পারমাণবিক স্থাপনায় হামলা হলে সর্বাত্মক যুদ্ধ, হুঁশিয়ারি ইরানের
০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০৭ পিএম | আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০৮ পিএম

ইরানের পারমাণবিক স্থাপনায় কোনো রকম হামলা হলে সর্বাত্মক যুদ্ধ শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। শুক্রবার কাতার সফরকালে আল জাজিরাকে দেয়া এক সাক্ষাতকারে এ হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যদি যুক্তরাষ্ট্র বা ইসরাইল ইরানের বিরুদ্ধে কোনো হামলা করে তাহলে তাৎক্ষণিকভাবে এবং সুচিন্তিত জবাব দেয়া হবে।
আরাঘচি সতর্ক করে বলেন যে, ইরানের পারমাণবিক স্থাপনায় সামরিক হামলা হলে তা হবে ইতিহাসে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ভুলগুলোর অন্যতম। উল্লেখ্য, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর জন্য ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অনুমতি দিতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নেতানিয়াহুকে তিনি হোয়াইট হাউসে আমন্ত্রণ করেছেন। সেখানে দুই নেতার বৈঠকে এমন নির্দেশনা আসতে পারে। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে আরো মার্কিন নিষেধাজ্ঞা দিতে পারেন ট্রাম্প।
এসব ঘটনার প্রেক্ষিতে ইরানে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি কাতারে প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানির সঙ্গে দোহায় সাক্ষাৎ করেছেন। সেখানে আঞ্চলিক গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে আলোচনা হয়েছে। শুক্রবার প্রচারিত সাক্ষাৎকারে আরাঘচি বলেন,গাজায় যুদ্ধবিরতিতে কাতার মধ্যস্থতা করেছে। এ জন্য তাদের প্রশংসা করি। আমি আশা করি অন্য সব ইস্যুর সমাধান হবে।
ওদিকে কাতারে অবস্থানকালে গাজার যোদ্ধাগোষ্ঠী হামাসের সঙ্গেও সাক্ষাৎ করেছেন তিনি। এরপর বলেছেন, ইসরাইলের বিধ্বংসী যুদ্ধের পরও গাজায় ফিলিস্তিনিরা জয় পেয়েছেন। তিনি আরও বলেন, সব হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞ বিশ্ববাসী দেখেছে। ফিলিস্তিনি জনতা তাদের নৈতিকতা ও মূল্যবোধ সমুন্নত রেখেছেন। আমি মনে করি এটাই হলো বিজয়। হামাসকে নিঃশেষ করে দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ইসরাইলি বাহিনী তাদের সর্বশক্তি ব্যবহার করেছে। কিন্তু শেষ পর্যন্ত তারা হামাসের সঙ্গে বসতে এবং সমঝোতা করতে বাধ্য হয়েছে। এটাই হামাসের বিজয়।
আরাঘচি বলেন, সিরিয়ায় সমাজের সব পক্ষের জনগণের অংশগ্রহণ আছে, এমন একটি সরকার গঠনকে সমর্থন করে ইরান। তিনি আরও বলেন, ইরানের লক্ষ্য হলো সিরিয়ায় স্থিতিশীলতা এবং দেশটিতে ঐক্য বজায় রাখা। সিরিয়ার জনগণের বেছে নেয়া এবং সমর্থিত যেকোনো সরকারকে আমরা উৎসাহিত করি। সিরিয়ার জন্য শান্তি ও নিরাপত্তা প্রত্যাশা করি আমরা। সীমাহীন উত্তেজনা ও জাতিগত সহিংসতার উৎসভূমি হিসেবে আমরা সিরিয়াকে দেখতে চাই না। এসব উত্তেজনা ও সংঘাত অব্যাহত থাকলে সেখানে সন্ত্রাসীদের নিরাপদ স্বর্গ হয়ে উঠবে। সিরিয়ার অস্থিতিশীলতা পুরো এলাকায় ছড়িয়ে পড়বে।
উল্লেখ্য, ২০১১ সাল থেকে সিরিয়ায় যখন গৃহযুদ্ধ শুরু হয় তখন থেকেই পলাতক সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সমর্থন দিয়েছে ইরান। তারা আসাদকে যোদ্ধা দিয়েছে, অস্ত্র দিয়েছে, সামরিক সহায়তা দিয়েছে- যাতে বাশার ক্ষমতা ধরে রাখতে পারেন। একই সঙ্গে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে। এরই মধ্যে দ্বিতীয় দফায় ক্ষমতায় ফিরেছেন ট্রাম্প।
এ প্রসঙ্গে আরাঘচি বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের মধ্যে ঐতিহাসিকভাবে শত্রুতা ও অবিশ্বাসে ভরা। তিনি উল্লেখ করেন, ট্রাম্পের প্রথম ক্ষমতার মেয়াদে ইরানের পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়েছিলেন ট্রাম্প। হত্যা করা হয়েছিল ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কোর কুদস বাহিনীর প্রধান কাসেম সোলাইমানিকে। ফলে আস্থা ফেরানোর জন্য প্রয়োজনীয় প্রাকটিক্যাল পদক্ষেপ নেয়ার জন্য ট্রাম্পের নতুন প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি। ইরানের যে তহবিল জব্দ করা হয়েছে, তা ফেরত চান তিনি। বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় কোনো আপত্তি নেই ইরানের। কিন্তু পারমাণবিক ইস্যুতে সীমিত সমঝোতার সুযোগ আছে।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন

‘একসঙ্গে ২০টি পেইনকিলার নিয়েও খেলেছেন মুশফিক’

জাবি শিক্ষার্থীদের যাতায়াতে চালু হতে পারে পরিবেশবান্ধব 'কার্ট' গাড়ি

কর্মমুখী বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে হবে

ওয়ানডের সেরা অলরাউন্ডার এখন ওমরজাই, চারে মিরাজ

বান্দরবানে পর্যটক ভ্রমণ নিশ্চিতে বাস মালিক সমিতির সাথে মতবিনিময় করেছেন জেলা পুলিশ

সিলেটে চাঁদাবাজির দায়ে যুবদলের ৩ নেতা বহিষ্কার, কিন্তু বিএনপির দখলবাজরা অপ্রতিরোধ্য: নেপথ্যে শীর্ষ নেতাদের সমঝোতা!

কাশিয়ানীতে ইসলামী আন্দোলনের নবগঠিত কমিটির শপথ

আবরার ফাহাদ স্টেডিয়াম উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা

বাংলাদেশে এসে রোজা রাখবেন জাতিসংঘ মহাসচিব

নীলফামারী-১ আসনের সাবেক এমপি আফতাব উদ্দিন সরকার গ্রেফতার

স্বাধীনতা পুরস্কার-২০২৫ পাচ্ছেন ৭ বিশিষ্ট ব্যক্তি

এনআইডি ইসিতেই রাখতে চান সিইসি

ঝিনাইদহে আ’লীগ নেতার ঠিকাদারি প্রতিষ্ঠানের মিক্সার ডিপো প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ

আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কেউ অভিযান চালাতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাজবাড়ীতে মাসব্যাপী নায্যমূল্যের বাজার উদ্বোধনের পরদিনই বন্ধ

কিউকমের চেয়ারম্যান ও এমডির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নেত্রকোনার দুর্গাপুরে কর্মচারীকে হত্যা করে ৭টি গরু নিয়ে গেলো দুর্বৃত্তরা

মালয়েশিয়ায় ১১ বাংলাদেশিসহ ৭৫ অভিবাসী গ্রেপ্তার

ঢাকা মেডিকেল থেকে অর্ধশতাধিক দালাল আটক

কালিয়াকৈরে পরকীয়ায় যুবকের আত্মহত্যা