জান্তাপ্রধানের সঙ্গে বৈঠকে বসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
১৮ এপ্রিল ২০২৫, ১২:৫৩ এএম | আপডেট: ১৮ এপ্রিল ২০২৫, ১২:৫৩ এএম

গৃহযুদ্ধ ও ভ‚মিকম্প বিধ্বস্ত মিয়ানমারে যুদ্ধবিরতি দীর্ঘায়িত করতে মিয়ানমারে ক্ষমতাসীন সামরিক সরকারের প্রধান জেনারেল মেন অং হ্লেইংয়ের সঙ্গে বৈঠকে বসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আজ বৃহস্পতিবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে হবে সেই বৈঠক।
২০২২ সালে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকে দক্ষিণপূর্ব এশিয়ার ১০ দেশের জোট আসিয়ানের সদস্যরা মিয়ানমারকে এড়িয়ে চলছে। আসিয়ানের বৈঠক বা জোটগত কর্মসূচিগুলোতে সাধারণত মিয়ানমারকে আহŸান জানানো হয় না। আনোয়ার ইব্রাহিম বর্তমানে আসিয়ানের চেয়ারম্যানের পদে আছেন। বৃহস্পতিবারের বৈঠক সম্পর্কে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বলা হয়েছে, মিয়ানমারের সাধারণ মানুষের ভোগান্তিকে বিবেচনায় নিয়ে এ বৈঠকের সিদ্ধান্ত নিয়েছেন আনোয়ার ইব্রাহিম। ব্যাংককের একটি ক‚টনৈতিক সূত্র জানিয়েছে, বৈঠকে থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাও থাকবেন। আসিয়ানের চেয়ারম্যান হওয়ার পর থাকসিনকে নিজের ব্যক্তিগত উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন আনোয়ার ইব্রাহিম।
মিয়ানমারের নাগরিক ও বর্তমানে থাইল্যান্ডে বসবাসরত রাজনীতি বিশ্লেষক সাই কি জিন সোয়ে এ প্রসঙ্গে রয়টার্সকে বলেন, ‘এমন সম্ভাবনা যথেষ্ট রয়েছে যে মিয়ানমারের সামরিক সরকার এ বৈঠককে ব্যবহার করে আসিয়ানে নিজেদের জায়গা ফিরে পাওয়ার চেষ্টা করবে।’ ২০২২ সালে ১ ফেব্রæয়ারি অভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির নেতৃত্বাধীন এনএলডি সরকারকে উচ্ছেদ করে মিয়ানমারের জাতীয় ক্ষমতা দখল করে সেনাবাহিনী। তৎকালীন সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লেইং এ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিলেন।
অভ্যুত্থানের পর সামরিক শাসন বাতিলের দাবিতে বিক্ষোভ শুরু করে মিয়ানমারের শান্তিকামী জনতা। সেই বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর সদস্যদের আগ্নেয়াস্ত্র ব্যবহারের নির্দেশ দেয় সামরিক সরকার। প্রায় ৬ মাস এই পরিস্থিতি চলার পর মিয়ানমারজুড়ে সক্রিয় হয়ে ওঠে জান্তাবিরোধী বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী। ফলশ্রæতিতে এক রক্তক্ষয়ী গৃহযুদ্ধ শুরু হয় দেশটিতে। সামরিক সরকারের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীগুলোর ঐকমত্যে পৌঁছানোর জন্য একাধিকবার চেষ্টা করেছে চীন, কিন্তু সেসব চেষ্টা সফল হয়নি।
এর মধ্যে গত ২৮ মার্চ ৭ দশমিক ৭ এবং ৬ দশমিক ৭ মাত্রার দু’টি শক্তিশালী ভ‚মিকম্প হয় মিয়ানমারে। এতে নিহত হন ৩৬ হাজারেও বেশি মানুষ। বিপর্যস্ত-বিধ্বস্ত মিয়ানমারে উদ্ধার তৎপরতা ও ত্রাণ সরবরাহ স্বাভাবিক রাখতে ২ এপ্রিল ২০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করে জান্তা। বৃহস্পতিবার যে বৈঠক বসছে, তা সেই যুদ্ধবিরতিকে বর্ধিত করা নিয়েই। আসিয়ান ও আন্তর্জাতিক সম্প্রদায় চায়, যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়–ক।
এদিকে মিয়ানমারের জান্তাবিরোধী রাজনৈতিক দলগুলোর জোট ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (নাগ) জানিয়েছে, এ বৈঠক নিয়ে ‘সর্বোচ্চ সতর্ক’ আছে তারা। এক বিবিৃতিতে নাগ জানিয়েছে, “আসিয়ানের যে মূলনীতি, তা গুরুতরভাবে লঙ্ঘন করেছেন মিন অং হ্লেইং। সামরিক সরকারের সঙ্গে আসিয়ান চেয়ারম্যানের এই বৈঠক একতরফা এবং আমরা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে পরিস্থিতি পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছি।” সূত্র : রয়টার্স।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের জন্য পূ্র্ণশক্তির ইংল্যান্ডের দল ঘোষণা

হ্যামস্ট্রিংয়ের চোট পেয়েছেন দেম্বেলে, মাঠে ফিরবেন কবে?

বীমা খাতে ব্যতিক্রম কাজিম উদ্দিন, ন্যাশনাল লাইফের নানা অর্জন

কাল বিএনপি নেতা নাসির উদ্দিন পিন্টুর ১০ম শাহাদতবার্ষিকী

কুষ্টিয়ার দৌলতপুরে ডেভিল হান্ট অপারেশনে ইউপি সদস্যসহ ৭ জন গ্রেপ্তার

শেরপুরে আওয়ামীলীগ নিষিদ্ধের দাবীতে এনসিপির বিক্ষোভ

মতলবে দুটি পৃথক মোটরসাইকেল দূর্ঘটনায় দুই শিক্ষার্থী মৃত্যু

ছোট ভাইয়ের খুনি বড় ভাইকে ধরলো পুলিশ !

ভারতীয় মদসহ সিলেটে এক ব্যক্তিকে আটক করলো জৈন্তাপুর থানা পুলিশ

বেনাপোল সীমান্তে পিস্তল-গুলি উদ্ধার

সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী গণজাগরণের বহিঃপ্রকাশ ঘটবে কাল হেফাজতে ইসলাম বাংলাদেশ

চীনের সঙ্গে লড়বে ভারত! দাপুটে সেনার ভূমিকায় সালমান!

মোদির 'ফলস ফ্লাগ নাটক' সুপার ফ্লপ: ব্যর্থ বৈশ্বিক সমর্থন আদায়ে

জাটকা ধরা বন্ধ হলে ইলিশ উৎপাদন বাড়বে

খেলোয়াড় গন দেশ ও জাতি গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে পারে- স্থানীয় সরকার সচিব রেজাউল মাকসুদ জাহেদী

নির্বাচন নিয়ে বিএনপির আরো সচেতন হওয়া উচিত

করিডোরের সিদ্ধান্ত নির্বাচিত সংসদ থেকেই আসতে হবে

ভিক্টরি ডে’সহ ছুটির দিনগুলোর নাম পাল্টানোর ঘোষণা ট্রাম্পের

হজযাত্রীদের ভোগান্তি লাঘবে থার্ড ক্যারিয়ার চালু করতে হবে হজ প্রশিক্ষণ কর্মশালায় নেতৃবৃন্দ

ভারত-পাকিস্তান উত্তেজনায় আজাদ কাশ্মীরে খাদ্য মজুদের নির্দেশ