আর্মি ডে’র কুচকাওয়াজে প্রথমবার অংশ নিচ্ছে রোবট সেনা
১৩ জানুয়ারি ২০২৫, ০৭:২৫ পিএম | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫, ০৭:২৮ পিএম
আধুনিক প্রযুক্তিকে হাতিয়ার করে এখন নিমেষেই সব ধরনের সমস্যার সমাধান হচ্ছে। যেখানে রোবট শুধু গৃহস্থালির কাজই করে না, যুদ্ধও করে। হ্যাঁ, বর্তমানে পৃথিবীর অনেক দেশেই প্রশাসনিক নানা কাজে রোবটের ব্যবহার করা হয়। আবার যুদ্ধক্ষেত্রেও রোবট মোতায়েন করা হয়। তবে এবার ভারতে প্রথমবার যুদ্ধক্ষেত্রে সামিল হচ্ছে রোবটিক সেনার!
জানা গিয়েছে, এবার আর্মি ডে প্যারেডের সময় রোবটের শক্তি প্রদর্শনের প্রস্তুতি নিচ্ছে ভারতীয় সেনাবাহিনী। শুধু তাই নয়, ভারতীয় সেনাবাহিনী রোবটের সামরিক প্রযুক্তির অগ্রগতিও প্রদর্শন করবে। ইতিমধ্যেই রিহার্সালের একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে অনেক সেনা রোবটকে অনুশীলন করতে দেখা গিয়েছে।
ভারতীয় সেনাবাহিনী এই সেনা রোবটের নাম রেখেছে রোবোটিক MULE (মাল্টি ইউটিলিটি লেগ ইকুইপমেন্ট)। সূত্রের খবর, যেসব এলাকায় মানুষের নাগাল পাওয়া যায় না বা খারাপ আবহাওয়া রয়েছে, সেইসব জায়গায় এই রোবোটিক সেনাদের মোতায়েন করা হবে। রোবোটিক সেনগুলিকে হাইটেক সিকিউরিটি বৈশিষ্ট্যে সজ্জিত করা হয়েছে। এরা বেশ শক্তিশালী হবে এবং সিঁড়িও উঠতে পারে। খাড়া আরোহণেও সহজে চলতে পারে রোবটগুলি। -৪০ ডিগ্রি সেলসিয়াস থেকে +৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এই রোবটগুলি পরিচালিত হবে। এছাড়াও এটা ১৫ কেজি পেলোডও বহন করতে পারবে। আগামী ১৫ জানুয়ারী আর্মি ডে প্যারেড হবে। এই মুহূর্তে আর্মি ডে তে অংশগ্রহণের জন্যে রোবটগুলির মহড়া চলছে। ইতিমধ্যেই ভারতীয় সেনাবাহিনীর দক্ষিণী কমান্ড পুনের বোম্বে ইঞ্জিনিয়ার্স প্যারেড গ্রাউন্ডে রোবোটিক MULE (মাল্টি ইউটিলিটি লেগ ইকুইপমেন্টস) প্রদর্শন করা হয়েছে। এগুলিকে চতুর্মুখী চালকবিহীন গ্রাউন্ড যানবাহন হিসেবেও পরিচিত করানো হবে। এগুলিকে রোবো কুকুরও বলা যেতে পারে।
এই প্রথমবার, আর্মি ডে প্যারেডে ভারতীয় সেনাবাহিনী রোবটের অ্যাকশন দৃশ্য প্রদর্শন করবে। এই নিরাপত্তা রোবটগুলি কতটা সক্ষম এবং তারা কী করতে পারে তাও দেখানো হবে। প্রসঙ্গত, সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী ARCV-MULE এর ১০০ টি ইউনিট কিনেছে। এর মধ্যে কিছু রোবট স্বায়ত্তশাসিতভাবে কাজ করবে, আবার কিছু রোবটকে দূরবর্তী কাজে ব্যবহার করা হবে। এই রোবটগুলিতে কম্পিউট বক্স, ব্যাটারি, সামনের সেন্সর হেড, রিয়ার সেন্সর হেড এবং পা রয়েছে। এতে এমন ক্যামেরা সেন্সর দিয়ে সজ্জিত, যার কারণে এটি সমস্ত বাধা এড়াতে সক্ষম হবে।
এই মূহুর্তে সেনা রোবটের মহড়ার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে, চারপেয়ী সারমেয়দের মতো দেখতে রোবটগুলিকে নিরাপত্তা, রেডিওলজিক্যাল, পারমাণবিক, জৈবিক, বিস্ফোরক অপারেশন, বিস্ফোরক অধ্যাদেশ নিষ্পত্তি এবং গোয়েন্দা নজরদারির জন্য ব্যবহার করা হবে।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
এসবির প্রধানের দায়িত্ব দেয়া হয়েছে গোলাম রসুলকে
পিএসসির ৬ সদস্যের নিয়োগ বাতিল করেছে সরকার
বাংলাদেশের সীমান্তে ১৬০টি জায়গায় কাটাতারের বেড়া দিয়েছে ভারত : রিজভী
সব ধরনের সঞ্চয়পত্র বিক্রি বন্ধ, ভোগান্তিতে গ্রাহকরা
মোক্ষম চাল রাশিয়ার
লুকিয়ে পাথর লুঠে যেয়ে সিলেটে এক শ্রমিকের মৃত্যু !
বাগেরহাটে আওয়ামী লীগ নেতা বাদশা মিয়া গ্রেফতার
ভারতে পালানোর সময় ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পান্ডে গ্রেপ্তার
খুশদিল ঝড়ে খুলনাকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল রংপুর
টানা ৩৫ ঘণ্টা পর অনশন প্রত্যাহার জবি শিক্ষার্থীদের
যাদের চিন্তাধারায় গড়ে উঠেছে পাশ্চাত্য জীবন দর্শন
`সমন্বয়ক, মৃত্যুর জন্য প্রস্তুত হ'
মুজিবনগর ঘোষণায় সেক্যুলারিজম সমাজতন্ত্র বাঙ্গালী জাতীয়তাবাদ ছিল না : ৭২ এর সংবিধানে আছে
সন্ত্রাস-চাঁদাবাজি-দখলবাজি রুখতে হবে
এইচএমপিভি: বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা
হতাহত ৩০
৩শ’ সৈন্য নিহত
৫ মাওবাদী হত্যা
দাবানলে চুরি
চেক প্রজাতন্ত্রে নিহত ৬