আনোয়ার ইব্রাহিমের সঙ্গে জিনপিংয়ের বৈঠক, ৩০টিরও বেশি চুক্তি সই
১৭ এপ্রিল ২০২৫, ১২:২৬ পিএম | আপডেট: ১৭ এপ্রিল ২০২৫, ১২:২৭ পিএম

দক্ষিণ-পূর্ব এশিয়া সফরে মালয়েশিয়ায় পৌঁছেই গুরুত্বপূর্ণ বার্তা দেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এরপর মালয় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বসেন দ্বিপাক্ষিক বৈঠকে। সেখানে উঠে আসে দুই দেশের ভবিষ্যৎ সম্পর্কের রূপরেখা।
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মালয় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দ্বিপাক্ষিক বৈঠকের পর যৌথ বিবৃতিতে অংশ নেন।
পাঁচ দিনের দক্ষিণ পূর্ব এশিয়া সফরের অংশ হিসেবে মঙ্গলবার (১৫ এপ্রিল) মালয়েশিয়ায় পৌঁছান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। পরদিন বুধবার (১৬ এপ্রিল) সকালে তিনি মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিমের সাথে দেখা করেন।
এরপর বিকেলে মালয় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাসভবনে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানানো হয় নানা আয়োজনে। এরপর শুরু হয় দ্বিপাক্ষিক বৈঠক।
বৈঠকে শি জিনপিং বলেন, ঐতিহাসিক সম্পর্ককে ভিত্তি করে গড়ে উঠেছে চীন-মালয়েশিয়ার বন্ধুত্ব। উচ্চপর্যায়ের কৌশলগত ভবিষ্যত অংশীদারিত্ব গড়তে তিনটি প্রস্তাব রাখেন প্রেসিডেন্ট শি। জানান, দুই দেশই আত্মনির্ভরশীলতা ও শক্তির পক্ষে এবং বাইরের হস্তক্ষেপের বিরুদ্ধে।
নিজেদের স্বার্থ অনুযায়ী উন্নয়নের পথ অনুসরণ করে যেন সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় একে অন্যকে দৃঢ়ভাবে সহায়তার কথা বলেন তিনি। এছাড়া উন্নয়ন সহযোগিতায় ঐক্য গড়ে উচ্চমানের অংশীদারিত্বের মডেল স্থাপন করা উচিত বলেও মনে করেন চীনা প্রেসিডেন্ট।
বৈঠক শেষে দুই নেতা ৩০টিরও বেশি সহযোগিতা চুক্তি সই করেন। এরপর যৌথ বিবৃতিতে তারা ঘোষণা দেন, চীন ও মালয়েশিয়া এখন কেবল বাণিজ্যিক নয়, কৌশলগতভাবে ভবিষ্যতের পথেও হাঁটবে একসঙ্গে।
চীনা প্রেসিডেন্ট জানান, দুই দেশ মিলে ডিজিটাল, সবুজ ও নীল অর্থনীতির পাশাপাশি এআই প্রযুক্তিতে যৌথভাবে কাজ করবে। মালয়েশিয়ার বন্দরগুলোকে আঞ্চলিক বাণিজ্য হাবে রূপান্তর করাও এই সহযোগিতার লক্ষ্য। জিনপিংয়ের এই সফরের মধ্যদিয়ে চীন-মালয়েশিয়ায দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন হলো বলে মত বিশ্লেষকদের।
মালয়েশিয়ার সাবেক রাষ্ট্রদূত বলেন, বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ারের শাসনে কুয়ালালামপুরের সঙ্গে বেইজিংয়ের সম্পর্কের অনেক উন্নতি হয়েছে। ২০২৪ সালে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ২১ হাজার কোটি ডলার।
চীনা গণমাধ্যমের তথ্য মতে, আসিয়ানের চেয়ারম্যানশিপ, উচ্চপ্রযুক্তি কেন্দ্র এবং মুসলিম বিশ্বের প্রভাবশালী কণ্ঠ হিসেবে চীনের দৃষ্টিতে মালয়েশিয়া এখন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ।
বিশেষজ্ঞদের মতে, চীনের লক্ষ্য বাণিজ্যের উন্নয়নের পাশাপাশি মার্কিন ডলারের বিকল্প ব্যবস্থা তৈরি করা। যুক্তরাষ্ট্রকে ডিঙ্গিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর চীনের সঙ্গে বন্ধুত্বের বার্তা দিচ্ছে শি জিনপিং এর সফর। মালয়েশিয়ার পর কম্বোডিয়া সফরে যাবেন চীনা প্রেসিডেন্ট।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের জন্য পূ্র্ণশক্তির ইংল্যান্ডের দল ঘোষণা

হ্যামস্ট্রিংয়ের চোট পেয়েছেন দেম্বেলে, মাঠে ফিরবেন কবে?

বীমা খাতে ব্যতিক্রম কাজিম উদ্দিন, ন্যাশনাল লাইফের নানা অর্জন

কাল বিএনপি নেতা নাসির উদ্দিন পিন্টুর ১০ম শাহাদতবার্ষিকী

কুষ্টিয়ার দৌলতপুরে ডেভিল হান্ট অপারেশনে ইউপি সদস্যসহ ৭ জন গ্রেপ্তার

শেরপুরে আওয়ামীলীগ নিষিদ্ধের দাবীতে এনসিপির বিক্ষোভ

মতলবে দুটি পৃথক মোটরসাইকেল দূর্ঘটনায় দুই শিক্ষার্থী মৃত্যু

ছোট ভাইয়ের খুনি বড় ভাইকে ধরলো পুলিশ !

ভারতীয় মদসহ সিলেটে এক ব্যক্তিকে আটক করলো জৈন্তাপুর থানা পুলিশ

বেনাপোল সীমান্তে পিস্তল-গুলি উদ্ধার

সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী গণজাগরণের বহিঃপ্রকাশ ঘটবে কাল হেফাজতে ইসলাম বাংলাদেশ

চীনের সঙ্গে লড়বে ভারত! দাপুটে সেনার ভূমিকায় সালমান!

মোদির 'ফলস ফ্লাগ নাটক' সুপার ফ্লপ: ব্যর্থ বৈশ্বিক সমর্থন আদায়ে

জাটকা ধরা বন্ধ হলে ইলিশ উৎপাদন বাড়বে

খেলোয়াড় গন দেশ ও জাতি গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে পারে- স্থানীয় সরকার সচিব রেজাউল মাকসুদ জাহেদী

নির্বাচন নিয়ে বিএনপির আরো সচেতন হওয়া উচিত

করিডোরের সিদ্ধান্ত নির্বাচিত সংসদ থেকেই আসতে হবে

ভিক্টরি ডে’সহ ছুটির দিনগুলোর নাম পাল্টানোর ঘোষণা ট্রাম্পের

হজযাত্রীদের ভোগান্তি লাঘবে থার্ড ক্যারিয়ার চালু করতে হবে হজ প্রশিক্ষণ কর্মশালায় নেতৃবৃন্দ

ভারত-পাকিস্তান উত্তেজনায় আজাদ কাশ্মীরে খাদ্য মজুদের নির্দেশ