বন্ধু নির্বাচনে ইসলামি নির্দেশনা
২৬ অক্টোবর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২৬ অক্টোবর ২০২৪, ১২:০৩ এএম
বন্ধু আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। বন্ধু-বান্ধব ছাড়া আমরা চলতে পারি না। আমাদের জীবনে চলার পথে বন্ধুর তালিকা দিনে দিনে বাড়তেই থাকে। ছোটবেলায় খেলার সাথীদের থেকে কেউ কেউ বন্ধু হয়ে ওঠে। পড়াশুনা শুরু করার পরে পড়ার সাথীদের থেকেও বন্ধু হয় অনেকে। কর্মজীবনে গেলেও লম্বা হয় বন্ধুর তালিকা। এভাবে আমাদের জীবনে বন্ধু বাড়তেই থাকে। একজন মুসলিম হিসেবে আমি কাকে বন্ধুরুপে গ্রহণ করবো, কার সাথে আত্মার সম্পর্ক স্থাপন করবো; এ ব্যাপারে ইসলাম আমাকে নির্দেশনা দেয়। কারণ মানুষের সাথে আমাদের ভালোবাসা এবং ঘৃণা, সবটা আল্লাহর জন্যই হওয়া উচিত। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য ঘৃনা করাকে আল্লাহর পছন্দনীয় আমল বলে ঘোষণা করেছেন। (মাজমাউয যাওয়াইদ: ১/৯৫)।
এছাড়া আল্লাহর জন্য কাউকে ভালোবাসলে তার বিশাল ফজিলতের কথাও হাদিসে রয়েছে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাত শ্রেণীর লোক সম্পর্কে বলেছেন : আরশের ছায়া ছাড়া যেদিন কোনো ছায়া থাকবে না, আল্লাহ সেদিন তাদের আরশের নিচে ছায়া দিবেন। তন্মধ্যে চতুর্থ শ্রেণী হলো, এমন দুই ব্যক্তি, যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে। আল্লাহর জন্যই তারা একত্র হয় এবং বিচ্ছিন্ন হয়। (সহিহ বুখারি, হাদিস : ৬৬০)।
উল্লিখিত আয়াত ও হাদিস থেকে আমরা বুঝতে পারি, মুমিনের জন্য মুমিন ছাড়া কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করা ইসলাম সমার্থন করে না। হ্যাঁ, কাফেরদের সাথে লেনদেন করা, একই সমাজে বসবাস করাতে ইসলামে কোনো নিষেধ নেই। নিষেধ হলো আত্মার সম্পর্ক স্থাপনে, বন্ধু বানানোর ক্ষেত্রে। কারণ মানুষ তার বন্ধুর আদর্শ গ্রহণ করে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন : মানুষ তার বন্ধুর আদর্শ গ্রহণ করে। সুতরাং তোমাদের প্রত্যেকে যেন ভেবে দেখে, কার সাথে বন্ধুত্ব করছে।’ (সুনানে তিরমিজি, হাদিস : ২৩৭৮)। তাছাড়া দুনিয়াতে যার সাথে যার সম্পর্ক ছিলো, বন্ধুত্ব ছিলো; আখেরাত তাদের একসাথে হবে মর্মে হাদিস বর্ণিত হয়েছে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন : দুনিয়াতে মানুষ যাকে ভালোবাসে, বন্ধুরুপে গ্রহণ করে; আখেরাতে তারা একসাথে থাকবে। (সহিহ বুখারি, হাদিস : ৬১৬৮; সহিহ মুসলিম, হাদিস : ১৬৫)।
ভালো বন্ধু, মুমিন বন্ধুর আরেক বিশেষ ফজিলত হলো, একবন্ধু আরেক বন্ধুর কল্যাণকামী হবে। তার ভুল-ত্রুটি সংশোধন করে দিবে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন : একজন মুমিন অন্য মুমিনের জন্য আয়নার মতো। একজন অন্যের মধ্যে কোনো ত্রুটি দেখলে তা ঠিক করে দেয়। (আল আদাবুল মুফরাদ, হাদিস : ১৭৭)। খারাপ বন্ধুর অনেক ক্ষতিকর দিক আছে। হাদিসে খারাপ বন্ধুকে কামারের সাথে তুলনা করা হয়েছে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন : ভালো বন্ধু ও খারাপ বন্ধুর উপমা হল মিশক বহনকারী ও হাপরে ফুৎকার দানকারীর (কামার) মতো। মিশক বহনকারী হয় তোমাকে সেখান থেকে কিছু হাদিয়া দিবে, বা তুমি তার থেকে কিছু ক্রয় করবে, অথবা অন্তত তার সুগন্ধ পাবে। আর হাপরে ফুৎকার দানকারী হয় তোমার কাপড় জ্বালিয়ে দিবে, না হয় তুমি তার দুর্গন্ধ পাবে। (সহিহ বুখারি, হাদিস: ৫৫৩৪; সহিহ মুসলিম, হাদিস: ১৪৬)। হাদিসে মিশক বহনকারী ও হাপরে ফুৎকার দানকারী বলে দৃষ্টান্ত পেশ করা হয়েছে। হাদিসের সহজ উদ্দেশ্য হলো, ভালো বন্ধুর থেকে ভালো কিছু পাওয়া যায় আর খারাপ বন্ধুর থেকে খারাপ কিছুই আসে।
সুতরাং বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আমরা সতর্ক থাকবো। কাফেরদের কোনোভাবেই আমরা বন্ধু হিসেবে গ্রহণ করবো না। আর মুমিনদের মধ্যে যারা ভালো, সৎকর্ম পরায়নশীল; আমরা তাদের বন্ধু হবো। তাদের সাথে থাকার চেষ্টা করবো। আল্লাহ তাআলা বলেন : হে ইমানদারগণ! তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো। (সুরা তাওবা, আয়াত : ১১৯)।
বিভাগ : ইসলামী জীবন
মন্তব্য করুন
আরও পড়ুন
রানার অটোমোবাইলস পিএলসির এজিএম সম্পন্ন
আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ কাজের আহ্বান: এমরান আহমদ চৌধুরী
নকল পণ্য প্রতিরোধে আমদানির উপর শুল্ক কমানোর দাবি বাজারের ২০ শতাংশ খাদ্য মানহীন
লক্ষ্মীপুরে চুরির অপবাদে জনসম্মুখে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, নাকে খত
বাঘায় মেয়াদ উত্তীর্ণ ৪ ইউপিতে প্রশাসক নিয়োগ
বিশ্বে বছরজুড়ে আলোচনায় যুদ্ধ, নির্বাচন ও মূল্যস্ফীতি
যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে : চীন
আওয়ামী দুঃশাসনের বিচার না হলে জুলাই আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী হবে: ডা. জাহিদ হোসেন
মেক্সিকোতে প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৭
মাথাপিছু ১৪০০ ডলারের চেক পাচ্ছেন ১০ লাখ মার্কিনি
৯১ শিশু খেলোয়াড়সহ ৬৪৪ ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরাইল
মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোরে নিহত ৯৪
মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়িয়ে সম্মানহানী
রাফালের আগমনে ভারত সীমান্তে উত্তেজনা বৃদ্ধি
উত্তর প্রদেশে নিহত ৩ খলিস্তানি নেতা
ভারতে বাল্যবিবাহবিরোধী অভিযানে আটক ৫০০০
মুজিবল্যান্ড বানিয়ে হিন্দুস্তানে থাকুক আ.লীগ : রাশেদ প্রধান
গ্রেফতার ভয়ে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু
পানামা খাল দখলের হুমকিকে ভর্ৎসনা পানামা প্রেসিডেন্টের
স্বৈরাচারের দোসর শাহরিয়ার আলমের স্ত্রী-সন্তানসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা