পুড়ে ছারখার লস অ্যাঞ্জেলেস, আরও এক হাজার একরজুড়ে ছড়িয়েছে আগুন

Daily Inqilab অনলাইন ডেস্ক

১২ জানুয়ারি ২০২৫, ১১:১৭ এএম | আপডেট: ১২ জানুয়ারি ২০২৫, ১১:৪১ এএম

টানা ছয় দিন ধরে দাবানলে জ্বলছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহর। শত চেষ্টার পরও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না আগুন। পুড়ে ছারখার হচ্ছে এলাকার পর এলাকা। আগুনে এখন পর্যন্ত দেড় শ বিলিয়ন ডলার মূল্যের সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। মানুষের প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে। লস এঞ্জেলেসের এই দাবানল শহরের সবচেয়ে আকর্ষণীয় এলাকায় ছড়ানোর হুমকির মধ্যেই দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য মরিয়া চেষ্টা করছে।

আগুন লাগা পাহাড়গুলোতে হেলিকপ্টার থেকে পানি ছিটানো হচ্ছে এবং অগ্নিপ্রতিরোধক দিয়ে পালিসেইডসের আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা হচ্ছে, যেখানে আগুন এর মধ্যেই আরও প্রায় এক হাজার একর জায়গায় ছড়িয়েছে। খবর বিবিসির।

ওদিকে দ্রুত গতির আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার হাইড্রেন্টগুলোতে পানি না থাকা নিয়ে ক্ষোভ বাড়ছে ও কর্মকর্তারা চাপের মুখে পড়েছেন।

রাতে বাতাস বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তাহলে আগুনও বেড়ে যেতে পারে। এর মধ্যেই ১১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

‘লস এঞ্জেলস কাউন্টি আরও একটি ভয়ার্ত ও হৃদয়বিদারক রাত পার করেছে।’ বলেছেন ওই কাউন্টির সুপারভাইজার লিন্ডসে হোরভাথ।

তবে ভয়াবহ এই দাবানলের বিরুদ্ধে দমকলকর্মীরা ভালো অগ্রগতি অর্জন করেছে। পালিসেইডসের অন্তত ২৩ হাজার একর এলাকা পুড়ে গেছে। মান্ডেভিলে ক্যানিয়ন পর্যন্ত ছড়িয়েছে এই আগুন। ফলে ব্রেন্টউডের বিভিন্ন এলাকায় লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

এই এলাকায় প্রখ্যাত অভিনেতা আর্নল্ড শোয়ের্জনিগার, ডিজনির প্রধান নির্বাহী বব ইগার ও এনবিএ তারকা লেবরন জেমসের বাড়ি রয়েছে।

এছাড়া যেসব এলাকা থেকে লোকজনকে সরতে বলা হয়েছে সেখানে গেটি সেন্টারও আছে। এটি একটি হিলটপ মিউজিয়াম। সেখানে প্রায় ১ লাখ ২৫ হাজার শিল্পকর্ম আছে। এর মধ্যে ভ্যান গঁগ, রুবেনস, মনেট ও ডেগাসের শিল্পকর্মও আছে। তবে এখন পর্যন্ত সেই ভবনের কোনো ক্ষতি হয়নি।

 

পালিসেইডসের পর সবচেয়ে বেশি আগুন লেগেছে ইটন এলাকায়। সেখানে ১৪ হাজার একর এলাকা পুড়ে গেছে। অন্যদিকে কেনেথ ও হার্স্টের ছোট দুটি আগুন দমকল কর্মীরা নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। ওদিকে আবহাওয়া বিভাগ শনিবার ও রোববার বাতাস বাড়তে পারে বলে আগেই সতর্ক করেছিল। ক্যালিফোর্নিয়ার কাছাকাছি সাতটি রাজ্য, ফেডারেল সরকার, কানাডা ও মেক্সিকো প্রয়োজনীয় সহায়তা নিয়ে এগিয়ে এসেছে।

আগুনের কোন কারণ এখনো জানা যায়নি। যে দুটি এলাকায় বড় ধরনের আগুন লেগেছে তা এক করলে ম্যানহাটনের দ্বিগুণ হবে।

প্রায় ১ লাখ ৫৩ হাজার অধিবাসীকে ঘরবাড়ি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া আরও ১ লাখ ৬৬ হাজারকেও সতর্ক করে বলা হয়েছে যে তারা নিরাপদ জায়গায় চলে যেতে পারে। এ ঘটনা নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়াও শুরু হয়ে গেছে।

শুক্রবার গভর্নর গেভিন নিউসন গুরুত্বপূর্ণ পানি সংরক্ষণাগার কাজ না করা এবং ফায়ার হাইড্রেন্টে পানি না থাকার বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। গেভিন নিউসন আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের মনোনয়ন প্রত্যাশী হবেন বলে মনে করা হচ্ছে। লস এঞ্জেলস ফায়ার সার্ভিসের প্রধান ক্রিস্টিন ক্রাউলি এ পানি সংকটের বিষয়ে অভিযোগ করেছেন।

‘দমকল কর্মীরা ফায়ার হাইড্রেন্টের কাছে চলে আসার পর আমরা আশা করি সেখানে পানি থাকবে।’ বলেন তিনি। তিনি তার বিভাগের অর্থ বরাদ্দ কমানোরও সমালোচনা করেছেন। এর ফলে শতাধিক অগ্নিনির্বাপক অকেজো হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

ওদিকে মঙ্গলবার লস এঞ্জেলেসে যখন আগুন ছড়াচ্ছিল, তখন ঘানায় অবস্থানের জন্য সমালোচনার মুখে পড়েছেন মেয়র কারেন ব্যাস।

 

তিনি অবশ্য এক সংবাদ সম্মেলনে বলেছেন 'ফায়ার বিভাগের প্রধান ও আমি আগুন প্রতিরোধ ও জীবন বাঁচানোর ওপর জোর দিয়েছি। আমাদের মধ্যকার মতবিরোধ আমরা ব্যক্তিগতভাবে সমাধান করতে পারি।’

ইতোমধ্যেই মেয়রের পদত্যাগ দাবি করে প্রায় ৭০ হাজার মানুষ একটি পিটিশনে স্বাক্ষর করেছেন। ওদিকে লুটপাট হতে পারে এই ভয়ে সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত কারফিউ বলবৎ করা হয়েছে আক্রান্ত এলাকায়।

কমিউনিটিকে নিরাপদ রাখার জন্য গভর্নর আগেই ন্যাশনাল গার্ডের সদস্য সংখ্যা দ্বিগুণ করার ঘোষণা দিয়েছিলেন। লুটপাট ও কারফিউ ভঙ্গের জন্য এর মধ্যে অন্তত দুই ডজন মানুষকে আটক করা হয়েছে।

এছাড়া প্রতিটি ঘরে তল্লাশি হলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

রিয়াল এস্টেট এজেন্ট রিক ম্যাকগিয়াগ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন যে প্যাসিফিক পালিসেইডসে তাদের ৬০ টি বাড়ির মধ্যে মাত্র ছয়টি টিকে আছে। বাকি সব পুড়ে ছাই বা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।’


বিভাগ : আন্তর্জাতিক


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের এমডি ও পিডিকে অপসারণ সহ ৯ দফা দাবিতে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মানববন্ধন

পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের এমডি ও পিডিকে অপসারণ সহ ৯ দফা দাবিতে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মানববন্ধন

পাকিস্তানিদের জন্য ভিসা সহজ করল বাংলাদেশ

পাকিস্তানিদের জন্য ভিসা সহজ করল বাংলাদেশ

ওজন কমাও মাসুদ, না হলে মানুষ মাংস কেটে নেবে!

ওজন কমাও মাসুদ, না হলে মানুষ মাংস কেটে নেবে!

৭৫-এর বীরদের নিয়ে যে বার্তা দিলেন সাংবাদিক ইলিয়াস হোসেন

৭৫-এর বীরদের নিয়ে যে বার্তা দিলেন সাংবাদিক ইলিয়াস হোসেন

সম্মেলন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বিএনপি সভাপতি নিহত

সম্মেলন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বিএনপি সভাপতি নিহত

কিশোরগঞ্জে অটোরিকশা চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে অটোরিকশা চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

জামায়াতের ৫-১৫% বেশি ভোট নিয়ে আমার সন্দেহ আছে, যা বললেন ফাহাম

জামায়াতের ৫-১৫% বেশি ভোট নিয়ে আমার সন্দেহ আছে, যা বললেন ফাহাম

বিকাশের দোকানে হামলা করে ১০ লাখ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ

বিকাশের দোকানে হামলা করে ১০ লাখ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ

ঝালকাঠিতে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন

ঝালকাঠিতে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন

মাগুরায় সরিষা ক্ষেতে মৌমাছির মাধ্যমে মধু আহরণ জনপ্রিয় হচ্ছে

মাগুরায় সরিষা ক্ষেতে মৌমাছির মাধ্যমে মধু আহরণ জনপ্রিয় হচ্ছে

নগরকান্দায় বাস-ট্রাক সংঘর্ষে দুইজন নিহত

নগরকান্দায় বাস-ট্রাক সংঘর্ষে দুইজন নিহত

হাত বদলে দাম বাড়ে সবজিতে, নিরুপায় ক্রেতা

হাত বদলে দাম বাড়ে সবজিতে, নিরুপায় ক্রেতা

সিরিয়ার পাশে দাঁড়ানোর আহ্বান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির

সিরিয়ার পাশে দাঁড়ানোর আহ্বান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির

না ফেরার দেশে সংগীতশিল্পী স্যাম মুর

না ফেরার দেশে সংগীতশিল্পী স্যাম মুর

এবার বাংলাদেশেও এইচএমপিভি শনাক্ত

এবার বাংলাদেশেও এইচএমপিভি শনাক্ত

৫ আগস্ট থেকে মর্গে কাবিলের লাশ, পরনের কাপড় দেখে শনাক্ত করলেন স্ত্রী

৫ আগস্ট থেকে মর্গে কাবিলের লাশ, পরনের কাপড় দেখে শনাক্ত করলেন স্ত্রী

তথ্যপ্রযুক্তি খাতে ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি বেসিসের

তথ্যপ্রযুক্তি খাতে ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি বেসিসের

সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না ইসি

সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না ইসি

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতার ছেলে নিহত

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতার ছেলে নিহত

ড. ইউনূসসহ সবার সমালোচনা করা যাবে: প্রেস সচিব

ড. ইউনূসসহ সবার সমালোচনা করা যাবে: প্রেস সচিব