কোমল ব্যবহার, একটি বিলুপ্তপ্রায় চারিত্রিক বৈশিষ্ট্য-১
১৮ আগস্ট ২০২৩, ১২:০৪ এএম | আপডেট: ১৮ আগস্ট ২০২৩, ১২:০৪ এএম

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন : জান্নাতে এমন অপূর্ব কিছু বালাখানা থাকবে, যার ভেতর থেকে বাহিরের এবং বাহির থেকে ভেতরের দৃশ্য দেখা যাবে। আবু মুসা আশআরী (রা.) প্রশ্ন করলেন, ইয়া রাসূলাল্লাহ এই বালাখানাগুলো কাদের জন্য? নবীজি উত্তর দিলেন, ‘যারা কোমল ভাষায় কথা বলে, খাদ্যহীনকে খাদ্য দান করে এবং গভীর রাতে মানুষ যখন গভীর নিদ্রায় বিভোর, তখন আল্লাহর সামনে নামাজে দাঁড়িয়ে থাকে’। (মুসনাদে আহমদ : হাদিস ১৭৩)।
অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘নম্র কথা সদকার সমতুল্য এবং নামাজের দিকে প্রতিটি পদক্ষেপ একেক সদকার সমতুল্য। (মুসনাদে আহমদ : ২/২১৩)। অন্য হাদিসে এসেছে, যারা নম্রতা বজায় রাখে এবং মানুষের সাথে মিলেমিশে থাকে, জাহান্নামের জন্য তাদেরকে হারাম করে দেওয়া হয়েছে। (মুসনাদে আহমদ : ১/৪১৫)।
এখানে তিনটি হাদিস পেশ করা হয়েছে। এই হাদিসগুলোতে গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। তবে যে বিষয়টি তিনটি হাদিসেই রয়েছে তা হলো অন্যের সঙ্গে কোমল ভাষায় কথা বলা এবং নম্র আচরণ করা। এই গুণটি মানুষকে একটি ব্যতিক্রমী মাহাত্ম্য প্রদান করে এবং চারপাশের মানুষ তাকে ভালোবাসতে আরম্ভ করে। আমাদের সমাজে কোমল ভাষায় কথা বলাকে ভদ্রতার অংশ গণ্য করা হয়। তবে এ ভদ্রতাটুকু বিশেষ বিশেষ ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকতে দেখা যায়।
ইসলামি শিক্ষার সফলতা হলো, ইসলাম এই বিষয়টিকে দুই-চার ক্ষেত্রে আচরিত ভদ্রতা হিসেবে দেখতে চায়নি; বরং একটি চারিত্রিক বৈশিষ্ট্যরূপে মানব স্বভাবের অংশ বানিয়ে দিতে চেয়েছে। সকল স্বার্থচিন্তার ঊর্ধ্বে ওঠে মুসলমান সবার সঙ্গেই কোমল আচরণ করবে। যার কাছে কোনো প্রয়োজন আছে তার সঙ্গেও, যার কাছে প্রয়োজন নেই তার সঙ্গেও। ক্ষমতা ও প্রতিপত্তির অধিকারী লোকদের সঙ্গেও, অধীন ও দুর্বল শ্রেণির সঙ্গেও।
কেননা মুসলমানদের সুন্দর ব্যবহার পার্থিব স্বার্থচিন্তা দ্বারা নিয়ন্ত্রিত হয় না; বরং তা নিয়ন্ত্রিত হয় আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রেরণা দ্বারা। উপরের হাদিসগুলোতে এ কথাটি পরিষ্কার ভাষায় উল্লেখিত হয়েছে। আমরা যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোত্তম আদর্শরূপে বিশ্বাস করে থাকি তাই আমাদের উচিত তার শিক্ষা পরিপূর্ণ আস্থা ও ভালোবাসার সঙ্গে গ্রহণ করা।
অন্যথায় আমাদের চারিত্রিক দৈন্য কখনো ঘুচবে না এবং আমাদের আচার-আচরণ থেকে ইসলামি বৈশিষ্ট্য প্রকাশ পাবে না। বর্তমান সময়ে ভদ্রতার যে নিয়মগুলো রয়েছে শুধু সেগুলো দ্বারা আমাদের আচার-আচারণ সংশোধিত হবে এমন ভাবাটা বোধ হয় ঠিক হবে না। কিছু দৃষ্টান্ত উল্লেখ করছি। আমাদের যাতায়াতের ক্ষেত্রে একটি পরিচিত শব্দ হলো; ‘লোকাল বাস’ ঢাকার বাসিন্দাদের বিরাট এক অংশ এই বাসের নিয়মিত যাত্রী।
এ বাসগুলোতে যে দৃশ্য সবসময় দেখা যায় তা হলো যাত্রী ও কন্ট্রাক্টারের বচসা। বাসের কন্ট্রাকটাররা সব সাধু একথা বলছি না। তাহলে তো ওরা আর কন্ট্রাকটারী করত না। কিন্তু বিনা দোষেও যে ওরা অহরহ খারাপ ব্যবহার পেয়ে থাকে তা কিন্তু অস্বীকার করা যায় না। লোকাল বাসে কী পরিমাণ ভিড় হয় তা ভুক্তভোগীরা সবাই জানে। এত মানুষের চেহারা মনে রাখা বেচারা কন্ট্রাক্টারের পক্ষে কখনো সম্ভব নয়।
কিন্তু আমরা লোকাল বাসের যাত্রীরা তার ওপর এই কঠিন দায়িত্বটাই চাপিয়ে দেই। যদি সে কারো চেহারা ভুলে যায় এবং তার কাছে দ্বিতীয়বার ভাড়া চায় তখন সে হুঙ্কার দিয়ে বলে ওঠে-ভাড়া কয়বার দিবো। অনেককে দেখেছি, এই অবস্থায় চুপচাপ বসে থাকে। কোনো উত্তর দেয় না। কন্ট্রাক্টর বুঝতে পারে না সে ভাড়া দিয়েছে কি দেয়নি। তখন সে আবার ভাড়া দাবি করে এবং আবার।
এক পর্যায়ে যাত্রী লোকটা চরমভাবে উত্তপ্ত হয়ে ওঠে এবং গালিগালাজ শুরু করে। অথচ ব্যাপারটা এমন কঠিন কিছু ছিল না, বলে দিলেই চলত যে, ভাড়া দিয়েছি। তা না করে যা করা হলো একে সুন্দর আচরণ বলা যায় না। এটাই হলো রুক্ষতা। হাদিস শরিফে একে নিষেধ করা হয়েছে।
বিভাগ : শান্তি ও সমৃদ্ধির পথ ইসলাম
মন্তব্য করুন
আরও পড়ুন

পাকিস্তানের পাঞ্জাবে জরুরি অবস্থা ঘোষণা

রুদ্ধশ্বাস লড়াইয়ে বার্সেলোনাকে হারিয়ে ফাইনালে ইন্টার মিলান

ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদরদপ্তরে হামলার দাবি পাকিস্তানের

নিরপত্তা কমিটির সঙ্গে বৈঠক, কঠোর পাল্টা জবাবের হুঁশিয়ারি পাক প্রধানমন্ত্রীর

ভারতের দুটি যুদ্ধবিমান ধ্বংসের দাবি পাকিস্তানের

পাকিস্তানের তিন শহরে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা,নিহত অন্তত ৭

চাদরে মোড়ানো নিরাপত্তায় ফিরোজায় পৌঁছালেন খালেদা জিয়া

অভিন্ন নিয়োগ বিধিমালা চায় না কর্মচারী অ্যাসোসিয়েশন

নারায়ণগঞ্জে হকার হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

জামায়াত নেতা আজহারের আপিলের পরবর্তী শুনানি কাল

পুলিৎজার পুরস্কার পেল রয়টার্স, নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট

ডিবির হারুনের ঘনিষ্ঠ জাহাঙ্গীর ও রাজশাহীর দুই সাবেক চেয়ারম্যানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

বেগম খালেদা জিয়া সুস্থ অবস্থায় দেশে ফেরায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায়

নোয়াখালী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কমিটি ঘোষণা

সাম্রাজ্যবাদী গোষ্ঠী আলেমদের বিরুদ্ধে উগ্র নারীবাদীকে লেলিয়ে দিয়েছে

হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় মামলা হুকুমের আসামি সাবেক মন্ত্রী ও মেয়র

শ্যামল দত্তের জামিন প্রশ্নে রুল

সোনারগাঁওয়ে প্রাইভেটকার দিয়ে ৭ লাখ ৪০ হাজার টাকা ছিনতাই

রূপগঞ্জে উচ্ছেদ অভিযানে সরকারি জমি দখলমুক্ত

বীর মুক্তিযোদ্ধা আর কে চৌধুরীর ৮৪তম জন্মদিন আজ