চীনা পোশাকে চীনবিরোধী মন্তব্য: বিতর্কে হোয়াইট হাউসের মুখপাত্র
১৬ এপ্রিল ২০২৫, ০৫:১২ পিএম | আপডেট: ১৬ এপ্রিল ২০২৫, ০৫:১৮ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার চলমান বাণিজ্যিক ও কূটনৈতিক টানাপোড়েন এখন আর শুধু রাজনৈতিক মহলে সীমাবদ্ধ নেই, বরং এর প্রভাব ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমেও। এই উত্তপ্ত পরিবেশে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক অনাকাঙ্ক্ষিত বিতর্কের মুখে পড়েছেন, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে তার পরিধেয় একটি পোশাক। চীনা সমর্থকরা অভিযোগ করছেন, চীনে তৈরি পোশাক পরে লেভিট চীনের সমালোচনা করে ভণ্ডামির পরিচয় দিয়েছেন।
এই বিতর্কের সূত্রপাত ঘটে সম্প্রতি যখন চীনের এক কূটনীতিক, ঝাং ঝিশেং, এক্স প্ল্যাটফর্মে ক্যারোলিন লেভিটের ছবি পোস্ট করেন। ছবিতে তাকে একটি লেইসযুক্ত পোশাক পরে দেখা যায়, যার উৎপত্তি চীনের একটি কারখানায়—এমন দাবি করা হয়। ঝাং, যিনি ইন্দোনেশিয়ার ডেনপাসারে চীনের কনসাল জেনারেল, লিখেন, "চীনের বিরুদ্ধে কথা বলাও ব্যবসা, আর চীনে কেনাকাটা করাও জীবনযাত্রার অংশ।" তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের কথা ও কাজে বিস্তর ফারাক আছে, আর লেভিটের পোশাকই তার উদাহরণ।
ওই কূটনীতিক নিজের দাবির প্রমাণ হিসেবে চীনের সামাজিক মাধ্যম ‘ওয়েইবো’ থেকে স্ক্রিনশট শেয়ার করেন, যেখানে একজন চীনা কর্মচারী দাবি করেন যে, লেভিটের পোশাকের লেইস তাদের কারখানায় তৈরি। এমনকি কেউ কেউ বলছেন, এই পোশাকটি চীনের ‘মাবু’ অঞ্চলের একটি কারখানার পণ্য। এই পোস্ট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ক্যারোলিন লেভিটকে নিয়ে বিতর্ক চরমে ওঠে। কেউ কেউ তাকে ‘ভণ্ড’ বলে অভিহিত করেন, আবার কেউ বলেন—‘চীনের সমালোচনার জন্য তার ওপর চাপ পড়লেও পোশাক দেখেই বোঝা যাচ্ছে, তিনি আসলে প্রস্তুত ছিলেন!’
তবে সবাই কিন্তু লেভিটের বিরুদ্ধে নয়। অনেক ব্যবহারকারী তার পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, চীনের তৈরি বলে দাবি করা ওই পোশাক আসলে কোনো ইউরোপীয় বিলাসবহুল ব্র্যান্ডের নকল হতে পারে, কিংবা চীনের অনলাইন শপিং সাইটে দেখা যে ছবি রয়েছে, তা সত্য নয়। একজন মন্তব্য করেন, “এটা নিছক ভুয়া দাবি। পোশাকটি আসলে ফ্রান্সের একটি ব্র্যান্ডের, কিন্তু ওয়েইবো-তে সেটার একটি চীনা অনুকরণ দেখানো হয়েছে।”
এই ঘটনা প্রমাণ করে, বর্তমান ভূরাজনৈতিক সময়ে এমনকি পোশাক নির্বাচনও রাজনৈতিক বার্তার অংশ হয়ে উঠছে। ক্যারোলিন লেভিটের এই বিতর্ক স্পষ্ট করে দেয়, মার্কিন-চীন উত্তেজনার পারদ শুধু কূটনীতিক মহলেই নয়, বরং সাধারণ মানুষের দৈনন্দিন অভ্যাস, পোশাক এবং সামাজিক মাধ্যমের আলোচনার ক্ষেত্রেও প্রভাব ফেলছে। আগামী দিনে এই উত্তেজনা কিভাবে নিয়ন্ত্রণে আসে, সেটিই এখন দেখার বিষয়।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন

মতলবে গ্যাস অনুসন্ধানে বাপেক্সের কূপ খনন

নিকুঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ করলেন এলাকাবাসী

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ফিরবে গণতন্ত্রের মূলধারা: শহিদুল ইসলাম

বায়ুদূষণের শীর্ষে উঠে এসেছে বাগদাদ, তৃতীয় ঢাকা

সউদীর কাছে ৩৫০ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

সোহরাওয়ার্দীতে হেফাজতে ইসলামের মহাসমাবেশ চলছে

ইন্তেকাল করেছেন আল্লামা সোলতান যাওক নদভী, বিভিন্ন মহলের শোক প্রকাশ

লেবাননের নিরাপত্তা ইস্যুতে হামাসকে সতর্কবার্তা

হজের আগে মক্কায় তীব্র শিলাবৃষ্টি ও ধুলিঝড়

ভারতের গোয়ায় মন্দির উৎসবে পদদলিত হয়ে নিহত অন্তত ৭

ওটিটিতে মুক্তি পেল স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘সুব্রত সেনগুপ্ত’

শ্রমিকেরা পুঁজিপতিদের ক্রীতদাসে পরিণত হয়ে আছেন : সাবেক এমপি মঞ্জু

যারা বিএনপিকে মাইনাস করতে যাবে তারা রাজনীতি থেকেই হারিয়ে যাবে: চাটমোহরে হাবিব

সিন্ধু নদে বাঁধ দিলে সামরিক হামলার হুঁশিয়ারি পাকিস্তানের

মিয়ানমারে ভূমিকম্প পরবর্তী সামরিক হামলায় নিহত ২০০ জনের বেশি

জিম্মি মুক্তি নয়, যুদ্ধের প্রধান উদ্দেশ্য হামাসকে পরাজিত করা : নেতানিয়াহু

হোয়াইট হাউসে ট্রাম্প-নাভরোৎসকি সাক্ষাৎ নিয়ে পোল্যান্ডে উত্তেজনা

সকালে কাতার গেলেন সেনাপ্রধান

৪৩ ফ্লাইটে সউদী আরব পৌঁছেছেন ১৭৬৯৪ হজযাত্রী

ইউরোপে টিকটককে ৫৩০ মিলিয়ন ইউরো জরিমানা