও নির্মীয়মাণ ভবনে লোহালক্কড়ের শব্দের মাঝে হিন্দি কথোপকথন বিরল নয়। কিংবা অন্য কোনও ভারতীয় ভাষা। এক বছর আগেও চিত্রটা এমন ছিল না। যুদ্ধ পরিস্থিতি অনেক কিছু বদলে দিয়েছে ইসরাইলে। যুদ্ধ পরিস্থিতি তৈরি না হলে হয়ত এ সব জায়গায় আরবি সংলাপই দস্তুর ছিল। থাকতেন ফিলিস্তিনি শ্রমিকেরা। কিন্তু এখন সেই জায়গায় ভারতীয় শ্রমিকদের ভিড়।
গত বছরের অক্টোবরে হামাস গোষ্ঠীর হামলার পর থেকে ছবিটা বদলে যায় ইসরাইলে। ফিলিস্তিনি শ্রমিকদের ইসরাইলে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করে বেঞ্জামিন নেতানিয়াহুর প্রশাসন। নির্মাণক্ষেত্রে এখন শ্রমিকের সেই ঘাটতি পূরণ করছেন ভারতীয় শ্রমিকেরা। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, গত এক বছরে ১৬ হাজার ভারতীয় শ্রমিক যোগ দিয়েছেন ইসরাইলের নির্মাণকাজে।
এই ১৬ হাজার জনের মধ্যেই একজন হলেন রাজু নিশাদ। বর্তমানে মধ্য ইসরাইলের বিয়ার ওয়াকভ শহরে কাজ করেন নির্মাণ শ্রমিক হিসাবে। বেশি টাকা উপার্জনের আশায় যুদ্ধের ভয় মুছে এখন দেশান্তরী। মাঝেমধ্যে আকাশপথে হামলার আগে সাইরেনের আওয়াজ শোনেন। তখন কোনও নিরাপদ আশ্রয়ের খোঁজে দৌড়দৌড়ি করতে হয় তাকে। তবুও ভয়কে এক প্রকার জিতেই নিয়েছেন নিশাদ। এএফপিকে তিনি বলেন, “ভয় পাওয়ার কিছুই নেই। এক বার ওটা (সাইরেনের আওয়াজ) বন্ধ হয়ে গেলে, আমরা আবার কাজ শুরু করে দিই। আমি ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে চাই। পরিবারের জন্য কিছু করতে চাই।”
নিশাদের মতো এমন আরও অনেকেই রয়েছেন। সকলেরই প্রায় একই অবস্থা। কারণ ইসরাইলে নির্মাণক্ষেত্রে কাজে অনেক বেশি উপার্জন করা যায়। এএফপি অনুসারে, নিজেদের দেশের তুলনায় প্রায় তিন গুণ বেশি উপার্জন করতে পারেন তারা।
গত বছরের ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে হামলা চালিয়েছিল ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস। ওই হামলার জেরে মৃত্যু হয়েছিল প্রায় ১১০০ জনের। শুধু তা-ই নয়, ২৫০ জন ইসরাইলি নাগরিককে যুদ্ধবন্দিও করেছিল হামাস। তার পর অধিকৃত গাজা ভূখণ্ডকে হামাসমুক্ত করতে পাল্টা অভিযান শুরু করে ইসরাইল। ইসরাইলের নৃশংস হামলায় বর্তমানে বিধ্বস্ত অবস্থা গাজা ভূখণ্ডের।
গত বছরের অক্টোবরে হামাস গোষ্ঠীর হামলার পর থেকে ফিলিস্তিনিদের ইসরাইলে প্রবেশ নিষিদ্ধ করে দেয়া হয়। যার জেরে ইসরাইলের নির্মাণক্ষেত্রে শ্রমিকের অভাব তৈরি হয়। এএফপি জানিয়েছে, ওই নিষেধাজ্ঞার আগে পর্যন্ত প্রায় ১০ হাজার ফিলিস্তিনি শ্রমিক কাজ করতেন ইসরাইলে। নিষেধাজ্ঞার কারণে তৈরি হওয়া শ্রমিক ঘাটতির সরাসরি প্রভাব পড়ে ইসরাইলের নির্মাণকাজের উপর। যুদ্ধ পরিস্থিতি তৈরির পর থেকে আবাসনের নির্মাণকাজ প্রায় ২৫ শতাংশ পিছিয়ে পড়ে। এই অবস্থায় শূন্যতা পূরণ করতে ভারতীয় শ্রমিকদের নিয়োগ করা হয়েছে নির্মাণকাজে।
ইসরাইলে আগে থেকেই অনেক ভারতীয় কর্মরত। কেউ পরিচারকের কাজ করেন, তো কেউ আবার তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী হিসাবে কাজ করেন। তবে যুদ্ধ পরিস্থিতি তৈরির আগে পর্যন্ত নির্মাণক্ষেত্রে ভারতীয় শ্রমিকের সংখ্যা এতটা বেশি ছিল না। যুদ্ধ পরিস্থিতি শুরুর পর নিয়োগ সংস্থাগুলি ইসরাইলের নির্মাণকাজের জন্যও ভারতীয় শ্রমিকদের নিয়োগ করতে শুরু করে।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
ভাঙচুরের মামলায় হরিরামপুরের আওয়ামী লীগ- যুবলীগের ১০ নেতা জেল হাজতে
মুক্তি পেলো বাংলাদেশের জলসীমানায় অনুপ্রবেশের দায়ে আটককৃত ৩১ ভারতীয় জেলে
নওগাঁয় জাতীয় সমাজসেবা দিবস পালিত
ডিএমপি'র যুগ্ম পুলিশ কমিশনার হলেন দৌলতখানের ছালেহ উদ্দিন
নাঙ্গলকোটে এক চাঁদাবাজ যুবককে অস্ত্রসহ জনতা আটক করে যৌথবাহিনীর হাতে সোপর্দ
গৌরনদীতে বাসচাপায় মোটর সাইকেল চালক নিহত
উখিয়ায় সড়ক দূর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহী নিহত
শিক্ষকতাকে প্রথম শ্রেণির পেশা হিসেবে স্বীকৃতি দিত হবে : হাসনাত আব্দুল্লাহ
নাচোলে তারুণ্যের উৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
পঞ্চগড়ে চোরাই পথে আসা ভারতীয় ছয়টি গরু আটক
কাতার-সৌদি-মরক্কো থেকে ৫৮২ কোটি টাকার সার কিনবে সরকার
পিএসসিতে আরও নতুন ৬ সদস্য নিয়োগ
ডিসেম্বরে রপ্তানি আয় বেড়েছে ১৭.৭২ শতাংশ
কুষ্টিয়ার কুমারখালীতে অবৈধ মাটি খেকোর উৎপাতে ঝুঁকিতে বৈধ ইজারাদার
সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করতে পারবেন বিসিএসে বাদ পড়া ২২৭ প্রার্থী
টরেন্টো কনসার্ট দিয়ে বছর শুরু করবেন টেইলর সুইফট
সিগারেট খাওয়া ক্ষতিকর, সরকার এগুলো নিষিদ্ধ করুক : শাহরুখ খান
সিরাজ সিকদার থেকে আবু সাইদ হত্যা একই সূত্রে গাথা - রাশেদ প্রধান
কালিয়াকৈরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
নরসিংদীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল