যুক্তরাষ্ট্রে কেনেডি হত্যাকাণ্ডের হাজারো গোপন নথি প্রকাশ
১৯ মার্চ ২০২৫, ০২:৫৮ পিএম | আপডেট: ১৯ মার্চ ২০২৫, ০৩:০৫ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি (জেএফকে) হত্যাকাণ্ডের সঙ্গে সম্পর্কিত হাজার হাজার পৃষ্ঠার সরকারি নথি প্রকাশ করা হয়েছে। এই নথিগুলো প্রকাশের ফলে নতুন করে বহু মানুষ কৌতূহলী হয়ে উঠেছেন এবং পুরোনো ষড়যন্ত্র তত্ত্বগুলো আবার আলোচনায় এসেছে।
মঙ্গলবার (১৮ মার্চ) মার্কিন ন্যাশনাল আর্কাইভ এসব নথি প্রকাশ করে। ২০২৪ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন, যেখানে তিনি কেনেডি হত্যাকাণ্ডের অবশিষ্ট সব নথি প্রকাশের নির্দেশ দেন। শুধু জন এফ কেনেডিই নয়, তার ভাই রবার্ট এফ কেনেডি এবং নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের হত্যার সঙ্গে সম্পর্কিত নথিও প্রকাশের নির্দেশ দেওয়া হয়।
ন্যাশনাল আর্কাইভ জানায়, "শ্রেণীবদ্ধকরণের জন্য পূর্বে আটকে রাখা সমস্ত রেকর্ড" প্রকাশ করা হয়েছে এবং সেগুলো অনলাইনে বা সরাসরি সংগ্রহ করা যাবে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম ধাপে প্রায় ৬৩ হাজার পৃষ্ঠার নথি প্রকাশ করা হয়েছে এবং পরবর্তী ধাপে আরও নথি ডিজিটালাইজড করে প্রকাশ করা হবে। জাতীয় গোয়েন্দা পরিচালকের কার্যালয় জানায়, প্রকাশিত নথিগুলোর মধ্যে প্রায় ৮০ হাজার পৃষ্ঠা আগে গোপন রাখা হয়েছিল।
উল্লেখ্য, ১৯৬৩ সালের ২২ নভেম্বর টেক্সাসের ডালাসে জন এফ কেনেডিকে গুলি করে হত্যা করা হয়। ৪৬ বছর বয়সী এই প্রেসিডেন্টের হত্যাকাণ্ড তদন্তে গঠিত ওয়ারেন কমিশন জানায়, সাবেক মেরিন শার্পশুটার লি হার্ভে অসওয়াল্ড একাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন। তবে সরকারি নথি প্রকাশে দীর্ঘসূত্রিতা এবং নতুন তথ্যের অভাব বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্বকে আরও উসকে দিয়েছে।
এমনকি ২০২৩ সালে গ্যালাপের এক সমীক্ষায় দেখা যায়, ৬৫ শতাংশ মার্কিন নাগরিক ওয়ারেন কমিশনের রিপোর্টে বিশ্বাস করেন না। তাদের মতে, কেনেডির হত্যাকাণ্ডের পেছনে আরও গভীর ষড়যন্ত্র লুকিয়ে থাকতে পারে। এই কারণেই কেনেডির হত্যার নথি প্রকাশের দাবিতে বহু বছর ধরে চাপ সৃষ্টি হয়ে আসছিল।
জন এফ কেনেডির হত্যার পাঁচ বছর পর ১৯৬৮ সালে তার ভাই রবার্ট এফ কেনেডিও গুপ্তহত্যার শিকার হন। একই বছরে নাগরিক অধিকার নেতা মার্টিন লুথার কিং জুনিয়রকেও হত্যা করা হয়। এতদিন এই তিন নেতার হত্যাকাণ্ডের নথি জনসমক্ষে আসেনি। তবে দ্বিতীয়বার প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে ডোনাল্ড ট্রাম্প এই গোপন নথিগুলো প্রকাশের উদ্যোগ নেন।
এই প্রকাশিত নথিগুলো দীর্ঘদিনের রহস্য উন্মোচনে কতটা সহায়তা করবে, তা এখনো স্পষ্ট নয়। তবে বহু বছর ধরে চলে আসা সন্দেহ, ষড়যন্ত্র তত্ত্ব এবং জনমতের আলোচনায় এটি নতুন মাত্রা যোগ করবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। তথ্যসূত্র : আল-জাজিরা
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন

আনোয়ারায় বিএনপি'র মিছিলে হামলার মামলায় আটক ২

ভারতের পরিকল্পনায় ক্যান্টনমেন্ট থেকে আ'লীগকে ফেরানোর ষড়যন্ত্র: যে ভয়ঙ্কর তথ্য দিলেন হাসনাত

স্ত্রী-ছেলেসহ রনজিত ৭৯ বিঘা জমি জব্দ, ১৩৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ

নিরাপত্তা নিয়ে শঙ্কিত মার্কিন বিচারকরা

মাদক মামলায় নারীসহ একই পরিবারের ৩ পলাতক আসামি গ্রেফতার

এবার মার্কিন শিক্ষা বিভাগই তুলে দিতে যাচ্ছেন ট্রাম্প

সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড

যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন নির্দেশনা জার্মানির

ঈদযাত্রায় রেলে বাড়বে কোচ

বিয়ের প্রলোভনে ধর্ষণের শাস্তি সাত বছর কারাদণ্ড

ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ঢাকায় জামায়াতের বিক্ষোভ

ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে দেশ সঠিক পথে থাকবে : আমীর খসরু

শাহতলী পীর সাহেব মাওলানা আবুল বাশারের দাফন সম্পন্ন

ঐকমত্য কমিশনের ৪২ প্রস্তাবে একমত নয় এলডিপি

৯৬টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিলে চূড়ান্ত অনুমোদন

পরিবেশগত দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করবে বাংলাদেশ-নেপাল

সাবেক সেনা কর্মকর্তা-আমলাদের নিয়ে নতুন দলের আত্মপ্রকাশ

সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের পক্ষে জামায়াতের মত

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুত হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ

জিএম কাদেরের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু