ঢাকা   শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫ | ৩ মাঘ ১৪৩১

প্রশ্ন : সৃষ্টিকর্তার নৈকট্য লাভের দর্শন কি সুফিবাদ?

Daily Inqilab ইনকিলাব

১২ ডিসেম্বর ২০২৪, ১২:০০ এএম | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪, ১২:০০ এএম

সুফিবাদ হলো একপ্রকার ইসলামি আধ্যাত্মিক দর্শন। আত্মার পরিশুদ্ধি অর্জনের মাধ্যমে মহান আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনই হলো এই তত্ত্বের মর্মকথা। সর্বক্ষণ সৃষ্টিকর্তাকে স্মরণ করার মাধ্যমে কলবকে কলুষমুক্ত করে তাঁর সানিধ্য অর্জনই সুফিবাদের প্রকৃত লক্ষ্য। এই বিশাল বাংলায় সুফিবাদের সগৌরব উপস্থিতি দীর্ঘকালের। কখনো প্রকাশ্য, কখনো প্রচ্ছন্ন, কখনো প্রগলভ, কখনো আবার প্রতীকে-প্রত্যয়ে মরমি ভাবধারার বাউল কবির কণ্ঠে, সাঁইজির আখড়ায় আপাত শ্রুত বলে মনে হলেও সেই প্রাচীন উপনিষদকালেও তাঁদের ধ্যান ও দর্শনের মধ্যে সুফিতত্ত্বের যোগসূত্রের সন্ধান মিলবে। ভলগা থেকে গঙ্গায় যে স্রোতধারা শতসহস্র বছরের বহমান, তার মধ্যে যাতায়াত ঘটেছে এই দর্শন আচারী আবহের। সুফি সাধক মাওলানা জালালউদ্দিন রুমি’র অমীয় বাণী বাংলার পথে-প্রান্তরে চারণ কবি’র কণ্ঠেই কেবল নয় নিভৃতচারী সাধক, কর্মবীর আর মুখরিত মানুষের মুখে মুখেও ফিরেছে। আমাদের জীবনমানে, ধ্যান-জ্ঞানে, প্রত্যয় ও প্রত্যাশায়, চাওয়া-পাওয়ার মাঝে মরমি ধ্যান-ধারণার বলিষ্ঠ উপস্থিতি রয়েছে যা হয়তো এক কথায় বলে শেষ করা যাবে না।

বাংলাদেশের সুফি চর্চার বহু পুরোধা ছিলেন যাঁরা নিজেদের আজীবন সুফি সাধনায় আত্মনিয়োজিত রেখেছেন। তবে কেবলই মরমি চর্চায় নিজেদের আধ্যাত্মিকতা, অধ্যয়ন, অধ্যবসায়, আচার-আনুষ্ঠানিকতা সীমাবদ্ধ রাখেন নি বরং সুফি চর্চার ছোঁয়ায় অগণিত রচনাবলির দ্বারা বাংলা শিল্প-সাহিত্যকে করেছেন আরও সমৃদ্ধ! সুফি সাধনা মূলত মুক্তবুদ্ধির সত্যিকারের জাগরণ ঘটায়। ধর্মের সহিত কর্মের সংযোগ-সমন্বয় সাধন করে জীবনকে করে তোলে অর্থবহ এবং সর্বোপরি তাৎপর্যম-িত। প্রকারন্তরে এই আদর্শ মানুষকে ধর্মীয় গোঁড়ামি রহিত করে মানবিক মূল্যবোধের আদর্শে উজ্জীবিত করতে সহায়তা করে। আর এসবকিছুর মিশেলই হলো সুফি সাধনার অন্তর্নিহিত বাণী। প্রকৃতপক্ষে ঠিক এ কারণেই সুফি সাধকরা যুগে যুগে মুক্তবুদ্ধির মানুষ হিসেবেই আখ্যায়িত ছিলেন। তাঁরা সার্বিক সাংস্কৃতিক বিকাশ ও সম্প্রদায়গত বিভেদ-বিভাজন রহিত উদার, উন্মুক্ত মনোভাব-মনোভঙ্গির বিকাশকেই প্রাধান্য দিয়ে গেছেন।

ধর্ম আর কর্মের মধ্যে যোগসূত্র স্থাপনই সুফিবাদের সারকথা। আমরা জানি, চিন্তা থেকেই কাজের উৎপত্তি ঘটে। যেরূপ ভাবনা সেরূপই তার বাস্তবায়ন। আমাদের মনে বাস করেন এক কর্মবিধায়ক আর যাঁর আবাস-অবগাহনের সুতা গাঁথা থাকে আরেক সূত্রে। ভাববাদীরা যাকে বলে আদিবাস কিংবা আরশে মহল্লা, সেখানে সে থাকে প্রভু নিরঞ্জনের নিরন্তর তত্ত্বাবধানে। আর এদিকে তাঁর ছায়া ‘(মানবদেহ) খাঁচার ভিতর অচিন পাখি’ হয়ে বারবার আসা-যাওয়া করে। তার পায়ে বেড়ি পরাবার চেষ্টা করা হলেও তাকে বাঁধা যায় না। কেননা তার মূল সুখ বাঁধা আছে আরশে মহল্লায়। তার প্রতিফলন ঘটে আট কুঠুরি নয় দরজার মধ্যে, অচিন এই পাখিটির পিঞ্জরায়। বাঁশির সুর শুনে সে কেবলই ছটফট করে। নিত্য যোগাযোগ হয় তার সাথে। কিন্তু সেই যোগাযোগের অবকাঠামো অনুধাবনে সবার জ্ঞান সমান হয় না। বস্তুত, আয়নায় ধুলার আস্তর পড়লে প্রতিবিম্ব কখনোই পরিস্কার ফুটে ওঠে না। মরমি সাধকরা তাঁদের মনের আয়না সর্বদা পরিস্কার রাখতে সদা তৎপর থাকেন। আর বাকি দশজনের চাইতে তাঁদের যোগাযোগের জ্যোতি ও ক্ষমতা অনেক বেশি গতিময়।

বাংলাদেশের মানুষ আবহমান কাল থেকেই ধর্মভীরু। সুদূর প্রাচীন কাল থেকেই এতদঞ্চলে খ্যাতিমান ওলি-আউলিয়া, সুফি সাধকদের অবিরাম প্রচারের দরুন ইসলাম ধর্মের প্রসার ঘটেছে। নির্মোহ, নির্লোভ, নিঃস্বার্থ, নিরহংকারী আর অন্যের জন্য সবসময় নিবেদিত ও সৃষ্টির সেবায় জীবন উৎসর্গকারী এইসব মহান সুফি, পীর ও দরবেশদের পরিচ্ছন্ন, নির্মল ও সহজ-সরল জীবনযাপন মানুষকে শান্তির ধর্ম ইসলামের প্রতি ব্যাপকভাবে প্রভাবিত ও আকর্ষণ করেছে। তাঁদের এরূপ অনুপম চারিত্রিক মাধুর্য, ব্যক্তিত্বের জাদুময়ীতাই এই দেশে ইসলামের ভিতকে আরও সুদৃঢ় ও শক্তিশালী করেছে। আর তাঁদের প্রভাবেই ধর্মপ্রাণ বাঙালি মুসলমানরা যুগ যুগ ধরে বাস্তব জীবনে প্রেমময় ইসলামের সুফিবাদী ভাবধারাকে স্বতঃস্ফূর্তভাবে হৃদয়ে লালন-পালন করে আসছে।

সুফি সাধকরা বেছে নেন নিরলস সুফিতাত্ত্বিক গবেষণা, মসনবী চর্চা ও সুফি দর্শনের আলোকে মানবচিত্তে শান্তির খোরাক বিতরণের পথকে। আর তা করতে গিয়েই তাঁরা সুফিতত্ত্বের গভীরে প্রবিষ্ট হন, কুড়িয়ে আনেন অমূল্য সব রতœরাজি! তাঁরাই সর্বতোভাবে উদার ধর্মবোধে বিশ্বাসী ও সাম্প্রদায়িকতা রহিত মূল্যবোধের ধারক ও বাহক। সুফিবাদী সাধকরা ধর্মকে শান্তির উৎস হিসেবে দেখেন এবং সকলের কাছে তুলেও ধরেন। তাঁদের আধ্যাত্মবাদ জনসাধারণকে ভীষণভাবে অনুপ্রাণিত করে। তাঁদের ভাবধারায় সমসাময়িক প্রাসঙ্গিকতা মানবজাতির জন্য এক নুতন অর্থ ও ব্যঞ্জনা বয়ে আনে।

লেখক: আসিফ আল মাহমুদ, গকেষক ও কলামিস্ট।

 


বিভাগ : ইসলামী প্রশ্নোত্তর


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

ফজর ও আসরের নামাজের পর জানাযার নামাজ পড়া প্রসঙ্গে।
মুসাফির থাকাবস্থায় ভুলক্রমে কসর না পড়ে পুরো নামাজ পড়ে ফেলা প্রসঙ্গে।
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
প্রশ্ন: চিন্তা কি অপরাধ?
হাত, পা ও বুকের লোম কাটা প্রসঙ্গে।
আরও

আরও পড়ুন

শেরপুরে প্রবীণ হিতৈষী সংঘের শীতবস্ত্র বিতরণ

শেরপুরে প্রবীণ হিতৈষী সংঘের শীতবস্ত্র বিতরণ

সিংগাইরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

সিংগাইরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

ঢাবি প্রক্টরের সঙ্গে বাম ছাত্রনেতাদের মারমুখি আচরণ

ঢাবি প্রক্টরের সঙ্গে বাম ছাত্রনেতাদের মারমুখি আচরণ

মুদ্রাস্ফীতি ও ভ্যাট বাড়ানোর ইস্যুতে শনিবার বিএনপির সংবাদ সম্মেলন

মুদ্রাস্ফীতি ও ভ্যাট বাড়ানোর ইস্যুতে শনিবার বিএনপির সংবাদ সম্মেলন

নৌঘাটের চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ নৌপরিবহন উপদেষ্টার

নৌঘাটের চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ নৌপরিবহন উপদেষ্টার

আন্তর্জাতিক সম্মাননা পেলেন জহিরুল ইসলাম

আন্তর্জাতিক সম্মাননা পেলেন জহিরুল ইসলাম

বাংলাদেশের সাথে সম্পর্ক ইতিবাচক দিকে এগিয়ে নিতে চায় ভারত

বাংলাদেশের সাথে সম্পর্ক ইতিবাচক দিকে এগিয়ে নিতে চায় ভারত

তিন দল নিয়ে হচ্ছে মেয়েদের বিপিএল

তিন দল নিয়ে হচ্ছে মেয়েদের বিপিএল

ইসরায়েলের মন্ত্রিসভায় গাজায় যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন

ইসরায়েলের মন্ত্রিসভায় গাজায় যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন

ইরানে হিফজ প্রতিযোগিতা: বিকলাঙ্গ হাফেজসহ বাদ ২ প্রার্থী

ইরানে হিফজ প্রতিযোগিতা: বিকলাঙ্গ হাফেজসহ বাদ ২ প্রার্থী

সিলসের ছোবল সামলে শাকিল-রিজওয়ানের দৃঢ়তা

সিলসের ছোবল সামলে শাকিল-রিজওয়ানের দৃঢ়তা

সুরেক্স’র কমিটি পরিচিতি ও বার্ষিক বনভোজন ৭ ফেব্রুয়ারি

সুরেক্স’র কমিটি পরিচিতি ও বার্ষিক বনভোজন ৭ ফেব্রুয়ারি

বকেয়া বেতনের দাবিতে নবীনগর- চন্দ্রা মহাসড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে নবীনগর- চন্দ্রা মহাসড়ক অবরোধ

বিএনপি চাঁদাবাজের দল নয়: দিপু হায়দার

বিএনপি চাঁদাবাজের দল নয়: দিপু হায়দার

তারকা হওয়ার সব গুনাবলী আছে নাহিদ রানার মধ্যে: আর্থার

তারকা হওয়ার সব গুনাবলী আছে নাহিদ রানার মধ্যে: আর্থার

গুমের তদন্ত করে বিচারের প্রতিশ্রুতি: অন্তর্বর্তী সরকারের প্রশংসা করল হিউম্যান রাইটস ওয়াচ

গুমের তদন্ত করে বিচারের প্রতিশ্রুতি: অন্তর্বর্তী সরকারের প্রশংসা করল হিউম্যান রাইটস ওয়াচ

বাংলাদেশের একটি আইসিসি ট্রফি দরকার: আর্থার

বাংলাদেশের একটি আইসিসি ট্রফি দরকার: আর্থার

নেপালি মেয়েকে ব্ল্যাকমেইল, যুবককে গ্রেফতার করলো সিআইডি

নেপালি মেয়েকে ব্ল্যাকমেইল, যুবককে গ্রেফতার করলো সিআইডি

ওমরাহ পালন করতে গিয়ে মতলবের বৃদ্ধের মৃত্যু

ওমরাহ পালন করতে গিয়ে মতলবের বৃদ্ধের মৃত্যু

বৈষম্যহীন দুর্নীতিমুক্ত বাংলাদেশ কায়েম না হওয়া পর্যন্ত থামবো না: ডা. শফিকুর রহমান

বৈষম্যহীন দুর্নীতিমুক্ত বাংলাদেশ কায়েম না হওয়া পর্যন্ত থামবো না: ডা. শফিকুর রহমান