মার্কিন শুল্কের বিরুদ্ধে প্রতিশোধ নেবে না ইন্দোনেশিয়া-থাইল্যান্ড
০৭ এপ্রিল ২০২৫, ০৫:১০ পিএম | আপডেট: ০৭ এপ্রিল ২০২৫, ০৫:১১ পিএম

সম্প্রতি বিভিন্ন দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহে হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে নতুন এ শুল্ক আরোপের ঘোষণা দেন তিনি।
কোন দেশের ওপর কত হারে পারস্পরিক শুল্ক আরোপ হবে, সংবাদ সম্মেলনে তার একটি তালিকাও তুলে ধরেন তিনি। সেখানেই দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডের ওপর ৩৬ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট।
আর এরই প্রতিক্রিয়ায় এবার নতুন পদক্ষেপ নিচ্ছে থাইল্যান্ড। দেশটি আমেরিকা থেকে পণ্য আমদানি বাড়ানোর ঘোষণা দিয়েছে। এমনকি যুক্তরাষ্ট্রে আরও থাই বিনিয়োগ উৎসাহিত করার ঘোষণাও দিয়েছে ব্যাংকক।
এছাড়া মার্কিন শুল্ক মোকাবিলায় আলোচনার পথে হাঁটার কথা জানিয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার আরেক দেশ ইন্দোনেশিয়া। সোমবার (৭ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
বার্তাসংস্থাটি বলছে, ট্রাম্প প্রশাসনের মার্কিন বাজারে থাই পণ্য রপ্তানির ওপর নতুন আরোপিত ৩৬% শুল্কের প্রতিক্রিয়ায় থাইল্যান্ড যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি, বিমান এবং কৃষি পণ্য আমদানি বৃদ্ধি করবে বলে থাই প্রধানমন্ত্রী পেতাংতার্ন সিনাওয়াত্রা রোববার ঘোষণা করেছেন।
থাই পিবিএস অনুসারে, থাই মিডিয়ার সাথে কথা বলার সময় সিনাওয়াত্রা বলেন, তার সরকার যুক্তরাষ্ট্রে আরও থাই বিনিয়োগকে উৎসাহিত করবে এবং আমেরিকান পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞাও শিথিল করবে।
থাইল্যান্ডের অবস্থান তুলে ধরে এক বিবৃতিতে সিনাওয়াত্রা সতর্ক করে বলেন, উচ্চ শুল্কের ফলে ইলেকট্রনিক্স, প্রক্রিয়াজাত খাদ্য এবং কৃষিজাত পণ্যসহ গুরুত্বপূর্ণ রপ্তানি খাতগুলো উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হবে। তবে তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র এবং অর্থনৈতিক অংশীদার থাইল্যান্ড দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ।
এদিকে মার্কিন শুল্ক আরোপের প্রতিক্রিয়ার অংশ হিসেবে থাই অর্থমন্ত্রী পিচাই চুনহাওয়াজিরা মার্কিন সরকারি কর্মকর্তা এবং বেসরকারি খাতের নেতাদের সাথে উচ্চ পর্যায়ের আলোচনার জন্য ওয়াশিংটনে একটি সরকারি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বলে জানা গেছে।
এছাড়া দক্ষিণ-পূর্ব এশিয়ার আরেক দেশ ইন্দোনেশিয়াও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক শুল্ক ব্যবস্থা মোকাবিলায় কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছে।
দেশটির অর্থনৈতিক বিষয়ক সমন্বয়কারী মন্ত্রী এয়ারলাঙ্গা হার্টার্তো রোববার অন্তরা নিউজকে বলেন, ট্রাম্প প্রশাসনের ইন্দোনেশিয়ান পণ্যের ওপর ৩২% আমদানি শুল্ক আরোপ করায় জাকার্তা আলোচনা শুরু করবে।
যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক বাস্তবায়নের পরিবর্তে হার্টার্তো বলেন, ইন্দোনেশিয়ার লক্ষ্য কূটনীতি এবং সংলাপের মাধ্যমে পারস্পরিকভাবে লাভজনক সমাধান খুঁজে বের করা।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন

সউদীতে পুতিনের সঙ্গে বৈঠক করতে পারেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র ভ্রমণে নাগরিকদের সতর্ক করল চীন

‘খুব ভালো চুক্তি’র ভবিষ্যদ্বাণী, চীনা প্রেসিডেন্টের প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প

নাইটক্লাবের ছাদ ধসে মারা গেলেন গায়ক রুবিও, নিহত বেড়ে ১৮৪

যুক্তরাষ্ট্র ও সৌদি দূতাবাস অভিমুখে মার্চ ফর প্যালেস্টাইনে জবির শিক্ষক-শিক্ষার্থীরা

সড়কে ছিল না যানজট, পরীক্ষার্থীদের মুখে ছিল স্বস্তির হাসি

হিন্দি ইন্ডাস্ট্রির কেউ আমার কথা ভাবেনি–জিৎ

প্লট দুর্নীতি : হাসিনা-পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ২৮তম ঢাকা

ডোমিনিকান রিপাবলিকে নাইটক্লাবের ছাদ ধস : নিহত বেড়ে ১২৪

গাজায় আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলা, নিহত অন্তত ৩৮

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

টঙ্গীতে র্যাবের অভিযান মহানগর তাঁতীলীগের যুগ্ম সাধারণ সম্পাদকসহ ৫জন গ্রেফতার

হিলিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি পরীক্ষা

সুন্দরবনে ডাকাতদের কবল থেকে ছয় নারীসহ ৩৩ জেলে উদ্ধার

ইয়েমেনের বন্দরশহরে যুক্তরাষ্ট্রের বিমান হামলা : নিহত বেড়ে ১৬

গাজায় অভিযানে আপত্তি, পাইলটসহ বিমানবাহিনীর ৯৭০ কর্মীকে বহিষ্কারের হুমকি ইসরাইলের

শহীদদের রক্তের সাথে কোন আপোষ বরদাস্ত করা হবে না: ইশরাক

মেসির জোড়া গোলে দুর্দান্ত প্রত্যাবর্তনে সেমিতে মায়ামি

সৌদি আরবে নতুন ১৪টি তেল ও গ্যাসের খনির সন্ধান