প্রথমবারের মতো রেকর্ড ৩৫০০ ডলারে পৌঁছালো সোনার দাম
২২ এপ্রিল ২০২৫, ০৪:২৮ পিএম | আপডেট: ২২ এপ্রিল ২০২৫, ০৪:৩১ পিএম

মঙ্গলবার (২২ এপ্রিল) ইতিহাসে প্রথমবারের মতো সোনার দাম প্রতি আউন্স ৩ হাজার ৫০০ মার্কিন ডলার ছুঁয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেডারেল রিজার্ভের প্রধান জেরোম পাওয়েলকে নিয়ে প্রকাশ্যে সমালোচনা করার জেরে বিনিয়োগকারীদের উদ্বেগ আরও বেড়েছে। এর প্রভাবে সোনার দাম বাড়ছে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময় বিকেল ৩টা ৯ মিনিটে বিশ্ববাজারে স্পট গোল্ডের দাম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৪৫২ দশমিক ১৫ ডলারে দাঁড়িয়েছিল। তার কিছুক্ষণ আগেই এর দাম পৌঁছেছিল রেকর্ড ৩ হাজার ৫০০ দশমিক ০৫ ডলারে। এদিন যুক্তরাষ্ট্রের সোনার ফিউচার মূল্য ১ দশমিক ২ শতাংশ বেড়ে দাঁড়ায় ৩ হাজার ৪৬৪ দশমিক ৫০ ডলার।
বিশ্ববাজারে সোনার দাম বাড়ছে কেন?
জার্মানির হেরায়াস মেটালসের মূল্যবান ধাতু ব্যবসায়ী আলেকজান্ডার জুম্ফে বলেন, সোনার দামের সাম্প্রতিক এই ঊর্ধ্বগতির মূল কারণ প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে ফেড চেয়ারম্যান পাওয়েলের ওপর প্রকাশ্য আক্রমণ। রাজনৈতিক অনিশ্চয়তা ও আর্থিক নীতির উদ্বেগ অব্যাহত থাকায় সোনার চাহিদা আরও বাড়তে পারে।
তিনি আরও জানান, এখন সোনার দামে ৩ হাজার ৪৫০ এবং ৩ হাজার ৪০০ ডলার হলো গুরুত্বপূর্ণ সহায়ক স্তর। মানসিকভাবে পরবর্তী লক্ষ্য হচ্ছে ৩ হাজার ৬০০ ডলার।
ট্রাম্প সম্প্রতি সুদের হার কমানোর দাবিতে ফেড চেয়ারম্যানের ওপর চাপ সৃষ্টি করেন। এতে সোমবার ওয়াল স্ট্রিটে শেয়ারবাজারে প্রায় ২ দশমিক ৪ শতাংশ পতন ঘটে এবং ডলারের দাম তিন বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নামে। ডলারের দাম কমে যাওয়ায় অন্য দেশের ক্রেতাদের জন্য সোনার দাম তুলনামূলক কমে আসে।
স্টোনএক্স-এর বিশ্লেষক রোনা ও’কনেল বলেন, সাধারণত শেয়ারবাজারে এমন পতনের সময় বিনিয়োগকারীরা সোনা বিক্রি করেন। কিন্তু এবার উল্টো চিত্র দেখা গেছে—বিনিয়োগকারীরা বরং সোনার দিকেই ছুটছেন।
এ বছর এখন পর্যন্ত সোনার দাম প্রায় এক-তৃতীয়াংশ বেড়েছে। বিশ্বব্যাপী আর্থিক ও ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার সময় সাধারণত সোনাকে নিরাপদ সম্পদ হিসেবে বিবেচনা করা হয়।
এদিন, স্পট সিলভারের দাম ০ দশমিক ৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩২ দশমিক ৪১ ডলারে। এছাড়া প্লাটিনামের দাম ০ দশমিক ৭ শতাংশ বেড়ে হয়েছে ৯৬৮ দশমিক ১৫ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৮ শতাংশ বেড়ে পৌঁছেছে ৯৪২ দশমিক ৬৭ ডলারে।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

বেড়ানোর কথা বলে নারী শিশু পাচারের চেষ্টা, ভারতীয় পাচারকারী আটক

যদি কিন্তু অথবা ছাড়া আ. লীগকে নিষিদ্ধ করতে হবে: হাসনাত

কাশ্মীর হামলার গোপন নথি ফাঁস! সরাসরি জড়িত ভারত, কি বলছে আন্তর্জাতিক গণমাধ্যম?

গাজা সাংবাদিকদের জন্য বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্থান: আরএসএফ

বাংলাদেশ সীমান্তে ভারতীয় নিরাপত্তা জোরদার, শুরু যৌথ টহল

মোদির কাশ্মীর ষড়যন্ত্র প্রকাশ করলো আল-জাজিরা

মহেশপুর সীমান্তে আবারো বিএসএফের গুলিতে এক বাংলাদেশী আহত

আনোয়ারায় সিইউএফএল বাজারে আগুন, পুড়ল দুই দোকান

আড়াইহাজারে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট

এরদোয়ানকে অপমানের অভিযোগে সুইডিশ সাংবাদিকের ১১ মাস কারাদণ্ড

সোমবার দেশে ফিরবেন খালেদা জিয়া

জেনেভা আলোচনায় সাইপ্রাসে নতুন সমাধানের ইঙ্গিত

বনানীতে বেপরোয়া গাড়ির চাপায় প্রাণ গেল পথচারীর

শরীর থেকে পুরো বিচ্ছিন্ন হয়ে যাওয়া হাত অবিশ্বাস্যভাবে জোড়া লাগালো চীনের চিকিৎসকরা!

আমিরাতের শাসক পরিবারের সঙ্গে ট্রাম্পের ক্রিপ্টো ফার্মের চুক্তি চূড়ান্ত

ফাঁস হয়েছে শুটিং দৃশ্য, স্যোশাল মিডিয়ায় ভাইরাল 'তান্ডব'

উখিয়ায় হঠাৎ বেড়েছে খুনখারাবি: এপ্রিলে খুন ও অস্বাভাবিক মৃত্যু ১৫

গাজায় নতুন করে ৪ লাখ ২৩০০০ হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত

গাজার যুদ্ধাহত দুই শিশু চিকিৎসার জন্য যুক্তরাজ্যে পৌঁছেছে

যুক্তরাষ্ট্র-ইরান পরমাণু আলোচনা স্থগিত