কোমল ব্যবহার, একটি বিলুপ্তপ্রায় চারিত্রিক বৈশিষ্ট্য-২
১৮ আগস্ট ২০২৩, ১১:৩৪ পিএম | আপডেট: ১৯ আগস্ট ২০২৩, ১২:০০ এএম

বর্তমান যুগটা হলো মোবাইলের যুগ। এখন মোবাইলবিহীন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। যারা মসজিদে নামাজ পড়তে আসেন তাদের অনেকের কাছেও মোবাইল আছে। এ জন্য যেকোনো মসজিদের দেওয়ালে একটি বিজ্ঞপ্তি দেখা যায়। নামাজের সময় মোবাইল ফোন বন্ধ রাখুন। মসজিদে আগত মুসল্লিরা মোবাইল বন্ধ করেই নামাজ শুরু করেন। কিন্তু কখনো কেউ হয়তো ভুলে গেল এবং দুর্ভাগ্যক্রমে তার মোবাইল ফোন বেজে উঠল তখন তার মানসিক অবস্থা কেমন হয় তা সহজেই অনুমেয়।
এক্ষেত্রে নামাজ শেষ হওয়ার পর সাধারণত যা হতে দেখা যায় তা খুবই দুঃখজনক। আমরা তাকে অনেক বেশি শাস্তি দিয়ে ফেলি। নামাজের সালাম ফিরানোর সাথে সাথে সবাই তার দিকে অদ্ভুদ বিরক্তিমাখা দৃষ্টিতে তাকাতে থাকে। কেউ কেউ তো সবার সামনেই তাকে বকাঝকা করতে থাকে। কটুক্তি এবং কটাক্ষও চলতে থাকে। সব মিলিয়ে এমন এক অবস্থা সৃষ্টি করা হয় যেন সে এইমাত্র পৃথিবীর সবচেয়ে বড় অপরাধটি সংঘটিত করেছে। বলাবাহুল্য, এই আচরণ মোটেই ঠিক নয়।
তবে যারা নামাজে মোবাইল বন্ধ রাখতে অবহেলা করে তাদেরকে সতর্ক করতে হবে। কিন্তু তা নরম ভাষায় হওয়া চাই মসজিদের ভেতর আরও একটি দৃশ্য দেখা যায়। তা হলো, কোনো মুসল্লি হয়তো ফরজ নামাজ শেষ করে বাইরে যাওয়ার চেষ্টা করছেন, তার কোনো প্রয়োজন রয়েছে কিংবা তিনি বাসায় গিয়ে সুন্নত পড়বেন। এবং তার পেছনেও কোনো মাসবুক নেই।
তারপরও দেখা যায়, পেছনের কাতারে কেউ কেউ খামোখাই চিৎকার শুরু করেÑ পাগল নাকি। মসজিদ থেকে বের হওয়ার জন্য এত অস্থির হয়েছেন কেন? মসজিদে থাকতে ভালো লাগে না? ইত্যাদি। একজন নামাজী মানুষের সঙ্গে এই রুক্ষ্ম আচরণ কতটুকু উচিত হলো? তাকে বের হওয়ার জায়গা করে দিলেই তো ঝামেলা মিটে যেত। তা না করে যা করা হলো হাদিস শরিফের ভাষায় একেই বলে রুক্ষতা। এটা অবশ্যই পরিহার করতে হবে। যেহেতু জামাতের নামাজে অনেক ধরনের লোক যাকে তাই-ফরজ নামাজের পর সাথে সাথে সুন্নতের নিয়ত না করে কিছুক্ষণ বিলম্ব করা উচিত, যাতে সামনের কারও প্রয়োজন হলে পেছনে যেতে পারে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ও আদর্শ সকল যুগের সকল মানুষের জন্য সমানভাবে প্রযোজ্য। কিন্তু বর্তমানে যে সময়টা আমরা অতিক্রম করছি, এ সময় রাসূলের একেকটি আদর্শ আমাদের বড় বেশি প্রয়োজন। রাসূলের একটি মাত্র আদর্শের প্রশিক্ষণ নিয়েই আমরা যারা দুঃসহ জটিলতার আবর্তে ঘুরপাক খাচ্ছি তারা মুক্ত বাতাসে নিঃশ্ব^াস ফেলতে পারি।
আমাদের পারিবারিক ও সামাজিক বিভিন্ন সমস্যার সূত্রপাত হয় কথা ও আচরণ থেকে। আমাদের কথা যদি সংযত হয়, শালীন ও মার্জিত হয়, নম্র ও নমনীয় হয়, তাহলে অবাঞ্ছিত অনেক জটিলতা থেকে মুক্ত থাকা যাবে। শেষ কথা হলো, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী ও সিরাত নিয়ে অনেকেই অনেকভাবে চর্চা করেছেন।
সিরাত-চর্চার অনেক পদ্ধতি যুগে যুগে নবী-প্রেমিকরা আবিষ্কার করেছেন। আসুন আমরা সীরাত-চর্চার সর্বোত্তম পন্থাটি অবলম্বন করি। রাসূলের জীবনকে নিজেদের জীবনের জীবন্ত গ্রন্থে লিপিবদ্ধ করি। আমাদের জীবন-গ্রন্থের একেকটি পাতায় রাসূলের জীবনের একেকটি আদর্শের জীবন্ত রূপ তুলে ধরি।
বিভাগ : শান্তি ও সমৃদ্ধির পথ ইসলাম
মন্তব্য করুন
আরও পড়ুন

পাকিস্তানের পাঞ্জাবে জরুরি অবস্থা ঘোষণা

রুদ্ধশ্বাস লড়াইয়ে বার্সেলোনাকে হারিয়ে ফাইনালে ইন্টার মিলান

ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদরদপ্তরে হামলার দাবি পাকিস্তানের

নিরপত্তা কমিটির সঙ্গে বৈঠক, কঠোর পাল্টা জবাবের হুঁশিয়ারি পাক প্রধানমন্ত্রীর

ভারতের দুটি যুদ্ধবিমান ধ্বংসের দাবি পাকিস্তানের

পাকিস্তানের তিন শহরে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা,নিহত অন্তত ৭

চাদরে মোড়ানো নিরাপত্তায় ফিরোজায় পৌঁছালেন খালেদা জিয়া

অভিন্ন নিয়োগ বিধিমালা চায় না কর্মচারী অ্যাসোসিয়েশন

নারায়ণগঞ্জে হকার হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

জামায়াত নেতা আজহারের আপিলের পরবর্তী শুনানি কাল

পুলিৎজার পুরস্কার পেল রয়টার্স, নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট

ডিবির হারুনের ঘনিষ্ঠ জাহাঙ্গীর ও রাজশাহীর দুই সাবেক চেয়ারম্যানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

বেগম খালেদা জিয়া সুস্থ অবস্থায় দেশে ফেরায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায়

নোয়াখালী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কমিটি ঘোষণা

সাম্রাজ্যবাদী গোষ্ঠী আলেমদের বিরুদ্ধে উগ্র নারীবাদীকে লেলিয়ে দিয়েছে

হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় মামলা হুকুমের আসামি সাবেক মন্ত্রী ও মেয়র

শ্যামল দত্তের জামিন প্রশ্নে রুল

সোনারগাঁওয়ে প্রাইভেটকার দিয়ে ৭ লাখ ৪০ হাজার টাকা ছিনতাই

রূপগঞ্জে উচ্ছেদ অভিযানে সরকারি জমি দখলমুক্ত

বীর মুক্তিযোদ্ধা আর কে চৌধুরীর ৮৪তম জন্মদিন আজ