পুরুষদের চেয়ে নারীরা কানে শোনেন ভালো, বলছে বৈজ্ঞানিক গবেষণা
১৬ এপ্রিল ২০২৫, ০৫:০৩ পিএম | আপডেট: ১৬ এপ্রিল ২০২৫, ০৫:০৫ পিএম

মানুষের শ্রবণশক্তি নিয়ে সাম্প্রতিক এক বৈজ্ঞানিক গবেষণায় উঠে এসেছে চমকপ্রদ তথ্য—নারীরা সাধারণভাবে পুরুষদের চেয়ে কানে ভালো শুনতে পারেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ওপেন-অ্যাক্সেস জার্নাল ‘সাইন্টিফিক রিপোর্টস’(Scientific Reports)-এ প্রকাশিত এই গবেষণার ফলাফল জানায়, নারীদের শ্রবণশক্তি শুধু তুলনামূলকভাবে উন্নতই নয়, বরং তারা পরিবেশের বিভিন্ন ধরনের শব্দও ভিন্নভাবে গ্রহণ করেন। গবেষণাটি নারীদের শ্রবণ দক্ষতা নিয়ে নতুনভাবে ভাবার জায়গা তৈরি করছে, বিশেষ করে বয়স, বাসস্থান বা সংস্কৃতিগত পার্থক্যের ঊর্ধ্বে গিয়েও এই বৈশিষ্ট্যটিকে তারা বহন করছেন।
গবেষণাটি চালানো হয় পাঁচটি দেশের ১৩টি ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের ৪৪৮ জন সুস্থ প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের ওপর। গবেষণার উদ্দেশ্য ছিল বোঝা, শ্রবণক্ষমতায় লিঙ্গভিত্তিক কোনো পার্থক্য রয়েছে কি না এবং সেটি কোথা থেকে উদ্ভূত। দেখা গেছে, গড়ে নারীদের শ্রবণশক্তি পুরুষদের চেয়ে প্রায় দুই ডেসিবেল বেশি। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, এটি শুধু শহরের বাসিন্দাদের ক্ষেত্রেই নয়, গ্রামীণ, পাহাড়ি বা বনাঞ্চলের মানুষদের মধ্যেও একই ধারা পরিলক্ষিত হয়েছে। অর্থাৎ, পরিবেশ-ভেদে শ্রবণের পার্থক্য থাকলেও নারীদের শ্রবণশক্তির এই প্রাধান্য সর্বত্রই বিদ্যমান।
গবেষকরা মনে করছেন, এর পেছনে রয়েছে জৈবিক ও পরিবেশগত উভয় প্রভাব। জৈবিকভাবে নারীদের কানের গঠন বা হরমোনগত পার্থক্য তাদের শ্রবণক্ষমতাকে প্রভাবিত করতে পারে। নারীদের কানের অভ্যন্তরীণ অংশে সূক্ষ্ম পার্থক্য কিংবা ইস্ট্রোজেন হরমোনের ভূমিকা এখানে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, পরিবেশগত দিক থেকেও শ্রবণক্ষমতা ভিন্ন হয়—উঁচু পাহাড়ি এলাকায় যারা থাকেন, তাদের কানে শুনতে সমস্যা হয় বেশি, কারণ সেখানে অক্সিজেনের ঘাটতি থাকে। আবার যারা বর্ষণপ্রবণ বনাঞ্চলে থাকেন, তারা বন্যপ্রাণীর সূক্ষ্ম শব্দগুলো ভালোভাবে শনাক্ত করতে পারেন। শহরের মানুষ আবার উচ্চতর শব্দে অভ্যস্ত হওয়ায় তাদের কানে ভিন্ন ধরণের সংবেদনশীলতা তৈরি হয়।
এই গবেষণা কেবল নারীদের শ্রবণশক্তি নিয়ে নতুন তথ্যই দেয়নি, বরং এটি ভবিষ্যতে লিঙ্গভিত্তিক স্বাস্থ্য গবেষণার দরজা আরও বিস্তৃত করার আহ্বান জানায়। শ্রবণ স্বাস্থ্য, শব্দদূষণ, মানসিক স্বাস্থ্যের সম্পর্ক—সবই একে একে গুরুত্ব পাচ্ছে বৈজ্ঞানিক পর্যালোচনায়। নারী ও পুরুষের জৈবিক বৈচিত্র্যকে বুঝে শ্রবণ প্রযুক্তি বা চিকিৎসা পদ্ধতির দিকেও ভবিষ্যতে আলাদা মনোযোগ দেওয়ার দরকার হতে পারে। তথ্যসূত্র : হিন্দুস্তান টাইমস
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন

মতলবে গ্যাস অনুসন্ধানে বাপেক্সের কূপ খনন

নিকুঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ করলেন এলাকাবাসী

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ফিরবে গণতন্ত্রের মূলধারা: শহিদুল ইসলাম

বায়ুদূষণের শীর্ষে উঠে এসেছে বাগদাদ, তৃতীয় ঢাকা

সউদীর কাছে ৩৫০ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

সোহরাওয়ার্দীতে হেফাজতে ইসলামের মহাসমাবেশ চলছে

ইন্তেকাল করেছেন আল্লামা সোলতান যাওক নদভী, বিভিন্ন মহলের শোক প্রকাশ

লেবাননের নিরাপত্তা ইস্যুতে হামাসকে সতর্কবার্তা

হজের আগে মক্কায় তীব্র শিলাবৃষ্টি ও ধুলিঝড়

ভারতের গোয়ায় মন্দির উৎসবে পদদলিত হয়ে নিহত অন্তত ৭

ওটিটিতে মুক্তি পেল স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘সুব্রত সেনগুপ্ত’

শ্রমিকেরা পুঁজিপতিদের ক্রীতদাসে পরিণত হয়ে আছেন : সাবেক এমপি মঞ্জু

যারা বিএনপিকে মাইনাস করতে যাবে তারা রাজনীতি থেকেই হারিয়ে যাবে: চাটমোহরে হাবিব

সিন্ধু নদে বাঁধ দিলে সামরিক হামলার হুঁশিয়ারি পাকিস্তানের

মিয়ানমারে ভূমিকম্প পরবর্তী সামরিক হামলায় নিহত ২০০ জনের বেশি

জিম্মি মুক্তি নয়, যুদ্ধের প্রধান উদ্দেশ্য হামাসকে পরাজিত করা : নেতানিয়াহু

হোয়াইট হাউসে ট্রাম্প-নাভরোৎসকি সাক্ষাৎ নিয়ে পোল্যান্ডে উত্তেজনা

সকালে কাতার গেলেন সেনাপ্রধান

৪৩ ফ্লাইটে সউদী আরব পৌঁছেছেন ১৭৬৯৪ হজযাত্রী

ইউরোপে টিকটককে ৫৩০ মিলিয়ন ইউরো জরিমানা