ঢাকা   শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫ | ২৬ পৌষ ১৪৩১

দুনিয়া ও আখেরাতের জন্য সুন্দর জীবন এবং কৃতজ্ঞতাবোধ

Daily Inqilab গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির

২৩ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২৩ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম

সমাজের মানুষগুলো কেমন যেন বদলে যাচ্ছে। আগের মতো সেই মেলবন্ধন নেই। হারিয়ে যাচ্ছে মমত্বাবোধ, ভালোবাসা, সহমর্মিতা, সহনশীলতা, সম্প্রীতি, মূল্যবোধের মতো ইতিবাচক গুণাবলী। সবাই নিজের ভালোটাই বুঝতে শিখেছি আমরা। কিন্তু, আমার কারণে অন্যের ক্ষতি হচ্ছে কি না,তা ভাবার সময় কই । বড় অদ্ভুত হয়ে যাচ্ছি আমরা এব এবং আমাদের সমাজের মানুষগুলো। পরিচিত মুখগুলো যেন চিরকালের অচেনা, এমন আচরণের দ্বারা প্রভাবিত করছে একে অন্যকে। এক সময় পাঠ্য বইয়ে মানুষকে সামাজিক জীব হিসেবে স্বীকৃতি দেয়া হলেও বর্তমান সময়ে মানুষের এরূপ আচরণে তার মিল খুঁজে পাওয়া দুঃসাধ্য ব্যাপার।
এভাবে যদি আমাদের চারপাশের মানুষগুলোর মধ্যে নেতিবাচক প্রভাব পড়তে থাকে তবে, আমরা সেই সব জাতির মতো চরম এক অবস্থার দ্বারপ্রান্তে পৌঁছাবো যারা মানবতার চরম অবজ্ঞা দ্বারা নিজেদের কলুষিত করেছে। আমাদের এই সমাজ ব্যবস্থার সমস্যা সমাধানে সুশীল সমাজ, জ্ঞানী গুণীজন এগিয়ে আসাটা অত্যাবশ্যক। মানুষ পুরোপুরি মনুষ্যত্ব বিবর্জিত হওয়ার আগেই মানুষের বিবেকবোধ জাগ্রত করা দরকার। এখনই যদি মানুষের মধ্যে সংশোধন না আসে তবে এই সামাজিক ক্ষত দিন দিন বৃদ্ধি পেতে থাকবে। তাই আসুন, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সমাজ বিনির্মাণে নিয়োজিত হই। সুষ্ঠু-সুন্দর সমাজ গড়ি, সুন্দর জীবন উপভোগ করি।
দুনিয়ার জীবনে কোনো কাজই সহজ নয়; তবে জীবনকে সহজ করে নিতে হয়। তা কখনো দোয়া; কখনো সবর; কখনো ক্ষমা; আবার কখনো অন্যায় এড়িয়ে চলা কিংবা কৃতজ্ঞতা জ্ঞাপনের মাধ্যমে। উপদেশগুলোর কার্যকরী আমলই মানুষের দুনিয়ার জীবনকে যেমন সুন্দর করে তোলে তেমনি পরকালীন মুক্তিও সহজ হয়। দুনিয়ার জীবন সহজ নয়; জীবনকে সহজ করে নিতে হয়। দুনিয়ার সুন্দর জীবন ও পরকালীন মুক্তিতে আল্লাহ তায়ালা কোরআনুল কারিমের অনেক সুরা ও আয়াতে যেসব নসিহত ও নির্দেশ দিয়েছেন; তার মধ্যে এগুলো বার বার এসেছে-> দোয়া করা আল্লাহ তায়ালা কোরআনুল কারিমে বান্দাকে তাঁর কাছে চাওয়ার বা তাঁকে ডাকার কথা বলেছেন। যে কোনো বিষয়ে তার কাছে সাহায্য প্রার্থনার তাগিদ দিয়েছেন। আল্লাহ তায়ালা বলেন-আর তোমাদের প্রভু বলেন, তোমরা আমাকে ডাক; আমি তোমাদের ডাকে সাড়া দেব।’ (সুরা মুমিন : আয়াত ৬০)।
সবার:সবর করা সব মানুষের অন্যতম গুণ। আল্লাহ তায়ালা সব সময় সবর বা ধৈর্যধারণ করার উপদেশ দিয়েছেন। ধৈর্যধারণের মাধ্যমে তাঁর কাছে সাহায্য চাওয়ার কথা বলেছেন। আল্লাহ তায়ালা বলেন-- ‘তোমরা সবর ও নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও।’ (সুরা বাকারা : আয়াত ৪৫),অতএব আপনি উত্তম সবর করুন।’ (সুরা মাআরিজ : আয়াত ৫)- সুতরাং এরা যা বলে সে বিষয়ে ধৈর্য্য ধারণ করুন এবং আপনার পালনকর্তার প্রশংসা পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন সূর্যোদয়ের আগে, সূর্যাস্তের আগে এবং পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন রাতের কিছু অংশ ও দিনের কিছু অংশে। সম্ভবত তাতে আপনি সন্তুষ্ট হবেন।’ (সুরা ত্বাহা : আয়াত ১৩০)।
ক্ষমা : ক্ষমা প্রার্থনা আল্লাহ তায়ালা নিজে ক্ষমাশীল। তিনি ক্ষমা করাকে পছন্দ করেন। ক্ষমা মহান আল্লাহ তায়ালার অন্যতম গুণ। সুতরাং বান্দা জীবনকে সহজ করে নিতে যেমন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে তেমনি কারো সঙ্গে কোনো কিছু ঘটলে অন্যকে ক্ষমা করে দেবে। আর তাতেই পাবে সুন্দর জীবনের হাতছানি। কোরআন জুড়ে রয়েছে ক্ষমা সব সুন্দর সুন্দর বর্ণনা। তাহলো-- ‘আপনার প্রতি আল্লাহ তায়ালার দয়া থাকার কারণেই আপনি তাদের প্রতি কোমল হৃদয় হয়েছিলেন; কিন্তু আপনি যদি রুক্ষ মেজাজ ও কঠিন অন্তরের লোক হতেন, তবে তারা আপনার আশপাশ থেকে সরে যেত।
সুতরাং আপনি তাদের ক্ষমা করে দিন এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন, আর কাজ-কর্মে তাদের সঙ্গে পরামর্শ করুন। আর যখন কোনো সংকল্প করেন, তখন আল্লাহর উপর নির্ভর করুন। নিশ্চয় আল্লাহ তায়ালা তার উপর নির্ভরশীলদের ভালোবাসেন। (আল-ইমরান : আয়াত ১৫৯)। অতঃপর বলছি, তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা প্রার্থনা কর। তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দেবেন। তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্যে উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্যে নদীনালা প্রবাহিত করবেন।’ (সুরা নুহ : আয়াত ১০-১২)।
কৃতজ্ঞতা :কৃতজ্ঞতা জ্ঞাপন করা যে কোনো কাজে অন্যায় অপরাধ এড়িয়ে চলা। আল্লাহর শুকরিয়া ও প্রশংসায় নিজেকে নিয়োজিত রাখায় রয়েছে প্রশান্তি ও সর্বোত্তম প্রাপ্তি। আল্লাহ তায়ালা বান্দাকে বার বার তার শুকরিয়া ও প্রশংসার কথা বলেছেন। আল্লাহ তায়ালা বলেন-- যখন তোমাদের পালনকর্তা ঘোষণা করলেন যে, যদি কৃতজ্ঞতা স্বীকার কর, তবে তোমাদের আরও (নেয়ামত) দেব এবং যদি অকৃতজ্ঞ হও তবে নিশ্চয়ই আমার শাস্তি হবে কঠোর।’ (সুরা ইবরাহিম : আয়াত ৭)- সুতরাং তোমরা আমাকে স্মরণ কর, আমিও তোমাদের স্মরণ রাখবো এবং আমার কৃতজ্ঞতা প্রকাশ কর; অকৃতজ্ঞ হয়ো না।’ (সুরা বাকারা : ১৫২)
এভাবে আল্লাহ তায়ালা কোরআনুল কারিমের অনেক স্থানে দোয়া, সবর, ক্ষমা ও শুকরিয়ার কথা বলেছেন। হাদিসে পাকের এ গুণগুলোর ব্যাপারে অসংখ্য বর্ণনা রয়েছে। এ গুণগুলোর যথাযথ বাস্তবায়নে রয়েছে দুনিয়ায় সুন্দর জীবনের হাতছানি এবং পরকালের মহা সফলতা। মহান আল্লাহ তায়ালা মুসলিম উম্মাহকে প্রতিটি ক্ষেত্রে কখনো দোয়া, কখনো সবর, কখন ক্ষমা আবার কখনো এড়িয়ে চলার মাধ্যমে সুন্দর জীবন গঠনের তাওফিক দান করুন। আমিন ।


বিভাগ : ইসলামী জীবন


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

মুঠোফোন গ্রাহকদের ওপর বাড়তি করের বোঝা না চাপানোর আহ্বান

মুঠোফোন গ্রাহকদের ওপর বাড়তি করের বোঝা না চাপানোর আহ্বান

শ্রীলঙ্কায় ইসলাম বিদ্বেষী বক্তব্যের অভিযোগে বৌদ্ধ ভিক্ষু গনানসারার কারাদণ্ড

শ্রীলঙ্কায় ইসলাম বিদ্বেষী বক্তব্যের অভিযোগে বৌদ্ধ ভিক্ষু গনানসারার কারাদণ্ড

ট্রাম্পের ঘুষের মামলায় সাজা স্থগিতের আবেদন খারিজ

ট্রাম্পের ঘুষের মামলায় সাজা স্থগিতের আবেদন খারিজ

সৎ ভাইকে ফাঁসাতে বাকপ্রতিবন্ধী মেয়েকে হত্যায় অভিযুক্ত বাবার আত্মসমর্পণ

সৎ ভাইকে ফাঁসাতে বাকপ্রতিবন্ধী মেয়েকে হত্যায় অভিযুক্ত বাবার আত্মসমর্পণ

৭ ডিগ্রীতে পঞ্চগড়ের তাপমাত্রা,বইছে মাঝারি শৈত্যপ্রবাহ

৭ ডিগ্রীতে পঞ্চগড়ের তাপমাত্রা,বইছে মাঝারি শৈত্যপ্রবাহ

শতাধিক পণ্য ও সেবায় শুল্ক-কর বাড়িয়ে অধ্যাদেশ জারি

শতাধিক পণ্য ও সেবায় শুল্ক-কর বাড়িয়ে অধ্যাদেশ জারি

সীমান্তে বাংলাদেশি নিহত : পতাকা বৈঠকে বিএসএফকে বিজিবির কড়া প্রতিবাদ

সীমান্তে বাংলাদেশি নিহত : পতাকা বৈঠকে বিএসএফকে বিজিবির কড়া প্রতিবাদ

নিকোলাস মাদুরোর তৃতীয় শপথ, রাজনৈতিক দমন-পীড়নের আশঙ্কা

নিকোলাস মাদুরোর তৃতীয় শপথ, রাজনৈতিক দমন-পীড়নের আশঙ্কা

সুপার কাপ ফাইনালে বার্সা-রিয়াল মহারণ

সুপার কাপ ফাইনালে বার্সা-রিয়াল মহারণ

কার সাথে সংসার করছেন জয়া?

কার সাথে সংসার করছেন জয়া?

২৪ বিপ্লবের শহীদদের মতো বিডিআরের নিহতদের ক্ষতিপূরণ দিতে হবে

২৪ বিপ্লবের শহীদদের মতো বিডিআরের নিহতদের ক্ষতিপূরণ দিতে হবে

টানা চার ম্যাচে রোনালদোর গোল,নতুন বছর জয় দিয়ে শুরু নাসেরের

টানা চার ম্যাচে রোনালদোর গোল,নতুন বছর জয় দিয়ে শুরু নাসেরের

শিক্ষার্থীদের দাবি অনুযায়ী ১৫ জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র দেওয়া সম্ভব নয় : উপদেষ্টা মাহফুজ

শিক্ষার্থীদের দাবি অনুযায়ী ১৫ জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র দেওয়া সম্ভব নয় : উপদেষ্টা মাহফুজ

টঙ্গীবাড়ীতে মসজিদের ইমামকে কুপিয়ে জখম

টঙ্গীবাড়ীতে মসজিদের ইমামকে কুপিয়ে জখম

জার্মানিতে পাঁচ লাখের বেশি মানুষ গৃহহীন

জার্মানিতে পাঁচ লাখের বেশি মানুষ গৃহহীন

চীনে ছাত্রের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

চীনে ছাত্রের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এনআইডি : আইন পর্যালোচনায় রোববার বৈঠকে বসছে ইসি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এনআইডি : আইন পর্যালোচনায় রোববার বৈঠকে বসছে ইসি

কুমিল্লায় জনসম্মুখে শিশুকে দুগ্ধপান

কুমিল্লায় জনসম্মুখে শিশুকে দুগ্ধপান

যুক্তরাষ্ট্রে টিকটক নিষেধাজ্ঞা নিয়ে সুপ্রিম কোর্টে চূড়ান্ত লড়াই

যুক্তরাষ্ট্রে টিকটক নিষেধাজ্ঞা নিয়ে সুপ্রিম কোর্টে চূড়ান্ত লড়াই

টিউলিপ সিদ্দিককে মন্ত্রিত্ব থেকে সরানোর কথা ভাবছেন কিয়ার স্টারমার

টিউলিপ সিদ্দিককে মন্ত্রিত্ব থেকে সরানোর কথা ভাবছেন কিয়ার স্টারমার