ইহসানের পরিচয় ও গুরুত্ব
১৬ জুন ২০২৩, ০৭:৩২ পিএম | আপডেট: ১৭ জুন ২০২৩, ১২:০১ এএম
ইহসানের পরিচয় : ‘ইহসান’ আরবি শব্দ। এর শাব্দিক অর্থ- সুন্দর, দয়া, শিষ্টাচার, সর্বোত্তম কথা ও কাজ, সদাচরণ করা ইত্যাদি। শরিয়তের দৃষ্টিতে ইহসান বিষয়টি ব্যাপক একটি বিষয়। ¯্রষ্টা ও সৃষ্টির সাথে যত ধরনের প্রকাশ্য ও অপ্রকাশ্য লেন-দেন রয়েছে, সকল বিষয়ে শিষ্টাচারপূর্ণ সুন্দর আচরণের নাম হলো ইহসান। প্রশিদ্ধ হাদীস ‘হাদীসে জিবরাঈলে’ হযরত জিবরাঈল আ. রাসূল (সা.) কে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল! ইহসান কী? জবাবে প্রিয় নবী (সা.) বললেন ‘তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে, যেন তুমি তাঁকে দেখছো, আর তুমি আল্লাহকে দেখতে না পেলেও নিশ্চয় তিনি তোমাকে দেখছেন।’ (সহীহ বুখারী : ৫০)। বিজ্ঞ ফকীহগণ এমনও বলেছেন যে, প্রতিটি বস্তুকে তার স্বস্থানে রাখার নাম হলো ইহসান।
ইহসানের গুরুত্ব : ইসলামে ‘ইহসানের’ গুরুত্ব অপরিসীম। কারণ সকল ইবাদরেত সাথে ইহসান সম্পৃক্ত। আল্লাহ তা‘আলা বলেন- ‘যে ব্যক্তি ইহসানকারীরূপে আল্লাহর নিকট আত্মসমর্পণ করে, সে তো মজবুত হাতল ধারণ করে, আর সমস্ত কাজের ফলাফল তো আল্লাহর ইচ্ছাধীন। (সূরা লুকমান : ২২)। তাছাড়া সর্বস্থরের মানুষের সাথে ইহসানপূর্ণ ব্যাবহার অপরিহার্য করেছে ইসলাম। এ প্রসঙ্গে কুরআনুল কারীম আল্লাহ তা‘আলা বলেন ‘আর তোমরা পিতামাতা, আত্মীয়-স্বজন, ইয়াতীম, অভাবগ্রস্ত, নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী, সঙ্গী-সাথি, মুসাফির এবং তোমাদের অধীনস্থ কাজের লোকদের সাথে সদাচরণ করবে। (সূরা নিসা : ৩৬)। মানুষ ছাড়াও উদ্ভিদ, প্রাণী ও জীব-জন্তুর প্রতিও ইহসান করার বিধান রয়েছে ইসলামে। রাসূলুল্লাহ (সা.) বলেছেন- ‘তোমরা জমিনের অধিবাসীদের প্রতি দয়া প্রদর্শন করবে, তাহলে আসমানের অধিপতি আল্লাহও তোমাদের প্রতি দয়া করবেন -(তিরমিযী শরীফ : ১৯২৪)। ‘ইহসান’ একটি মহৎ গুণ। সমাজ ও রাষ্ট্রজীবনে এর যথেষ্ট গুরুত্ব রয়েছে। ইহসানের (মাকামে) স্তরে উত্তীর্ণ হওয়ার জন্যই আধ্যাত্মিকতার যাবতীয় সাধনা-আরাধনা। এই ইহসানই হলো তাসাওউফ তথা আত্মশুদ্ধির মূল হাকীকত। ইহসান মানবচরিত্রের অমূল্য সম্পদ।
ইহসানের প্রতিদান : ইহসানের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয়। সমাজ ও পরিবারে ইহসানকারীর মর্যাদা বৃদ্ধি পায়। জিন-ইনসান ও প্রণীকুলের আন্তরিক দোয়া নসীব হয়। ইহসান অবলম্বনকারীদেরকে আল্লাহ তা‘আলা অধিক পছন্দ করেন। কুরআনুল কারীমে তিনি ইরশাদ করেন ‘আর তোমরা ইহসান করো। কেননা আল্লাহ ইহসানকারীদের ভালোবাসেন’। (সূরা বাকারা : ১৯৫)।
মুমিনের সর্বোত্তম গুণ ইহসান : ইহসানের ন্যায় মহৎ গুণ ব্যতীত প্রকৃত মুমিন হওয়াই যায় না। কারণ ইসলামের সকল হুকুম-আহকাম ও ইবাদত সুন্দররূপে সম্পন্ন করার জন্য ইহসান অপরিহার্য। ইহসানের মাধ্যমে মানুষের মানসিক ও নৈতিক চরিত্রের উন্নতি হয়। এই গুণ মানুষকে আশরাফুল মাখলুকাতের মর্যাদা দান করেছে।
সমাজে ইহসানের প্রচার-প্রসার : ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে ইহসানের প্রচার-প্রসার অতি জরুরী। বর্তমানে উক্ত গুনটি আমাদের মাঝে খুবই কম, তাই পরিবার, সমাজ ও দেশে যতধরনের অশান্তি ও অরাজকতা সৃষ্টি হয় উক্ত গুণটির অনুপস্থিতির কারণে হয়। পরিবারে ও সমাজে ইহসানের প্রচার-প্রসার করার ক্ষেত্রে ঘরের অভিভাবক, সমাজকর্তা, মসজিদের ইমাম, আলেম-ওলামাদের গুরু দায়িত্ব রয়েছে। এ দায়িত্ব আদায়ে অবেহেলার জন্য তাদের জবাদিহিতা করতে হবে। হাদীসের মধ্যে রাসূল (সা.) বলেন- তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের দায়িত্ব সম্পর্কে নিশ্চয় জিজ্ঞাসা করা হবে, মসজিদের ইমাম দায়িত্বশীল, তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ঘরের পুরুষ দায়িত্বশীল, তাকেও জিজ্ঞাসা করা হবে, ঘরের নারী দায়িত্বশীল, তাকেও স্বামীর ঘর ও সন্তানদের বিষয়ে জিজ্ঞাসা করা হবে -(সহীহ বুখারী : ৮৯৩)।
এছাড়াও সামজিক সংগঠন, যুবসংঘ এ বিষয়ে তৎপর হতে হবে। পারিবারিকভাবে বড়রা প্রথমে কাজে কর্মে ছোটদের ইহসান বিষয়ে শিক্ষাদীক্ষা দিবেন। প্রত্যেকে প্রত্যেকের স্থান থেকে সচেতন হলে আবারো ফিরে আসবে রাসূলে কারীম (সা.) এর যুগের সমাজের ন্যায় শান্তি ও শৃঙ্খলা।
বিভাগ : ইসলামী জীবন
মন্তব্য করুন
আরও পড়ুন
ফাইনালে মুখোমুখি মেট্রো-রংপুর
চুয়াডাঙ্গার গোয়ালপাড়া থেকে ১ কেজি ১৯৪ দশমিক ৩২ গ্রাম ওজনের ৪টি অবৈধ স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি
চ্যাম্পিয়ন্স ট্রফির নিরপেক্ষ ভেন্যু দুবাই
কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরাম’র সভাপতি কাজী সাঈদ, সম্পাদক মিজান
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর চিঠি নিয়ে যা জানাল ভারত
বিডিআর হত্যাকাণ্ড তদন্তে ৭ সদস্যের কমিশনে আছেন যারা
‘বিচার বিভাগ সংস্কার কমিশন’-এ বারের অন্তর্ভুক্তিকরণ প্রস্তাব
সোনারগাঁওয়ে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নিহত ১, আহত ১০
মামলা রেকর্ড করতে ঘুষ গ্রহণ, কুষ্টিয়ায় ওসি ও এসআই ক্লোজ
কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতের ঘটনায় জামায়াতের ২ কর্মী বহিষ্কার
পতিত আওয়ামী স্বৈরাচারের গত ১৭ বছরের নির্যাতন ভুলে যাবার সুযোগ নেই: আমিনুল হক
পাবনা ব্যাপ্টিস্ট চার্চে প্রাক বড়দিন উৎসব অনুষ্ঠিত
পূর্বধলায় শীতার্ত মানুষের মাঝে ইসলামী যুব আন্দোলনের কম্বল বিতরণ
ধর্ম-বর্ণ নয়, সমান মর্যাদায় হোক নাগরিক পরিচয়: জোনায়েদ সাকি
এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত
আ.লীগের হাতেও নির্যাতিত হয়েছিলেন সেই মুক্তিযোদ্ধা, কিন্তু তুলে ধরেনি গণমাধ্যম!
ভারত বাংলাদেশ থেকে বস্তা বস্তা টাকা লুট করেছে : দুদু
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে সিটিজেন’স চার্টার অবহিতকরণ সভা অনুষ্ঠিত
মতিঝিলে বিশ্বমানের ডায়াগনস্টিক সেবা প্রদান শুরু আইসিডিডিআর,বি’র
স্বামীর অগোচরে স্ত্রী অন্য কারও সাথে কথা বলা প্রসঙ্গে?