গাজায় আবারও ভয়াবহ হামলা, একদিনেই নিহত আরও ১০০ ফিলিস্তিনি
০৪ এপ্রিল ২০২৫, ০৮:৫৪ এএম | আপডেট: ০৪ এপ্রিল ২০২৫, ০৮:৫৫ এএম

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৫০ হাজার ৫০০ ছাড়িয়ে গেছে।গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে ১১৫০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) এক প্রতিবেদনে বার্তাসংস্থা আনাদোলু জানায়, গাজার বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টার ইসরায়েলি হামলায় কমপক্ষে ১০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই হামলা শুরু হয় চলতি বছরের ১৮ মার্চ থেকে, ইসরায়েলি বাহিনী যুদ্ধবিরতি ভেঙে পুনরায় আগ্রাসন শুরু করে। ইসরায়েল দাবি করেছে, গাজা থেকে সেনা প্রত্যাহার নিয়ে হামাসের সঙ্গে মতানৈক্যের কারণে তারা আবার হামলা চালাতে বাধ্য হয়েছে। অথচ জানুয়ারিতে আন্তর্জাতিক চাপে ইসরায়েল একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল, যা প্রায় দুই মাস স্থায়ী ছিল।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নতুন এই আগ্রাসনে ১৮ মার্চ থেকে এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ১ হাজার ১৬৩ জন এবং আহত হয়েছেন আরও ২ হাজার ৭০০ জন। শুধু গত ২৪ ঘণ্টাতেই আহত হয়েছেন ১৩৮ জন, যাদের গাজার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘাত শুরুর পর থেকে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৪ হাজার ৭৭৬ জনে। বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন এবং উদ্ধারকারীরা অনেক জায়গায় পৌঁছাতে পারছেন না।
২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় মোট নিহতের সংখ্যা ৫০ হাজার ৫২৩ জনে পৌঁছেছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, এই বর্বর হামলায় গাজার প্রায় ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং ভূখণ্ডটির প্রায় ৬০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়েছে।
এই মানবিক বিপর্যয়ের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক পর্যায়েও কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একইসঙ্গে আন্তর্জাতিক বিচার আদালতেও ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা চলছে।
বিশ্বের বহু দেশ ও মানবাধিকার সংস্থা গাজায় চলমান এ হামলা বন্ধের আহ্বান জানালেও বাস্তব অবস্থার খুব বেশি পরিবর্তন দেখা যাচ্ছে না। ইসরায়েলের টানা হামলায় প্রতিদিন বাড়ছে মৃত্যুর মিছিল। এখনই জরুরি আন্তর্জাতিক শক্তিগুলোর কার্যকর হস্তক্ষেপ, যাতে নিরীহ ফিলিস্তিনিদের রক্ষা করা যায় এবং গাজায় টেকসই শান্তির পথ খুলে যায়। তথ্যসূত্র : আনাদোলু এজেন্সি
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জে আন্তঃনগর ট্রেন চালুর দাবীতে রেলপথ অবরোধ

ভারতীয় হস্তক্ষেপের নির্লজ্জ বহিঃপ্রকাশ, আওয়ামী লীগ নিয়ে উদ্বেগ!

ছাত্রদল নেতা শাহরিয়ার হত্যার প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ

মোজো সাংবাদিকতার গতিপথ পাল্টে দিয়েছে: কাদের গনি চৌধুরী

শৈলকূপায় মদ্যপানে নাপিতের মৃত্যু

ঢাকা- ভাঙা এক্সপ্রেসওয়েতে ট্রাকের ধাক্কায় বাসযাত্রী নিহত

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত নিয়ন্ত্রণে বাধাগ্রস্ত প্রশাসন: নিরাপত্তা ঝুঁকিতে শিক্ষার্থীরা

চীন-মার্কিন বাণিজ্য বিরতিতে চীনে বিজয়ের উৎসব

রাজশাহীতে আমবাগান থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

মতলবের ঘিলাতলী কামিল মাদরাসার ২০২৩ সালের ফাজিল (স্নাতক) পরীক্ষায় শতভাগ পাশ

জনগণ নির্বাচন চায় তাদের ভাষা বুঝুন সরকারকে: ফারুক

ঢাবি ছাত্রদল নেতা সাম্যের ময়নাতদন্ত সম্পন্ন

শেষবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাম্য

সোহরাওয়ার্দী উদ্যানকে নিজ দায়িত্বে নিরাপদ করব: আসিফ মাহমুদ

সাউণ্ড গ্রেনেড ও টিয়ারগ্যাসে ছত্রভঙ্গ জবি শিক্ষার্থীদের লংমার্চ

যমুনার সামনে জবি শিক্ষক-শিক্ষার্থীদের ওপর টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেডের হামলা

কলমবিরতিতে অচল এনবিআর, বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবি

কলাপাড়ায় যাত্রিবাহী বাস থেকে সামুদ্রিক বিভিন্ন প্রজাতির ৩০মন মাছ জব্দ

লালপুরে পূজা মন্ডপে উচ্চ স্বরে গান বাজানো নিয়ে সংঘর্ষে আহত ২, আটক ১

চট্টগ্রাম বন্দরে সংযুক্ত হলে নেপাল, ভুটান, সেভেন সিস্টার্স লাভবান হবে- ড. মুহাম্মদ ইউনূস