ভয়েস অব আমেরিকা বন্ধে ট্রাম্পের প্রচেষ্টা আটকে দিলেন বিচারক
২৩ এপ্রিল ২০২৫, ১০:২০ এএম | আপডেট: ২৩ এপ্রিল ২০২৫, ১০:২২ এএম

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সংবাদ পরিষেবা ভয়েস অব আমেরিকা বন্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টা আটকে দিয়েছেন মার্কিন এক বিচারক।
তিনি জানিয়েছেন, ট্রাম্প বেআইনিভাবে ভয়েস অব আমেরিকার কার্যক্রম বন্ধ করে দিয়েছেন।
এর আগে গত মার্চের মাঝামাঝিতে ভয়েস অব আমেরিকার ১৩০০ জনেরও বেশি কর্মীকে ছুটিতে পাঠানো হয়েছিল।
বুধবার (২৩ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
সংবাদমাধ্যমটি বলছে, ভয়েস অব আমেরিকার কার্যক্রম বন্ধে ট্রাম্পের উদ্যোগকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের এক বিচারক।
মার্কিন ফেডারেল ওই বিচারক জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেআইনিভাবে ভয়েস অব আমেরিকার কার্যক্রম বন্ধ করে দিয়েছেন।
কংগ্রেস-গঠিত এবং রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত এই আন্তর্জাতিক সংবাদমাধ্যমটি ৮৩ বছর ধরে বিশ্বজুড়ে সংবাদ প্রচার করে আসছে।
মঙ্গলবার দেওয়া রায়ে যুক্তরাষ্ট্রের জেলা বিচারক রয়স ল্যাম্বার্থ নির্দেশ দিয়েছেন, ট্রাম্প প্রশাসন যেন ভয়েস অব আমেরিকার পূর্বের সক্ষমতা পুনরায় ফিরিয়ে আনে—বাজেট কাটছাঁট এবং ব্যাপক কর্মী ছাঁটাইয়ের আগে যেভাবে সংবাদমাধ্যমটি কাজ করছিল।
এর আগে গত মার্চে ভয়েস অব আমেরিকা আদালতে জানায়, তাদের ১৩০০ জন কর্মীকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে।
ট্রাম্প প্রশাসনের দাবি ছিল, এই সংস্থা “বামপন্থি পক্ষপাতিত্ব” করে এবং যথেষ্ট “আমেরিকানপন্থি” নয়। তবে ভয়েস অব আমেরিকার আইনজীবীরা বলেন, তারা সত্যনিষ্ঠ, নিরপেক্ষ এবং বস্তুগত সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ।
বিচারক ল্যাম্বার্থ আরও দুটি সংবাদমাধ্যম — রেডিও ফ্রি এশিয়া এবং মিডল ইস্ট ব্রডকাস্টিং নেটওয়ার্কস — যারা একইভাবে রাষ্ট্রীয় অর্থায়নে চলে, সেগুলোর সক্ষমতাও ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছেন।
তবে রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টি এবং ওপেন টেকনোলজি ফান্ড–এর ক্ষেত্রে একই রকম আবেদন নাকচ করেছেন বিচারক।
রায়ে বিচারক বলেন, ভয়েস অব আমেরিকা বন্ধের পেছনে ছিল “অবিবেচনাপ্রসূত, তড়িঘড়ি করে নেওয়া সিদ্ধান্ত”, যা প্রমাণ করে প্রশাসনের উদ্দেশ্য ছিল রাজনৈতিক মতাদর্শ অনুযায়ী প্রতিষ্ঠানের পুনর্গঠন।
ট্রাম্প ও তার ঘনিষ্ঠরা এমন প্রতিষ্ঠানগুলোকে “বামপন্থি” কিংবা “আমেরিকাবিরোধী” মনে করে বাজেট কাটছাঁট করছেন এবং আদর্শিকভাবে নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এদিকে এই রায়কে মিডিয়া কর্মীদের সংগঠন একটি “শক্তিশালী বার্তা” হিসেবে দেখছে, যা স্বাধীন সাংবাদিকতার গুরুত্ব এবং গণতন্ত্র রক্ষায় এর ভূমিকা তুলে ধরে।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন

‘দেশের প্রচলিত আইনে শ্রমিকেরা পুঁজিপতিদের ক্রীতদাসে পরিণত হয়েছে’

শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় মজুরি কমিশন গঠনের দাবি জাগ্রত পার্টির

শেরপুরে ভারতীয় চিনি, মদ ও গাজাসহ গ্রেপ্তার ৫

জিয়াউর রহমান ছিলেন শ্রমিকদের প্রকৃত বন্ধু: নুরুজ্জামান লিটন

মুরাদনগর নোমান কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি হলেন শরীফুল ইসলাম

বর্ণিল আয়োজনে পটুয়াখালীতে মহান মে দিবস পালিত

পটুয়াখালীতে জেলা শ্রমিক দলের আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

চাকরি হারানো তিন সাংবাদিককে ধুয়ে দিলেন ব্যারিস্টার ফুয়াদ

শ্রমিকদের স্বার্থ রক্ষায় পাশে থাকবে বিএনপি : ওয়াহাব আকন্দ

গণঅভ্যুত্থানে আহত ও নিহত শ্রমিকদের স্মরণ ও আ‘লীগ নিষিদ্ধের দাবি করলো সিলেটে এনসিপি

টঙ্গীতে বজ্রপাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

কৃষিকে এগিয়ে নিয়ে যেতে হবে নতুন টেকনোলজির মাধ্যমে- ড. মো. মোস্তাফিজুর রহমান

বাংলাদেশ পুলিশ সার্ভিসের নতুন কমিটি সভাপতি নাজমুল সম্পাদক আনিসুজ্জামান

মুজিবনগরে কৃষকের ৩০০ ড্রাগন গাছ কেটে দিল দুর্বৃত্তরা

“বিক্ষোভে নতি, রুয়া নির্বাচনে ফেরার আভাস: কালই গঠিত হচ্ছে নতুন অ্যাডহক কমিটি”

সিলেটে লাল পতাকা মিছিল করলো সমাজতান্ত্রিক ফ্রন্ট

সীমান্তে আরাকান আর্মির কার্যক্রমে অসন্তুষ্ট মানুষ

নেত্রকোনার মোহনগঞ্জে ধান কাটতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

এবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে বরখাস্ত করলেন ট্রাম্প

জনগণ নির্বাচন ঠেকাতে চাওয়া শক্তিকে ক্ষমা করবে না: আমীর খসরু