ঢাকা   মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪ | ৫ অগ্রহায়ণ ১৪৩১

সিয়াম-কিয়ামের মাস মাহে রমজানকে স্বাগতম

Daily Inqilab ইনকিলাব

৩১ মার্চ ২০২৩, ০৮:৫৪ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৫:৩৯ পিএম

পশ্চিম দিগন্তে আঁধারের বুক ছিঁড়ে হেসে উঠেছে চিকন সুতার মতো বাঁকা চাঁদ। রমজানের চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে বলে আনন্দের ঢেউ তুলেছে শিশু-কিশোররা। আলহামদুলিল্লাহ কণ্ঠে মালিকের কৃতজ্ঞতা জ্ঞাপনে ভুল করেননি মুমিন আত্মা। কারো মুখে এক জলক হাসি! আবার কারো নয়নে আনন্দাশ্রু। মুমিন হৃদে প্রভুভক্তির ভরা জোয়ার। বছর ঘুরে আবার এলো মাহে রমজান। অফুরন্ত রহমত, বরকত, কল্যাণ ও ইবাদতসমৃদ্ধ এ মাস। জাগতিক লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ, প্রবৃত্তির অনুসরণ থেকে দূরে রেখে আত্মসংশোধনের মাধ্যমে ইনসানে কামেল হওয়ার অবারিত সুযোগ এনে দেয় মাহে রমজান। রমজানের প্রধান আকর্ষণ সিয়াম ও কিয়াম। সুবহে সাদিকের পূর্বমুহূর্তে বরকতময় সাহারি গ্রহণপূর্বক শুরু হয়ে যায় মাহে রমজানের অন্যতম প্রধান আবশ্যকীয় আমল সিয়াম-সাধনা। রোজা সাধারণ কোন আমন নয়। নিঃসন্দেহে এটি একটি সাধনা। সাধনা আর পরীক্ষা ছাড়া কেউ কস্মিনকালেও কোনকিছু অর্জন করতে পারেনি। রোজায় আছে পরীক্ষা ও সাধনা। পরম আরাধ্য মওলাকে পাওয়ার সাধনা। মহান আল্লাহর নির্বাচিত বান্দার কাতারভুক্ত হওয়ার সাধনা। দুনিয়া-আখেরাতের ভয় ও চিন্তাকে জয় করে আল্লাহর নৈকট্যধন্য প্রিয় বান্দাদের (ওলী-আউলিয়া) আমল রোজা। প্রভু প্রদত্ত অর্ডার কেরি করতে আমরা একমাস রোজা পালন করলেও আল্লাহর মকবুল বান্দারা হরদম মশগুল থাকতেন এই সাধনায় (রোজা)।

সিয়াম বা রোজা হলো আল্লাহর সন্তুষ্টির জন্য সুবহে সাদিক হতে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, দাম্পত্য মিলন ও রোজা ভঙ্গ হওয়ার সকল বিষয় থেকে দূরে থাকা। রমজান মাসে রোজা কেন্দ্রিক ফরজ শুধুমাত্র একটি। আর তা হলো পূর্ণ এক মাস রোজা পালন করা। এ সংক্রান্ত স্পষ্ট নির্দেশ মিলে সর্বযুগের সর্বাধুনিক গ্রন্থ আল-কুরআনে। সুরা বাকারার ১৮৩ নং আয়াতে বলা হচ্ছে, ‘হে মোমিনগণ! তোমাদের জন্য রোজা ফরজ করা হলো, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বে যারা ছিল তাদের প্রতিও; যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো।’ মালিকের এ চিরসত্য ঘোষণা আল্লাহপ্রেমিদের অন্তরে মুক্তির ভরসা জোগায়। খোদাভীতি অর্জনের অনন্য সোপান সিয়াম-সাধনা।
রোজা ঢালাওভাবে সবার জন্য ফরজ নয়। রোজা ওই সব ব্যক্তির ওপর ফরজ, যারা প্রাপ্তবয়স্ক, স্বাভাবিক জ্ঞানসম্পন্ন ও শারীরিকভাবে রোজা পালনে সক্ষম। যদি কেউ সফর অবস্থায় থাকে (শরীয়ত নির্ধারিত দূরত্বে) অথবা অসুস্থতার কারণে রোজা পালনে অপারগ হয়(অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শে); তবে তাদের জন্য রয়েছে ফুরসতের সুযোগ। রোজা পরে কাজা আদায় করার বিধানও রয়েছে তাদের জন্য। মা-বোনদের বিশেষ সময়ে রোজার বিধান তাদের জন্য শিথিল করা হয়েছে। অবশ্য পড়ে কাজা আদায় করে দিতে হবে।

এগারো মাস উদরপূর্তি ভোজন করে যারা উদরপীড়ায় ভুগছে, রোজা তাদের জন্য মহৌষধ। রোজা আত্মাকে যেমন পরিশুদ্ধ করে ঠিক তেমনি দেহের চালিকাশক্তিও বাড়ায়। যদিওবা তা খালি চোখে ধরা পড়ে না।

সিয়াম পালনকারীদের সম্মানে আল্লাহ জান্নাতকে বিশেষভাবে সজ্জিত করেন। শাহিন শাহে রিসালাত নবী মুহাম্মদ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি পূর্ণ ইমানের সঙ্গে আল্লাহর সন্তুষ্টিলাভের আশায় রমজানে রোজা পালন করবে, তার অতীতের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে।’ রোজা পালনের মাঝে রয়েছে মাগফিরাতের গ্যারান্টি। আল্লাহর রহমত পাওয়ার নিশ্চয়তা। আগুন (জাহান্নাম) থেকে বেঁচে মঞ্জিলে মকসুদে (জান্নাত) পৌঁছানোর সওগাত।

হাদিসে কুদসিতে মালিকের ভাষ্য- ‘রোজা আমার জন্য, আমি নিজেই রোজার প্রতিদান প্রদান করবো।’ মহান আল্লাহর এ ফরমান, রোজাদারকে তোলে দেয় এক অনন্য উচ্চতায়। সত্যিকার অর্থে রোজ আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক প্রকৃষ্ট উদাহরণ।

মাহে রমজানকে পেয়ে কবি ফজলে-এ খোদা শোকরিয়া জানিয়েছেন এভাবে- আল্লাহ তোমার হাজার শোকর, দিলে মাহে রমজান- অধম নাদান বান্দার তরে, তুমি যে মেহেরবান। রমজানের এই রহমতী মাস, মিটায় প্রাণের বেহেশতী আশ, খোদা আমরা তোমার দাসানুদাস, চাই যে শান্তি সত্য জ্ঞান।

মাহে রমজানের চাঁদ দেখার পুণ্য হাসিলের মাধ্যমে শুরু হয় ধৈর্যের প্রকৃষ্ট উদাহরণ রোজার তোড়জোড়। সিয়াম সাধনার মাসে যে শুধু সিয়ামই আছে তা কিন্তু নয়। ইবাদতের ভরা বসন্ত মাহে রমজানের দিন শুরু হয় প্রভুভক্তির সিয়ামে; আর রাতে আছে কিয়াম (তারাবিহ)। সাহরি, ইফতার, ইতেকাফ, তাহাজ্জুদ, কুরআন তেলোয়াত, নফল ইবাদত, দান-খয়রাত, জিকির, দরুদ-সালাম আর কুরআনের রজনী লাইলাতুল কদর তো আছেই মহিমান্বিত রমজানে। খোদার রাহে সিয়ামের মাধ্যমে মালিকের সুদৃষ্টি, পবিত্রতম অশ্রুজলে অতীত পাপ মার্জনা আর মওলার সন্তুষ্টি অর্জনে মুক্তির মহা অফার মাহে রমজান।

মুমিন প্রাণের সাহস হযরত মোহাম্মাদ (সা.) ফরমান, ‘যে ব্যক্তি এ মাসে একটি কল্যাণময় কাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করবে, সে অন্য সময়ের ফরজ ইবাদতের সমান সওয়াব পাবে এবং যে ব্যক্তি এ মাসে একটি ফরজ ইবাদত করবে সে অন্য সময়ের ৭০টি ফরজ আমলের সওয়াব পাবে।’ সুবহানাল্লাহ। মুসলিম মাত্রই পাঁচ ওয়াক্ত নামাজ মুনিব প্রদত্ত আবশ্যকীয় ডিউটি। ঈমানদারের নিদর্শনও বটে। যে নামাজ বান্দার মেরাজ। রমজান মাসে নামাজে আসে ভিন্ন মাত্রা। মসজিদের মিনার থেকে যখন ভেসে আসে এশারের আজান তখন মা-বোনরা ঘরে আর পুরুষদের লক্ষ্য মসজিদ। মসজিদ ভর্তি মুসল্লী। মসজিদের বুকে ভরা মজলিস পেয়ে মসজিদের ইট বালিরও খুশির অন্ত নেই। এশারের ফরজ ও সুন্নাত শেষে ইমাম সাহেব নিয়ত করেন বিশেষ এক সালাতের। নাম তার সালাতুত তারাবি! তারাবি শব্দটি আরবি তারভিহাতুন থেকে, যার অর্থ বিশ্রাম করা, প্রশান্তি লাভ করা। তারাবি নামাজে যেহেতু প্রতি চার রাকাত পর পর একটু বিশ্রাম নিয়ে তাসবিহ ও দোয়া পাঠ করা হয়, তাই এই নামাজকে সালাতুত তারাবিহ বা তারাবি নামাজ বলা হয়। রমজান মাসে তারাবির নামাজ সুন্নাতে মুআক্কাদাহ। তারাবি বিশ রাকাত সুন্নাত। এটা রাসুল (সা.), সাহাবী, তাবেঈন, তাবে-তাবেঈন এবং মুজতাহিদ ইমামগণের আমল দ্বারা সন্দেহাতীতভাবে প্রমানিত। সিয়াম ও কিয়ামের মাধ্যমে মাহে রমজানকে উপযুক্ত সমাদর করে আল্লাহ-রাসূলের সন্তুষ্টি অর্জনের তৌফিক নসীব হোক সকলের। আমিন।


বিভাগ : ইসলামী জীবন


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

মানবাধিকার প্রতিষ্ঠায় ইসলামের অবদান
যুগে যুগে জুলুম ও জালিমের পরিণতি
দোয়া কবুল হওয়ার শ্রেষ্ঠ সময়সমূহ
দুর্ভিক্ষ, বিপর্যয় কেন আসে
জনসাধারণের খোঁজ-খবর নেয়া শাসকের নৈতিক দায়িত্ব
আরও

আরও পড়ুন

ছাত্র-জনতার ওপর গুলি করা পুলিশ সদস্যের তালিকা হচ্ছে

ছাত্র-জনতার ওপর গুলি করা পুলিশ সদস্যের তালিকা হচ্ছে

আয়ারল্যান্ড সিরিজে অভিজ্ঞদের দলে ফেরাল বাংলাদেশ

আয়ারল্যান্ড সিরিজে অভিজ্ঞদের দলে ফেরাল বাংলাদেশ

হংকংয়ের গণতন্ত্রপন্থী শীর্ষ নেতাদের কারাদণ্ড

হংকংয়ের গণতন্ত্রপন্থী শীর্ষ নেতাদের কারাদণ্ড

হেমন্তের শেষভাগেও বরিশালে তাপমাত্রার পারদ স্বাভাবিকের ওপরে : কৃষি ও জনস্বাস্থ্যে বিরূপ প্রভাব অব্যাহত

হেমন্তের শেষভাগেও বরিশালে তাপমাত্রার পারদ স্বাভাবিকের ওপরে : কৃষি ও জনস্বাস্থ্যে বিরূপ প্রভাব অব্যাহত

কামরুল ইসলাম ৮ দিনের রিমান্ডে

কামরুল ইসলাম ৮ দিনের রিমান্ডে

ঢাকায় হিপহপের ঝলক দেখালেন র‍্যাপার টাইগা ট্রিস

ঢাকায় হিপহপের ঝলক দেখালেন র‍্যাপার টাইগা ট্রিস

মুরাদের হ্যাটট্রিক, বোলিং অনুশীলন হলো ভালোই

মুরাদের হ্যাটট্রিক, বোলিং অনুশীলন হলো ভালোই

গারো পাহাড়ের চাঞ্চল্যকর সোহেল হত্যা মামলায় ৩ জন গ্রেপ্তার

গারো পাহাড়ের চাঞ্চল্যকর সোহেল হত্যা মামলায় ৩ জন গ্রেপ্তার

বিতর্কিত এনজিও-নেত্রীদের দিয়ে নারী সংস্কার কমিশন গঠন: ব্যাপক সমালোচনা

বিতর্কিত এনজিও-নেত্রীদের দিয়ে নারী সংস্কার কমিশন গঠন: ব্যাপক সমালোচনা

সাদপন্থীদের সড়কে অবস্থান : রাজধানীতে তীব্র যানজট

সাদপন্থীদের সড়কে অবস্থান : রাজধানীতে তীব্র যানজট

মুখ ঢেকে রাতের অন্ধকারে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

মুখ ঢেকে রাতের অন্ধকারে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

ইমরান খানের ‘শেষ ডাক’’,আগামী দুইমাস ইসলামাবাদে ১৪৪ ধারা জারি

ইমরান খানের ‘শেষ ডাক’’,আগামী দুইমাস ইসলামাবাদে ১৪৪ ধারা জারি

চট্টগ্রামে পালানো হাসিনার বিরুদ্ধে আরেক মামলা

চট্টগ্রামে পালানো হাসিনার বিরুদ্ধে আরেক মামলা

বাংলাদেশ পর্যটন কর্পোরেশনে নতুন চেয়ারম্যান হলেন শাহীন সুলতানা

বাংলাদেশ পর্যটন কর্পোরেশনে নতুন চেয়ারম্যান হলেন শাহীন সুলতানা

জি-২০ শীর্ষ সম্মেলনে গিয়ে অসুস্থ প্যারাগুয়ের প্রেসিডেন্ট, হাসপাতালে ভর্তি

জি-২০ শীর্ষ সম্মেলনে গিয়ে অসুস্থ প্যারাগুয়ের প্রেসিডেন্ট, হাসপাতালে ভর্তি

ইসরাইলি বর্বর হামলায় নিহত আরও ৫০ ফিলিস্তিনি

ইসরাইলি বর্বর হামলায় নিহত আরও ৫০ ফিলিস্তিনি

মধুপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪

মধুপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪

হিজবুল্লাহ যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হয়েছে

হিজবুল্লাহ যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হয়েছে

জিন্স প্যান্ট কতদিন পর পর ধোয়া উচিত?

জিন্স প্যান্ট কতদিন পর পর ধোয়া উচিত?

যশোরে ফেসবুক প্রেম, তারপর বিয়ে করে বিদেশে সংসার করার প্রলোভনে ১০ লাখ টাকা খুইয়েছেন এক নারী

যশোরে ফেসবুক প্রেম, তারপর বিয়ে করে বিদেশে সংসার করার প্রলোভনে ১০ লাখ টাকা খুইয়েছেন এক নারী