সংখ্যালঘুদের নিরাপত্তা চাইলেন মোদি, ড. ইউনূস বললেন, হাসিনাকে ‘থামাতে’
০৫ এপ্রিল ২০২৫, ১২:০৬ পিএম | আপডেট: ০৫ এপ্রিল ২০২৫, ১২:৪১ পিএম

বিমসটেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রথমবার দ্বিপক্ষীয় বৈঠকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরত চাওয়ার পাশাপাশি তার বিরুদ্ধে বিদ্বেষমূলক কথাবার্তা ছড়ানোর অভিযোগ তুলে তাকে থামাতে বলেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এদিকে বাংলাদেশে ‘সংখ্যালঘু নির্যাতন’ নিয়ে বৈঠকে উদ্বেগ প্রকাশ করে হিন্দুসহ সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে ও সংখ্যালঘু নির্যাতনের ঘটনাগুলো তদন্ত করতে ড. ইউনূসের কাছে দাবি করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। -টাইমস অব ইন্ডিয়া, বাসস
বিষয়টি নিয়ে শেখ হাসিনাকে ‘থামানোর ব্যাপারে ব্যবস্থা নিতে’ও ভারতের প্রতি অনুরোধ জানিয়েছেন। প্রধান উপদেষ্টা। সংখ্যালঘু ইস্যুতে ড. ইউনূস মোদিকে বলেন, সংখ্যালঘু নির্যাতনের খবরের ‘বেশিরভাগই ভুয়া’। সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ অনুসন্ধানে ভারতীয় সাংবাদিকদের তিনি আমন্ত্রণ জানান। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেনটেটিভ খলিলুর রহমান, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দেভাল বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে মোদী বাংলাদেশের সাথে বাস্তবতার নিরিখে ইতিবাচক এবং গঠনমূলক সম্পর্ক চেয়ে ড. ইউনূসকে
এই সম্পর্কে অবনতি ঘটে এমনসব কথা এড়িয়ে যাওয়ার আহ্বান করেন।
বৈঠকে ইউনূস বলেন, সাবেক প্রধানমন্ত্রী হাসিনা বাংলাদেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন মাধ্যমে
‘বিদ্বেষমূলক মন্তব্য’ করে আসছেন, যেটা মনে হয় ভারতের ‘আতিথেয়তার লঙ্ঘন’। তিনি বাংলাদেশের
অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ধারাবাহিকভাবে ‘মিথ্যা ও বিদ্বেষমূলক অভিযোগ’ করে আসছেন।
ড. ইউনূস বলেন, যেহেতু তিনি আপনার (নরেন্দ্র মোদী) দেশেই অবস্থান করছেন, আমরা অনুরোধ জানাই এমন উসকানিমূলক বক্তব্য থামাতে ভারত সরকার উপযুক্ত ব্যবস্থা নেবে। শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকেই বাংলাদেশ ও ভারতের সম্পর্কে এক ধরনের টানাপড়েন চলছে। বিচারের জন্য শেখ হাসিনাকে ফেরত চাওয়ার পাশাপাশি দিল্লিতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগ তার বিরুদ্ধে এনেছে ইউনূস সরকার।
বিমসটেকের সাইডলাইনে সেই বৈঠক হয়েছে এবং সেখানে শেখ হাসিনাকে ফেরানোর পাশপাশি তার
বিরুদ্ধে উসকানিমূলক বার্তা ছড়ানোর অভিযোগ, বাংলাদেশে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের
অভিযোগ, গঙ্গা ও তিস্তার পানি বণ্টন চুক্তি, সীমান্ত হত্যা ও দুই দেশের সম্পর্ক নিয়েও আলোচনা
হয়েছে।
বৈঠকে শেখ হাসিনার বিরুদ্ধে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের প্রতিবেদনের কথাও স্মরণ করিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টা, যে প্রতিবেদনে ২০২৪ সালের ১৫ জুলাই থেকে ৫ অগাস্ট পর্যন্ত নিরাপত্তা বাহিনী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মাধ্যমে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের চিত্র উঠে আসার কথা বলা হয়েছে।ইউনূস বলেন, ইউএন ওএইচসিএইচআরের প্রতিবেদনে বিক্ষোভ সম্পর্কিত ১ হাজার ৪০০ মানুষের মৃত্যুর কথা উঠে এসেছে, যার মধ্যে প্রায় ১৩ শতাংশ শিশু। খুন, নির্যাতনের মত মানবাধিকার লঙ্ঘনের মত অপরাধ সংঘটনের বিশ্বাসযোগ্য প্রমাণও উঠে এসেছে প্রতিবেদনে। জাতিসংঘের প্রতিবেদন বলছে, বিক্ষোভকারীদের গুলি করতে সাবেক প্রধানমন্ত্রী নিজে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেন। বিশেষ করে আন্দোলনের নেতাদের গ্রেপ্তার, হত্যা ও লাশ গুমের নির্দেশনা দেন।
শেখ হাসিনার বিরুদ্ধে উসকানি ছড়ানোর অভিযোগের বিষয়ে বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমকে দায়ী করেন। মোদী বলেন, শেখ হাসিনার মন্তব্য ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছে তার জন্য দায়ী সামাজিক যোগাযোগ মাধ্যম। ভারতের সম্পর্ক একটি দেশের সঙ্গে, কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের সঙ্গে নয়। বৈঠকে সীমান্ত হত্যা বন্ধে ভারতকে উপায় খোঁজার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী কেবল আত্মরক্ষায় গুলি চালায়। আর প্রাণহানির ঘটনাগুলো ভারতের সীমান্তের মধ্যেই ঘটে। বিষয়টি নিয়ে দুই নেতা একসঙ্গে কাজ করার ওপর জোর দেন।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

চাঁদপুরে মিষ্টি তৈরিতে ভেজাল, দুই দোকানির জরিমানা

প্যালেস্টাইনে গণহত্যায় ভারতের প্রতিক্রিয়া নিযে যা বললেন পিনাকী

মতলবে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মাফিয়া শেখ তাপসের অবস্থান জানালেন ডিবি হারুন!

নিকলীতে ছাত্র-জনতার আন্দোলনে হামলার আসামি গ্রেফতার

নাটোরে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

পিলখানা হত্যাকাণ্ড: বিডিআর জওয়ানদের জামিনের আদেশ ফের পেছাল

ঘোড়াঘাটে এসএসসি ও সমানের পরীক্ষায় অনুপস্থিত ৩৩ জন

পানামা খাল চীনের নিয়ন্ত্রণে থাকতে পারে না : যুক্তরাষ্ট্র

সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস প্লাটিনাম রিজার্ভ মেটাল ক্রেডিট কার্ড-বাংলাদেশের প্রথম আমেরিকান এক্সপ্রেস মেটাল কার্ড

ইনভেস্টমেন্ট সামিটে ১ ট্রিলিয়ন ডলারের ইকোনমি ঘোষণা বিএনপির

দেশের সব মাদরাসায় দুই দিনব্যাপী বাংলা নববর্ষ উদযাপনের নির্দেশ

ট্রান্সশিপমেন্ট বাতিলের পর বাংলাদেশি পণ্যবাহী ৪ ট্রাক ফেরত পাঠাল ভারত

রাজনগরে বোরো ধানের বাম্পার ফলন, শিলাবৃষ্টির আশংকায় দুশ্চিন্তায় কৃষক

রাবির ভর্তি ফরম বিক্রিতে রেকর্ড আয়: এক মৌসুমেই ৩১ কোটি টাকা!

নীলফামারীর বিএনপি নেতা তুহিনের নির্দেশে তিস্তার বালুর বাধ পরিদর্শনে ডিমলা উপজেলা বিএনপি

পাঁচবিবিতে এসএসসি পরীক্ষার ১ম দিনে ৫৫ শিক্ষার্থী অনুপস্থিত

টাঙ্গাইলে ৮৫টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা চলছে

দিনাজপুরে এলজিইডি ভবনে আগুন, আটকে পড়া দুজন উদ্ধার

মোমবাতি জ্বালিয়ে বীরগঞ্জে এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা সম্পন্ন