স্থায়ী যুদ্ধবিরতির শর্তে সব জিম্মি মুক্তির প্রস্তাব দিল হামাস
১৮ এপ্রিল ২০২৫, ০৮:৪৫ এএম | আপডেট: ১৮ এপ্রিল ২০২৫, ০৮:৪৭ এএম

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ঘোষণা করেছে, ইসরায়েল যদি গাজা থেকে সেনা প্রত্যাহার করে এবং স্থায়ী যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়, তাহলে তারা আটক থাকা সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত। হামাসের সিনিয়র নেতা ও আলোচক দলের প্রধান খলিল আল-হাইয়া বৃহস্পতিবার (১৭ এপ্রিল) টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এই প্রস্তাব প্রকাশ করেন। তার বক্তব্যের মাধ্যমে বোঝা যায়, হামাস আর কোনো অস্থায়ী বা ধাপভিত্তিক চুক্তিতে আগ্রহী নয়, তারা একটি স্থায়ী ও পূর্ণাঙ্গ সমাধান চায়।
খলিল আল-হাইয়া স্পষ্টভাবে বলেন, হামাস কোনো ‘স্বল্পমেয়াদী সমাধান’ চায় না, যা ইসরায়েলের বর্তমান সরকারকে যুদ্ধ চালিয়ে যাওয়ার অজুহাত জোগাতে পারে। তিনি বলেন, গাজা যুদ্ধের স্থায়ী অবসান, বন্দি ফিলিস্তিনিদের মুক্তি এবং গাজার পুনর্গঠন—এই তিন শর্ত পূরণ হলে, হামাস তাদের হাতে থাকা সব ইসরায়েলি জিম্মিকে ছেড়ে দিতে প্রস্তুত। এ প্রস্তাবকে ‘বিস্তৃত প্যাকেজ চুক্তি’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, হামাস এখনই এ ধরনের আলোচনায় বসতে প্রস্তুত।
হামাস নেতার বক্তব্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দায়িত্ব ও উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। আল-হাইয়া দাবি করেন, নেতানিয়াহু ও তার সরকার রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য গাজায় যুদ্ধ চালিয়ে যাচ্ছে এবং কোনো ধরনের মানবিক সমাধানে তারা আগ্রহী নয়। তিনি আরও বলেন, যতদিন ইসরায়েল ফিলিস্তিনি ভূমি দখলে রাখবে, ততদিন হামাসও প্রতিরোধের অস্ত্র রাখবে। এরই মধ্যে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের নতুন দফার হামলায় ইতোমধ্যে দেড় হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, এবং খাদ্য ও জরুরি ত্রাণবাহী ট্রাকগুলোকে প্রবেশ করতে দিচ্ছে না দখলদার বাহিনী।
গাজায় ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলায় শুক্রবার সকালে খান ইউনিসে একটি পরিবারের ১৩ সদস্য নিহত হন। এর আগের দিন, বৃহস্পতিবার, আরও অন্তত ৩৫ জন নিহত হওয়ার খবর জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। একই সময়ে, ইসরায়েলের ভেতরেও যুদ্ধবিরতির দাবি জোরালো হচ্ছে। ‘রিস্টার্ট ইসরাইল’ নামের একটি জনসচেতনতামূলক প্ল্যাটফর্মে ইতোমধ্যে ১ লাখ ২০ হাজারের বেশি মানুষ ৪৩টি পিটিশনে স্বাক্ষর করেছেন। এই তালিকায় রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক, সেনাপ্রধান, গোয়েন্দা কর্মকর্তা, লেখক ও শিল্পীরাও। তারা যুদ্ধ বন্ধ ও জিম্মিদের মুক্তির দাবি জানাচ্ছেন।
এই অবস্থান ও প্রস্তাবনাগুলো গাজা সংকটের একটি সম্ভাব্য রাজনৈতিক সমাধানের দিকেই ইঙ্গিত দিচ্ছে। দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের চক্র থেকে বেরিয়ে একটি টেকসই যুদ্ধবিরতি ও শান্তিচুক্তি এখন সময়ের দাবি। কূটনৈতিকভাবে সাহসী পদক্ষেপ, মানবিক দৃষ্টিভঙ্গি এবং আন্তর্জাতিক সহযোগিতাই পারে এই সংকটের স্থায়ী সমাধান এনে দিতে—যা শুধু ফিলিস্তিন নয়, ইসরায়েল ও গোটা বিশ্বের জন্যই শান্তির বার্তা হয়ে উঠতে পারে। তথ্যসূত্র : রয়টার্স
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন

চাকরি হারানো তিন সাংবাদিককে ধুয়ে দিলেন ব্যারিস্টার ফুয়াদ

শ্রমিকদের স্বার্থ রক্ষায় পাশে থাকবে বিএনপি : ওয়াহাব আকন্দ

গণঅভ্যুত্থানে আহত ও নিহত শ্রমিকদের স্মরণ ও আ‘লীগ নিষিদ্ধের দাবি করলো সিলেটে এনসিপি

টঙ্গীতে বজ্রপাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

কৃষিকে এগিয়ে নিয়ে যেতে হবে নতুন টেকনোলজির মাধ্যমে- ড. মো. মোস্তাফিজুর রহমান

বাংলাদেশ পুলিশ সার্ভিসের নতুন কমিটি সভাপতি নাজমুল সম্পাদক আনিসুজ্জামান

মুজিবনগরে কৃষকের ৩০০ ড্রাগন গাছ কেটে দিল দুর্বৃত্তরা

“বিক্ষোভে নতি, রুয়া নির্বাচনে ফেরার আভাস: কালই গঠিত হচ্ছে নতুন অ্যাডহক কমিটি”

সিলেটে লাল পতাকা মিছিল করলো সমাজতান্ত্রিক ফ্রন্ট

সীমান্তে আরাকান আর্মির কার্যক্রমে অসন্তুষ্ট মানুষ

নেত্রকোনার মোহনগঞ্জে ধান কাটতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

এবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে বরখাস্ত করলেন ট্রাম্প

জনগণ নির্বাচন ঠেকাতে চাওয়া শক্তিকে ক্ষমা করবে না: আমীর খসরু

মির্জাপুরে নদীতে বাঁধ দিয়ে রাত-দিন চলছে মাটি লুট

আনোয়ারায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের র্যালি

শরীয়তপুরে সখিপুরে মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ

প্রধান উপদেষ্টা থেকে শ্রম বিষয়ক মিডিয়া পুরস্কার পেলেন সাংবাদিক এমদাদ

প্রবাসীর ব্যাংক একাউন্ট থেকে টাকা আত্মসাৎ: থানায় মামলা, কর্মকর্তা গ্রেপ্তার

সিদ্দিক টাকা ও ক্ষমতালোভী: জীবন

সিলেটে নারী চা শ্রমিকদের মে দিবস পালন