মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
১১ জানুয়ারি ২০২৫, ১১:৪৮ এএম | আপডেট: ১১ জানুয়ারি ২০২৫, ১১:৪৯ এএম
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার সম্পর্কিত তথ্যের জন্য পুরস্কারের অঙ্ক বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। নতুন ঘোষণায় পুরস্কারের অঙ্ক বাড়িয়ে ২৫ মিলিয়ন ডলার করা হয়েছে। প্রেসিডেন্ট হিসেবে মাদুরো তৃতীয় মেয়াদে শপথ গ্রহণের দিনই এ ঘোষণা দেওয়া হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ভেনেজুয়েলায় গত বছর বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়ে প্রেসিডেন্ট পদে জয়লাভ করেন মাদুরো। শুক্রবার (১০ জানুয়ারি) তার শপথগ্রহণ অনুষ্ঠান ছিল। এদিন, যুক্তরাষ্ট্র মাদুরোকে গ্রেপ্তার সংক্রান্ত তথ্যের জন্য ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছে।
মাদুরো ছাড়াও ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো ক্যাবেলোর গ্রেপ্তার বা দোষী সাব্যস্ত করার জন্য তথ্য প্রদানের পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনোর জন্য ১৫ মিলিয়ন ডলারের নতুন পুরস্কার ঘোষণা করেছে দেশটি।
গতকাল শুক্রবার (১০ জানুয়ারি) ইউরোপীয় ইউনিয়নও ভেনেজুয়েলার ১৫ জন শীর্ষ কর্মকর্তা, বিচারক, নিরাপত্তা বাহিনীর সদস্য এবং সামরিক কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। কানাডাও ভেনেজুয়েলার ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে।
৬২ বছর বয়সী মাদুরোকে গত বছরের জুলাইয়ে প্রেসিডেন্ট নির্বাচনের বিজয়ী ঘোষণা করা হয়। কিন্তু বিরোধী দল এবং যুক্তরাষ্ট্রসহ অনেক দেশ ফলাফল প্রত্যাখ্যান করে এবং নির্বাসিত বিরোধী প্রার্থী এডমুন্ডো গঞ্জালেজকে বৈধ প্রেসিডেন্ট নির্বাচিত হিসাবে স্বীকৃতি দেয়।
বিরোধী দলের দাবি, গত বছরের বিতর্কিত নির্বাচনে তাদের প্রার্থী এডমুন্ডো গঞ্জালেজ ৬৭ শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেছেন। মাত্র ৩০ শতাংশ ভোট পেয়েছেন মাদুরো।
আন্তর্জাতিক সম্প্রদায় এবং ভেনেজুয়েলার বিরোধী নেতারা মাদুরোর শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে তীব্র সমালোচনা করেছেন।
তবে শুক্রবার প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করে মাদুরো প্রতিশ্রুতি দেন যে, তার তৃতীয় ছয় বছরের মেয়াদ ‘শান্তির সময়’ হবে। শপথ গ্রহণ অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি বলেন, “এই নতুন প্রেসিডেন্টের মেয়াদ হবে শান্তি, সমৃদ্ধি, সমতা এবং নতুন গণতন্ত্রের সময়।”
বিবিসি জানিয়েছে, শপথ গ্রহণ অনুষ্ঠানটি কঠোরভাবে নিয়ন্ত্রিত ছিল। বেশিরভাগ স্বীকৃত ভেনেজুয়েলার মিডিয়াকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং বিদেশী সাংবাদিকদের দেশে প্রবেশ করতে দেওয়া হয়নি।
ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা গঞ্জালেজ সেপ্টেম্বরে ভেনেজুয়েলা থেকে পালিয়ে স্পেনে বসবাস করছেন। আন্তর্জাতিক সমর্থন অর্জনের জন্য চলতি মাসের শুরুতে তিনি যুক্তরাষ্ট্র সফর করেন।
মাদুরো সরকার তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, তাকে আটকের তথ্যের জন্য ১ লাখ ডলার পুরষ্কারের ঘোষণা দিয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ভেনেজুয়েলায় নির্বাচনের পর থেকে ‘যেসব ব্যক্তিকে নির্বিচারে আটক’ করা হয়েছে তাদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
ব্রাইটনের বিপক্ষেও বিপর্যস্ত ইউনাইটেড
‘ন্যায়বিচারকে হত্যা’ করা হয়েছে: পিটিআই
নতুন ভূগর্ভস্থ নৌ ঘাঁটি উন্মোচন ইরানের
রাশিয়ার পক্ষে যুদ্ধ করছে অনেক আফ্রিকান সেনা
পাওয়ার প্ল্যান্টের ৩৬০ মেট্রিকটন তেল ডাকাতি
বাংলাদেশি কর্মী নিতে প্রস্তুত রাশিয়া: রাষ্ট্রদূত
রাজনৈতিক দলগুলো বেশি কিছু সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন: প্রেস সচিব
এবার ওলমোর ইনজুরি দুঃসংবাদ বার্সার
কুড়িগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ইমন ও আলামিন
এসএমই ফাউন্ডেশনের নতুন চেয়ারপার্সন মো. মুশফিকুর রহমান
বিয়ের ওপর কর বাতিলের দাবি
শহীদ জিয়ার নাম মুছে ফেলার অপচেষ্টায় ব্যর্থ হয়েছে আ.লীগ : মির্জা ফখরুল
নামাজের প্রথম কাতারে জামাত পড়াবস্থায় অজু ভেঙ্গে যাওয়া প্রসঙ্গে।
কয়েক মিনিটে বাংলাদেশ দখল করে নিতে পারে ভারত: শুভেন্দু অধিকারী
নরসিংদীতে নিখোঁজের ৫ দিন পর নদীতে পাওয়া গেল স্কুল ছাত্রের লাশ
বিএনপি : দেশবাদ যার রাজনীতির মূল কথা
পাহাড়ি উপজাতিরা আদিবাসী নয়
সংস্কার প্রতিবেদন : জাতির নতুন অধ্যায়ে অভিযাত্রা
অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিনিয়োগে জোর দিতে হবে
ভারতে ৫ বছর সাজাভোগ করে দেশে ফিরলেন স্বামী-স্ত্রী