ইসরায়েলি নিষেধাজ্ঞায় স্থগিত ফিলিস্তিনি প্রধানমন্ত্রীর পশ্চিম তীর সফর
২০ এপ্রিল ২০২৫, ০৮:৫৮ এএম | আপডেট: ২০ এপ্রিল ২০২৫, ০৯:০০ এএম

ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফা অধিকৃত পশ্চিম তীরের কিছু শহর ও গ্রাম পরিদর্শনের পরিকল্পনা করেছিলেন, যেখানে সম্প্রতি অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা বাড়ছে। কিন্তু তার এই সফরের অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। রোববার (২০ এপ্রিল) তুর্কি বার্তাসংস্থা আনাদোলু এবং ফিলিস্তিনি এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়। এই পদক্ষেপকে “একটি বিপজ্জনক নজির” হিসেবে অভিহিত করেছেন ফিলিস্তিনের বসতি ও দেয়াল প্রতিরোধ কমিশনের প্রধান মুআয়্যাদ শাবান।
ফিলিস্তিনি কর্মকর্তাদের যেকোনও ধরনের চলাচলের ক্ষেত্রে ইসরায়েলের সঙ্গে পূর্ব সমন্বয়ের বাধ্যবাধকতা রয়েছে—বিশেষত নিরাপত্তাজনিত কারণে। কিন্তু এবারে ইসরায়েল রামাল্লাহর পূর্বে অবস্থিত বুরকা ও দেইর দিবওয়ান এবং নাবলুসের দক্ষিণে দোমা ও কুসরা নামক চারটি গ্রামে ফিলিস্তিনি প্রধানমন্ত্রীর সফরের জন্য প্রয়োজনীয় সমন্বয় করতে অস্বীকৃতি জানিয়েছে। এই অঞ্চলগুলোতে বিগত মাসগুলোতে বসতি স্থাপনকারীদের সহিংসতা এবং সেনাবাহিনীর দখলদারিত্ব বহু নিরীহ ফিলিস্তিনির জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। শাবান বলেন, “ইসরায়েলের এই সিদ্ধান্ত কেবল একটি প্রশাসনিক বাধা নয়, বরং এটি রাজনৈতিক সংকেত—যেটি আগামীর জন্য গভীর উদ্বেগের বার্তা বহন করে।”
ইসরায়েলের এই আচরণের পেছনে মূলত দেশটির বসতি স্থাপনকারী কট্টর গোষ্ঠীর চাপ কাজ করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। জানা গেছে, প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফার এই সফরের বিরুদ্ধে তারা সোচ্চার হয়ে উস্কানিমূলক প্রচারণা চালায় এবং ইসরায়েলি সরকার তাদের দাবির মুখেই সফরের অনুমতি প্রত্যাহার করে। এমন পরিস্থিতিতে পশ্চিম তীরে প্রায় ৭ লাখ ৭০ হাজার অবৈধ বসতি স্থাপনকারী বসবাস করছে, যাদের মধ্যে অনেকে ২৫৬টি অননুমোদিত আউটপোস্ট ও ১৮০টি অনুমোদিত বসতিতে রয়েছেন। এদের মধ্যে ১৩৮টি আবার কৃষি ও পশুপালননির্ভর, যা ফিলিস্তিনি কৃষিজমির ওপর দখলের কৌশল হিসেবেই কাজ করছে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনের পর পশ্চিম তীরেও সহিংসতা বেড়ে গেছে, যার ফলে গত ১৮ মাসে ৯৫২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৭ হাজারের বেশি মানুষ।
২০২৪ সালের জুলাই মাসে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) স্পষ্টভাবে জানায়—পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলের দীর্ঘদিনের দখল আন্তর্জাতিক আইনে অবৈধ, এবং সব বসতি প্রত্যাহার করতে হবে। কিন্তু সেই রায় অগ্রাহ্য করে ইসরায়েল বসতি সম্প্রসারণ অব্যাহত রেখেছে এবং রাজনৈতিক প্রতিনিধিদের চলাচলেও বাধা দিচ্ছে। এই বাস্তবতায়, ফিলিস্তিনের ভূখণ্ডে ন্যায়বিচার, মানবাধিকার ও আন্তর্জাতিক আইন অনুসরণ নিশ্চিত করতে বিশ্ব সম্প্রদায়ের পক্ষ থেকে আরও শক্ত ভূমিকা প্রয়োজন। শান্তিপূর্ণ ভবিষ্যতের পথে এই বাধাগুলো সরানো সময়ের দাবি। তথ্যসূত্র : আনাদোলু এজেন্সি
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন

লক্ষ্মীপুরে পূর্ব শক্রতার জেরে বসতঘরে হামলা-ভাঙচুর, আহত ৪

হজযাত্রীদের ভোগান্তি লাঘবে থার্ড ক্যারিয়ার চালু করতে হবে হজ প্রশিক্ষণ কর্মশালায় নেতৃবৃন্দ

খেলোয়ার গন দেশ ও জাতি গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে পারে -স্থানীয় সরকার সচিব রেজাউল মাকসুদ জাহেদী

মোদির 'ফলস ফ্লাগ নাটক' সুপার ফ্লপ: ব্যর্থ বৈশ্বিক সমর্থন আদায়ে

চীনের সঙ্গে লড়বে ভারত! দাপুটে সেনার ভূমিকায় সালমান!

সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী গণজাগরণের বহিঃপ্রকাশ ঘটবে কাল হেফাজতে ইসলাম বাংলাদেশ

বেনাপোল সীমান্তে পিস্তল-গুলি উদ্ধার

ভারতীয় মদসহ সিলেটে এক ব্যক্তিকে আটক করলো জৈন্তাপুর থানা পুলিশ

ছোট ভাইয়ের খুনি বড় ভাইকে ধরলো পুলিশ !

মতলবে দুটি পৃথক মোটরসাইকেল দূর্ঘটনায় দুই শিক্ষার্থী মৃত্যু

শেরপুরে আওয়ামীলীগ নিষিদ্ধের দাবীতে এনসিপির বিক্ষোভ

কুষ্টিয়ার দৌলতপুরে ডেভিল হান্ট অপারেশনে ইউপি সদস্যসহ ৭ জন গ্রেপ্তার

কাল বিএনপি নেতা নাসির উদ্দিন পিন্টুর ১০ম শাহাদতবার্ষিকী

বীমা খাতে ব্যতিক্রম কাজিম উদ্দিন, ন্যাশনাল লাইফের নানা অর্জন

ফিলিস্তিন সহ মুসলিম বিশে^র শান্তি কামনায় আখেরী মোনাজাতের মাধ্যমে বিশ্ব জাকের মঞ্জিলে ফাতেহা শরিফ সম্পন্ন

ইবিতে ইসরায়েলি বর্বরতার মর্মস্পর্শী চিত্র

দক্ষিণ সুদানে ত্রাণ সহায়তা দিল চীন

ঢাকার লেক ও নদী সচলে কাজ করতে আগ্রহী চীনা প্রতিষ্ঠান

গণমাধ্যমে সরকারের হস্তক্ষেপ না থাকায় বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে ১৬ ধাপ এগিয়েছে বাংলাদেশ : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

ভূমিকম্পে কেঁপে উঠল চিলি-আর্জেন্টিনা, সুনামির সতর্কতা জারি