ইবাদতের মওসুম রমজান
৩১ মার্চ ২০২৩, ০৮:৫২ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৮:৫৯ পিএম
আল্লাহ তাআলা এরশাদ করেন, আমি তোমাদেরকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। (সূরা যারিয়াত : ৫৬)। ইবাদতকারীকে আবেদ বলে, আর আবেদ ওই ব্যক্তি হয়, যার ভেতরে শরীর ও রুহের সমন্বয় ঘটেছে। কারণ যখন আমরা রুহের জগতে ছিলাম সেখানেও এবাদত ছিল না, আবার যখন আমাদের মৃত্যু হবে তখনো এবাদত থাকবে না। যদিও শরীর দীর্ঘদিন মাটির উপরে থাকে। শরীরকে সুস্থ, সবল ও সতেজ রাখাতে মাটি থেকে উৎপাদিত খাবার সরবরাহ করতে হয়। তেমনি ভাবে রুহকে সুস্থ সবল ও সতেজ রাখাতে আসমানী খাবার সরবরাহ করতে হয়। শরীরের উপযুক্ত খাবার উৎপাদনের জন্য অপেক্ষাকৃত উপযুক্ত কিছু মৌসুম আল্লাহ সৃষ্টি করেছেন। যেমন, শীতকালে কমলা, বড়ই, মাল্টা ইত্যাদি গরমের শুরুতে তরমুজ, জ্যৈষ্ঠ আষাঢ় মাসের দিকে আম, জাম, কাঁঠাল, লিচু ইত্যাদি এবং কিছু উর্বর ভূমি সৃষ্টি করেছেন যেমন, মরুভূমিতে কোন ফসল হয় না। অপরদিকে উর্বর ভূমি ও পলিযুক্ত মাটিতে অনেক ভালো ফসল হয়। আবার বিভিন্ন অঞ্চলের কিছু আঞ্চলিক শ্রেষ্ঠতম ফসল আছে, যেগুলো অন্য অঞ্চলে ভালো হয় না। যেমন, রাজশাহীর আম, দিনাজপুরের লিচু, যশোরের আমড়া, বরিশালের পেয়ারা, খুলনার নারিকেল ইত্যাদি । তেমনই ভাবে রুহের খাবার উৎপাদনের জন্যও অপেক্ষাকৃত কিছু উর্বর ভূমি রয়েছে। যেমন কেউ বাড়িতে একা নামাজ পড়লে এক ওয়াক্ত নামাজেরই সওয়াব পায়। অপরদিকে কেউ মসজিদে জামাতের সাথে পড়লে পঁচিশ থেকে সাতাশ গুন সওয়াব বেড়ে যায়। কেউ ওই একই নামাজ বাইতুল মোকাদ্দাসে পড়লে পাঁচ শত ওয়াক্ত নামাজের সওয়াব হয়। আবার সেটি মসজিদে নববীতে আদায় করলে এক হাজার ওয়াক্ত নামাজের সওয়াব, অন্য বর্ণনায় পঞ্চাশ হাজার ওয়াক্ত নামাজের সওয়াব পাওয়া যায় এবং বায়তুল্লাহ শরীফে আদায় করলে এক লক্ষ ওয়াক্ত নামাজের সওয়াব পাওয়া যায়। ঠিক তেমনি রুহের খাবারের জন্য বিশেষ কিছু মৌসুম রয়েছে, যখন আল্লাহ তায়ালার পক্ষ থেকে ক্ষমার দুয়ার খুলে দেয়া হয় ও অল্প আমলে অধিক শোয়াব পাওয়া যায়। যেমন ‘লাইলাতুন নিসফি মিন শাবান’ শাবানের ১৪তম রাত্রি অর্থাৎ শবে বরাতের রাত এই রাত্রে আল্লাহ তায়ালা অসংখ্য মানুষদেরকে মাফ করে দেন। অত:পর রমজানুল মোবারক, যাতে আল্লাহ তা’আলা ক্ষমার দরজা খুলে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের রোজা রাখে আল্লাহ তা’আলা তাঁর পূর্ববর্তী গুনাহসমূহ মাফ করে দেন। যে ব্যক্তি রমজান মাসে তারাবির নামাজ আদায় করে আল্লাহ তায়ালা তার পূর্ববর্তী গুনাহসমূহ মাফ করে দেন। যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমান ও সওয়াবের আশায় এবাদত করে আল্লাহ তার পূর্ববর্তী গুনাহ সমূহ মাফ করে দেন। (বুখারী শরীফ : ১৯০১)। তেমনি ভাবে ঈদের দিনে আল্লাহ তায়ালা ঘোষণা দেন হে বান্দারা আমি তোমাদেরকে মাফ করে দিলাম এবং তোমাদের গুনাহ গুলো নেকিতে রূপান্তর করে দিলাম। (বায়হাকী, মেশকাত)। যে ব্যক্তি কোন রোজাদার কি ইফতারি করায় আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দেন এবং জাহান্নাম থেকে তাকে মুক্তি দেন এবং রোজাদারের সমপরিমাণ সওয়াব তাকে প্রদান করেন এতে রোজাদারের সওয়াবে কোন কমতি হয় না। তেমনি ভাবে রমজান মাসে যে ব্যক্তি কোন শ্রমিকের কাজের বোঝা হালকা করে দেয়, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন এবং জাহান্নাম থেকে মুক্তি দেন। কোন ব্যক্তি রমজানে একটি নফল এবাদত করলে ফরজের সমান সওয়াব পায় এবং একটি ফরজ আদায় করলে সত্তর টি ফরজের সমান সওয়াব পায়। অতএব আসুন, আমরা রমজান মাসে রোজা রেখে, কোরআনের তেলাওয়াত করে এবং জিকির-আজকার, তাসবিহ-তাহলিল ও দোয়া, ইস্তেগফারের মাধ্যমে এবাদতের এই মৌসুমকে সুশোভিত করে তুলি। আল্লাহতালা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।
বিভাগ : ইসলামী জীবন
মন্তব্য করুন
আরও পড়ুন
নরসিংদীতে ঘরে ঢুকে কিশোরীকে কুপিয়ে হত্যা, গুরুতর আহত মা
কর্মবিরতি : সারা দেশে বন্ধ হলো ট্রেন চলাচল
ইউরো জেতানো দে লা ফুয়েন্তে ২০২৮ পর্যন্ত স্পেনের কোচ
সিলেটকে হারিয়ে প্লে অফের দৌড়ে এগিয়ে গেল রাজশাহী
টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ
রূপালী ব্যাংকের ‘রূপালী ই-ব্যাংক’ অ্যাপ উদ্বোধন
বেলকুচিতে ব্রোকলি চাষে সাফল্য
সালথায় যুবককে ছুরিকাঘাতে হত্যা : তিনজন কারাগারে
তাহসিনের পাশে বিসিবি
তামাক কোম্পানির ফাঁদে পড়ে মাদকে আসক্ত হচ্ছে তরুণ সমাজ; প্রতিরোধে চাই সমন্বিত উদ্যোগ
জিরা চাষে স্বপ্ন দেখছেন গোদাগাড়ীর কৃষকরা
ন্যায়বিচারের স্বার্থে হাসিনাকে ফেরত পাঠাবে ভারত
দেশকে স্বৈরাচার মুক্ত করেছি, নতুনভাবে স্বাধীন হয়েছে বাংলাদেশ: কাহের শামীম
হাতিয়ায় বন্দোবস্তকৃত ভূমি বুঝিয়ে দেওয়ার দাবি
আইসিএমএবি’র প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন, সচিব হাসনাইন তৌফিক
শৈশবের ক্লাবে ফিরছেন নেইমার
অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ব্যবসায়ীর মৃত্যু
পাকুন্দিয়ায় ব্যবস্থাপত্র ছাড়াই চলছে অ্যান্টিবায়োটিক বিক্রি
পঞ্চগড়ে চার বিচারকের অপসারণ দাবিতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ
ময়মনসিংহে আস্থা লাইফের ব্যবসায়িক সভা