ঢাকা   বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫ | ৯ মাঘ ১৪৩১

কাশ্মিরে ভারতীয় সেনাবাহিনীর নৃশংসতার তীব্র নিন্দা পাকিস্তানের

Daily Inqilab অনলাইন ডেস্ক

২৩ জানুয়ারি ২০২৫, ০৩:৪৮ পিএম | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫, ০৪:০০ পিএম

ভারতশাসিত কাশ্মিরে দেশটির সেনাবাহিনীর নৃশংসতার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। একইসঙ্গে কাশ্মিরিদের প্রতি পাকিস্তানের অব্যাহত সমর্থনের কথাও উল্লেখ করেছেন তিনি।

 

শেহবাজ বলেছেন, কাশ্মিরি জনগণের আত্মত্যাগ বৃথা যাবে না এবং শেষ পর্যন্ত অধিকৃত এই ভূখণ্ডে স্বাধীনতার ভোর আসবে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

সংবাদমাধ্যমটি বলছে, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বুধবার অধিকৃত জম্মু ও কাশ্মিরে ভারতীয় সেনাবাহিনীর ক্রমাগত নিষ্ঠুরতা ও নিপীড়নের কঠোর নিন্দা করেছেন এবং জাতিসংঘের রেজুলেশন অনুযায়ী আত্ম-নিয়ন্ত্রণের অধিকার না পাওয়া পর্যন্ত কাশ্মিরিদের প্রতি পাকিস্তানের অটল রাজনৈতিক, নৈতিক এবং কূটনৈতিক সমর্থনের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

আজাদ জম্মু ও কাশ্মিরের (এজেকে) ভিম্বারে এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে পাকিস্তানের এই প্রধানমন্ত্রী কাশ্মির ইস্যুতে দেশটির সেনাবাহিনীর প্রধান জেনারেল সৈয়দ আসিম মুনিরের অতুলনীয় অবিচল প্রতিশ্রুতির প্রশংসা করেন।

তিনি জোর দিয়ে বলেন, কাশ্মিরি জনগণের আত্মত্যাগ বৃথা যাবে না এবং শেষ পর্যন্ত অধিকৃত এই ভূখণ্ডে স্বাধীনতার ভোর আসবে। ভারতশাসিত কাশ্মিরের জনগণ যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন সেগুলো তুলে ধরে প্রধানমন্ত্রী শেহবাজ ক্ষমতায়নের হাতিয়ার হিসেবে শিক্ষার গুরুত্ব নিয়েও কথা বলেন। তিনি বলেন, “অধিকৃত কাশ্মিরের জনগণ তাদের স্বাধীনতার জন্য লড়াই করছে এবং তাদের কাশ্মিরি ভাইয়েরা এখানে (আজাদ কাশ্মিরে) উচ্চ মানের শিক্ষা পাচ্ছে জেনে তারাও আনন্দও অনুভব করবে।”

 

অভ্যন্তরীণ ইস্যুতে পাকিস্তানের এই প্রধানমন্ত্রী বলেন, তার সরকার দেউলিয়া হওয়ার হুমকি এড়াতে সম্মিলিতভাবে উল্লেখযোগ্য চ্যালেঞ্জ মোকাবিলা করেছে। তিনি জোর দিয়ে বলেন, তার সরকারের গৃহীত পদক্ষেপগুলো একদিকে যেমন মুদ্রাস্ফীতি এবং সুদের হার হ্রাস করেছে অন্যদিকে রপ্তানি এবং রেমিটেন্সের ক্ষেত্রেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখিয়েছে। বিশ্বব্যাংক পাকিস্তানে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য ২০ বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করেছে বলেও জানান তিনি।

 

শেহবাজ বলেন, সন্ত্রাসবাদ নির্মূল এবং রাজনৈতিক অস্থিতিশীলতা দূর করার ওপরই পাকিস্তানের অগ্রগতি ও সমৃদ্ধি নির্ভর করছে। এসময় তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে নিরাপত্তা বাহিনীর আত্মত্যাগের প্রশংসা করেন এবং পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা সফল হবে না বলেও উল্লেখ করেন।

 

উল্লেখ্য, দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দুটি দেশ পাকিস্তান ও ভারত বিতর্কিত কাশ্মিরের পুরোটাই দাবি করলেও উভয়েই এর কিছু অংশ শাসন করে থাকে। তারা এই হিমালয় অঞ্চল নিয়ে তিনটি যুদ্ধের মধ্যে দু’টিতে একে অপরের বিরুদ্ধে লড়াই করেছে।

 

কাশ্মিরকে কেন্দ্র করে ভারত আর পাকিস্তানের মধ্যে একাধিকবার যুদ্ধ হয়েছে। এখন উভয়েই পারমাণবিক শক্তিধর দেশে পরিণত হয়েছে, তবে ইতিহাস বলছে, ১৯৪৭ সালের আগস্ট মাসে পাকিস্তান আর ভারত স্বাধীনতা পাওয়ার আগে থেকেই কাশ্মির নিয়ে বিতর্কের সূচনা হয়েছিল।

 

১৯৪৭ সালের অক্টোবরে পাকিস্তানের পাশতুন উপজাতীয় বাহিনীগুলোর আক্রমণের মুখে কাশ্মিরের তৎকালীন হিন্দু মহারাজা হরি সিং ভারতে যোগ দেওয়ার চুক্তিতে স্বাক্ষর করেন, এবং ভারতের সামরিক সহায়তা পান। পরিণামে ১৯৪৭ সালেই শুরু হয় ভারত-পাকিস্তান যুদ্ধ।

 

উভয় দেশের এই যুদ্ধ চলেছিল প্রায় দু’বছর ধরে। এরপর কাশ্মিরে যুদ্ধবিরতি কার্যকর হয় ১৯৪৮ সালে, তবে পাকিস্তান সেনা প্রত্যাহার করতে অস্বীকার করে। তখন থেকেই কাশ্মির কার্যত পাকিস্তান ও ভারত নিয়ন্ত্রিত দুই অংশে ভাগ হয়ে যায়।

 

এছাড়া ১৯৬২ সালের চীন-ভারত যুদ্ধের মধ্যে দিয়ে চীন কাশ্মিরের আকসাই-চিন অংশটির নিয়ন্ত্রণ কায়েম করে। আর তার পরের বছর পাকিস্তান - কাশ্মিরের ট্রান্স-কারাকোরাম অঞ্চলটি চীনের হাতে ছেড়ে দেয়।

 

সেই থেকে কাশ্মিরের নিয়ন্ত্রণ পাকিস্তান, ভারত ও চীন - এই তিন দেশের মধ্যে ভাগ হয়ে আছে।

 

অন্যদিকে জওহরলাল নেহেরুর সময়ে ভারতীয় সংবিধানে কাশ্মিরকে দেওয়া বিশেষ মর্যাদা ৩৭০ ধারা ২০১৯ সালের ৫ আগস্ট বাতিল করে ভারত। সেসময় জম্মু ও কাশ্মির রাজ্য পুরোপুরি মুছে ফেলে এটিকে লাদাখ এবং জম্মু-কাশ্মির নামে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তরিত করা হয়।


বিভাগ : আন্তর্জাতিক


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

বায়ুদূষণের কারণে ব্যাংককে আড়াই শতাধিক স্কুল বন্ধ ঘোষণা
নিউইয়র্ক অঙ্গরাজ্যে স্বীকৃতি পেল ‘বাংলা নববর্ষ’
ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের আদেশ: ক্ষতিগ্রস্ত হবেন যারা
পশ্চিম তীরে ইসরাইলের ভয়াবহ হামলা অব্যাহত, নিহত ২
২০২৫ সালের বিশ্ব র‌্যাঙ্কিংয়ে পাকিস্তানের ৪৭ বিশ্ববিদ্যালয়
আরও

আরও পড়ুন

শাহরাস্তিতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

শাহরাস্তিতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বেনাপোলে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক

বেনাপোলে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক

শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ ১৬৬ জনের বিরুদ্ধে ফের হত্যা মামলা বগুড়ায়

শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ ১৬৬ জনের বিরুদ্ধে ফের হত্যা মামলা বগুড়ায়

ছাগলনাইয়ায় ছাত্র শিবিরের প্রকাশনা সামগ্রী প্রদর্শনী ও বিক্রয় উৎসব

ছাগলনাইয়ায় ছাত্র শিবিরের প্রকাশনা সামগ্রী প্রদর্শনী ও বিক্রয় উৎসব

ছাগলনাইয়ায় 'মুফতি মাহমুদুর রহমান আল্ খিদমা ফাউন্ডেশন' এর আত্মপ্রকাশ

ছাগলনাইয়ায় 'মুফতি মাহমুদুর রহমান আল্ খিদমা ফাউন্ডেশন' এর আত্মপ্রকাশ

কচুয়ায় ফুলকপির ভালো ফলনেও লাভের মুখ দেখছে না কৃষকরা

কচুয়ায় ফুলকপির ভালো ফলনেও লাভের মুখ দেখছে না কৃষকরা

নজরুল বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অর্ধযুগপূর্তি উৎযাপন

নজরুল বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অর্ধযুগপূর্তি উৎযাপন

পটুয়াখালীতে জেলা প্রশাসনের উদ্যোগে কম্বল বিতরণ

পটুয়াখালীতে জেলা প্রশাসনের উদ্যোগে কম্বল বিতরণ

শিবালয়ে চালকের গলা কেটে অটোরিক্সা ছিনতাই চক্রের ৩ সদস্য আটক

শিবালয়ে চালকের গলা কেটে অটোরিক্সা ছিনতাই চক্রের ৩ সদস্য আটক

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘পিঠা উৎসব-১৪৩১’ উদযাপন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘পিঠা উৎসব-১৪৩১’ উদযাপন

কচুয়ায় তারুণ্যের উৎসব ২০২৫ কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন

কচুয়ায় তারুণ্যের উৎসব ২০২৫ কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন

কচুয়ায় তাওহিদী জনতার উদ্যোগে ইসলামী মহাসম্মেলন

কচুয়ায় তাওহিদী জনতার উদ্যোগে ইসলামী মহাসম্মেলন

অবৈধ ফাইস্যা মাছের পোনার ট্রলারসহ আটক ১০

অবৈধ ফাইস্যা মাছের পোনার ট্রলারসহ আটক ১০

পরীক্ষা না দিয়েও ছাত্রলীগ নেত্রী পাস, অভিযুক্ত শিক্ষককে অব্যাহতি

পরীক্ষা না দিয়েও ছাত্রলীগ নেত্রী পাস, অভিযুক্ত শিক্ষককে অব্যাহতি

আগামীকাল মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের কর্মী সম্মেলন

আগামীকাল মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের কর্মী সম্মেলন

প্রথমবারের মতো নজরুল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হতে যাচ্ছে টেডএক্স ইভেন্ট

প্রথমবারের মতো নজরুল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হতে যাচ্ছে টেডএক্স ইভেন্ট

‘বিএসএফকে সামলাতে বিজিবিই যথেষ্ট’

‘বিএসএফকে সামলাতে বিজিবিই যথেষ্ট’

টাঙ্গাইলে টুকুর পক্ষ থেকে সুবিধা বঞ্চিত গরীব শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

টাঙ্গাইলে টুকুর পক্ষ থেকে সুবিধা বঞ্চিত গরীব শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

বাফুফেতে আহতদের ট্রফি তুলে দিলেন ফ্যাসিস্ট ভাবনা

বাফুফেতে আহতদের ট্রফি তুলে দিলেন ফ্যাসিস্ট ভাবনা

তাওহীদ হত্যা মামলায় মাদারীপুরে পাঁচখোলা ইউপি চেয়ারম্যান গ্রেফতার

তাওহীদ হত্যা মামলায় মাদারীপুরে পাঁচখোলা ইউপি চেয়ারম্যান গ্রেফতার