দৈনন্দিন জীবনে ইসলাম
৩১ মার্চ ২০২৩, ০৮:৫৭ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৯:৪৪ পিএম

প্রশ্ন : আমি একটি বাড়ি বানাতে চাই। এ জন্যে যদি আমি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে এ মর্মে ঋণগ্রহণ করি যে, নির্দিষ্ট সময় পরে তাকে আমি মূল ঋণ ছাড়াও ৫০ হাজার টাকা লাভ হিসেবে দেব। এ ধরনের লেনদেন কি আমার জন্যে বৈধ হবে?
উত্তর : বৈধ হবে না। কারণ, আপনি নিচ্ছেন ঋণ। ব্যবসায়ের পুঁজি নয়। ঋণের কোনো বিনিময় বা লাভ হতে পারে না। লাভ হয় ব্যবসায় পুঁজি বিনিয়োগ করলে। এখানে বাড়ি তৈরি করার জন্যে আপনি যত টাকা ঋণ নেবেন, তত টাকাই আপনি ফেরত দেবেন। এর বেশি অংশটুকু সুদ বলে বিবেচিত হবে। য দেওয়া বা নেওয়া উভয়টাই অবৈধ। শরীয়তে সুদ হারাম।
প্রশ্ন : নামাজ কায়েম করার দ্বারা জীবনে সচ্ছলতা আসে কি?
উত্তর : হ্যাঁ। নিয়মিত নামাজ আদায় করে গেলে মানুষের দারিদ্র দূর হয় এবং আর্থিক অবস্থার উন্নতি হয়। কোনো মানুষ যদি তার রিজিক বৃদ্ধির জন্যে পরিশ্রম করার পাশাপাশি নিয়মিত নামাজ পড়ে আল্লাহর দরবারে রিজিকের জন্যে প্রার্থনা করে, আল্লাহ তায়ালা অবশ্যই তার রিজিক বাড়িয়ে দিবেন। দুনিয়া ও আখিরাতে তাকে সম্মানিত করবেন।
প্রশ্ন : ইনকিলাবের প্রশ্নোত্তর বিভাগে একটি প্রশ্নের উত্তরে জানতে পারি যে, নামাজের মাধ্যমে আর্থিক অবস্থা ভালো হয়, রিজিক বৃদ্ধি পায় ইত্যাদি। এখন আমার প্রশ্ন হলো, নামাজ কায়েমের মাধ্যমে কি কি সৌভাগ্য, সম্মান ও পুরস্কার অর্জন করা সম্ভব?
উত্তর : এক হাদীসে আছে, ‘যে ব্যক্তি গুরুত্বসহকারে নিয়মিত নামাজ আদায় করবে, আল্লাহ তায়ালা তাকে পাঁচভাবে সম্মানিত করবেন। ১. রিজিক বৃদ্ধি করে তাকে অভাবমুক্ত করবেন। ২. তার ওপর হতে কবরের আজাব সরিয়ে দিবেন। ৩. কিয়ামতের দিন আমলনামা তার ডান হাতে দেওয়া হবে। ৪. নামাজি ব্যাক্তি বিদ্যু’বেগে পুলসিরাত পার হবে। ৫. বিনা হিসাবে বেহেশতে প্রবেশ করবে।
প্রশ্ন : কোনো কঠিন সমস্যায় নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য চাওয়া কি? এর ফল কি হয়?
উত্তর : মানুষের জীবনে সমস্যা থাকবেই। ছোট বড় যে কোনো সমস্যায় মুমিনের উচিত নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করা। পূর্ণ একীনের সংগে আল্লাহর সাহায্য চাইলে তিনি সমস্যা সমাধানের কোনো না কোনো পথ খুলেই দিবেন। এই ব্যাপারে কোরআনে পাকে আল্লাহ তায়ালা বলেন, ‘তোমরা ধৈর্য ও নামাজের মাধ্য আল্লাহর সাহায্য প্রার্থনা কর। হাদীসে ইরশাদ হয়েছে, হযরত হুজায়ফা রা. বলেন, নবী করিম সা. যখন কোনো কঠিন সমস্যার সম্মুখীন হতে তৎক্ষণাত নামাজে আত্মনিয়োগ করতেন।
প্রশ্ন : কোন কোন সময় নফল নামাজ নিষেধ?
উত্তর : ফজর ওয়াক্ত শুরু হওয়া থেকে নামাজের আগ পর্যন্ত। এ সময় ফজরের সুন্নত ব্যতউত অন্য কোনো নফল নামাজ পড়া যাবে না। ফজর নামাজের পর থেকে সূর্যোদয়ের পূর্ব পর্যন্ত। আসর নামাজের পর থেকে সূর্যাস্তের পূর্ব পর্যন্ত। সূর্যাস্তের পর মাগরিব নামাজের পূর্ব পর্যন্ত। প্রত্যেক ফরজ নামাজের ইকামতের সময়। খোতবাহ দেয়ার সময়। কোনো ফরজ নামাজের ওয়াক্ত সঙ্কীর্ণ হয়ে গেলে তখন ওই ফরজ নামাজ ব্যতীত অন্য কোনো নফল নামাজ পড়া যাবে না। দুই ঈদের দিনে সূর্যোদয়ের পর থেকে ঈদের নামাজের পূর্ব পর্যন্ত। আরাফাহ এবং মুজদালিফার যে নামাজ একত্রে পড়া হয়, সেই দুই নামাজের মধ্যবর্তী সময়।
বিভাগ : ইসলামী জীবন
মন্তব্য করুন
আরও পড়ুন

অবসরের ঘোষণা দিলেন জার্মানির বিশ্বকাপজয়ী তারকা

রোনালদোর জোড়া গোলে চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলালকে হারাল নাসের

প্রয়োজনীয় সংস্কার করে যথাসম্ভব দ্রুত নির্বাচন দিতে হবে: মিয়া গোলাম পরওয়ার

মুসল্লিদের বাধায় নাটক মঞ্চায়ন বাতিলের সংবাদ বিভ্রান্তিকর

মানুষ ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে স্বাচ্ছন্দ্যে ঈদ উদযাপন করেছে: আবদুল হালিম

থাইল্যান্ড থেকে দেশের উদ্দেশে রওনা হলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

নারীবান্ধব পাবলিক টয়লেট

মেডিক্যাল ট্যুরিজম

প্রেসার গ্রুপের ভালো-মন্দ

রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে

ইশার নামাজের সাথে সাথে বিতির নামাজ না পড়া প্রসঙ্গে?

প্রশ্ন : মরণোত্তর চক্ষুদান বা অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ দান কি শরীয়ত সমর্থন করে?

মানুষের শ্রেষ্ঠত্ব হচ্ছে উত্তম চরিত্রে

খালেস নিয়তে আমল করলে প্রতিদান সুনিশ্চিত

ঈদ আসে-ঈদ যায়, স্মৃতিটুকু রয়ে যায়

ইসলামের দৃষ্টিতে পরোপকারের গুরুত্ব ও ফজিলত

ভাড়া বৃদ্ধির প্রতিবাদ করায় যাত্রীকে মারধর

কৃষক জজ মিয়ার মৃত্যু নিয়ে রহস্য

সরিষাবাড়ীতে বিএনপি’র দু’গ্রুপে দফায় দফায় সংঘর্ষ

কনস্টেবলকে মারধরের অভিযোগ