অত্যাচারী শাসকের পরিণাম
১৮ জানুয়ারি ২০২৫, ১২:০৫ এএম | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫, ১২:০৫ এএম

ইসলামি শরিয়তের দৃষ্টিতে জুলুম কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। এর পরিণাম ভয়াবহ। শাসক যদি অত্যাচারী হয়, তাহলে দেশের জনগণ যেমন শান্তি পায় না, অত্যাচারী ব্যক্তি নিজেও শান্তিতে থাকতে পারে না। দীর্ঘদিনের অন্যায়-অবিচারে জনমনে তার ওপর চাপা ক্ষোভ জন্ম নেয় এবং ধীরে ধীরে তা বাড়তে থাকে। এ ক্ষোভের বিস্ফোরণ যখন হয়, তখন অত্যাচারীর শক্তিশালী মসনদ উল্টে যায় নিমেষেই।
জুলুমের পরিণতি: হজরত আব্দুল্লাহ ইবনে উমর (রা.) থেকে বর্ণিত হাদিসে জুলুমের পরিণাম সম্পর্কে রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘তোমরা জুলুম থেকে বেঁচে থাকো, কারণ জালিম কেয়ামত দিবসে ঘোর অন্ধকারে নিপতিত হবে।’ (সহিহ বুখারি, হাদিস: ২৪৪৭) অন্য হাদিসে হজরত আবু জর (রা.) থেকে বর্ণিত হয়েছে, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘আল্লাহ তায়ালা বলেন, হে আমার বান্দারা! আমি আমার নিজ সত্তার উপর জুলুম হারাম করেছি, অতএব তোমরা একে অপরের উপর জুলুম করো না।’ (সহিহ মুসলিম : ৬৪৬৬)।
জুলুমের শাস্তি ভয়াবহ। আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে বলেন, ‘তোমাদের মধ্যে যে কেউ জুলুমের কাজে জড়িত, তাকে আমি গুরুতর শাস্তি আস্বাদন করাব।’ (সুরা ফুরকান : ১৯)। অন্য আয়াতে বলা হয়েছে, ‘আর যারা জালিম, তাদের কোনো অভিভাবক ও সাহায্যকারী নেই।’ (সুরা শুরা : ০৮)।
অত্যাচারী শাসকের শাস্তি : পরকালে অত্যাচারী শাসকদের শাস্তি তো অবশ্যম্ভাবী। কখনো ইহকালেও তারা বিভিন্ন শাস্তির সম্মুখীন হয়। আল্লাহ তায়ালা তাদের ওপর বিভিন্ন বিপদ চাপিয়ে দেন। হজরত আবু মুসা আশআরি (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘আল্লাহ তায়ালা অত্যাচারীকে ঢিল দিয়ে থাকেন। অবশেষে যখন পাকড়াও করেন, আর ছাড়েন না। অতঃপর তিনি এই আয়াত তেলাওয়াত করেন, ‘যে-সব জনপদ জুলুমে লিপ্ত হয়, তোমার প্রতিপালক যখন তাদের ধরেন, তখন তার ধরা এমনই হয়ে থাকে। নিশ্চয় তার পাকড়াও খুবই মারাত্মক, বড় কঠোর।’ (সহিহ বুখারি : ৪৬৮৬; সুরা হুদ : ১০২)।
আল্লাহ তায়ালা অত্যাচারী অবাধ্যদের ইহকালীন বিভিন্ন শাস্তির কথা পবিত্র কোরআনে বর্ণনা করেছেন। সেগুলোর কয়েকটি হলো : এক. জুলুম কখনো স্থায়ী হয় না। অত্যাচারের মূলোৎপাটন হবেই। আল্লাহ তায়ালা বলেন, ‘অতঃপর তারা যখন সে উপদেশ ভুলে গেল, যা তাদের দেওয়া হয়েছিল, তখন আমি তাদের সামনে সবকিছুর দ্বার উন্মুক্ত করে দিলাম। এমনকি যখন তাদের প্রদত্ত বিষয়াদির জন্য তারা খুব গর্বিত হয়ে পড়ল, আমি অকস্মাৎ তাদের পাকড়াও করলাম। ফলে তারা সম্পূর্ণ নিরাশ হয়ে গেল। এভাবে যারা জুলুম করেছিল, তাদের মূলোচ্ছেদ করা হলো।’ (সুরা আনআম : ৪৪-৪৫)। অত্যাচারীদের এ আয়াতে সতর্ক করা হয়েছে, তারা যেন পার্থিব শাস্তি থেকে নিজেদের নিরাপদ মনে না করে। পার্থিব জীবনেও তারা বিভিন্ন শাস্তির সম্মুখীন হতে পারে, যেমনটা পূর্ববর্তী লোকেরা হয়েছে।
দুই. জালিমের ধ্বংস অনিবার্য। আল্লাহ তায়ালা বলেন, ‘আমি কত জনপদকেই ধ্বংস করেছি, যখন তারা জুলুমে রত ছিল। এসব জনপদ এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, কত কূপ হয়েছে পরিত্যক্ত এবং কত সুদৃঢ প্রাসাদ ধ্বংস হয়েছে।’ (সুরা হজ : ৪৫)। তিন. আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। বর্ণিত হয়েছে, ‘আমি কত জনপদকেই তো অবকাশ দিয়েছিলাম, এরা ছিল জালিম। অবশেষে আমি তাদের পাকড়াও করেছি।’ (সুরা হজ : ৪৮)।
চার. অত্যাচারী ফেরাউনের পরিণতি পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে এভাবে, ‘ফেরাউন ও তার বাহিনী অন্যায়ভাবে পৃথিবীতে অহমিকা প্রদর্শন করছিল। তারা মনে করেছিল, তারা আমার কাছে প্রত্যাবর্তিত হবে না। অতঃপর আমি তাকে ও তার বাহিনীকে পাকড়াও করলাম এবং সমুদ্রে নিক্ষেপ করলাম। এবার দেখ জালিমদের পরিণতি কী হয়েছে।’ (সুরা কাসাস : ৩৯-৪০)।
জালিমের সহযোগী: শুধু অত্যাচারী না, বরং যাদের সহযোগিতায় সে সাধারণ মানুষের উপর জুলুম নির্যাতন করবে, জালিম শাসককে যারা সাহায্য করবে, তাদেরও ভয়াবহ পরিণতি বরণ করতে হবে। আল্লাহ তায়ালা বলেন, ‘এবং তোমরা ঐ জালিমদের প্রতি একটুও ঝুঁকবে না, অন্যথায় জাহান্নামের আগুন তোমাদেরও স্পর্শ করবে।’ (সুরা হুদ : ১১৩) আল্লাহ তায়ালা আমাদের অত্যাচারী শাসক ও তার সহযোগী হওয়া থেকে রক্ষা করুন। আমিন।
বিভাগ : ইসলামী জীবন
মন্তব্য করুন
আরও পড়ুন

অবসরের ঘোষণা দিলেন জার্মানির বিশ্বকাপজয়ী তারকা

রোনালদোর জোড়া গোলে চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলালকে হারাল নাসের

প্রয়োজনীয় সংস্কার করে যথাসম্ভব দ্রুত নির্বাচন দিতে হবে: মিয়া গোলাম পরওয়ার

মুসল্লিদের বাধায় নাটক মঞ্চায়ন বাতিলের সংবাদ বিভ্রান্তিকর

মানুষ ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে স্বাচ্ছন্দ্যে ঈদ উদযাপন করেছে: আবদুল হালিম

থাইল্যান্ড থেকে দেশের উদ্দেশে রওনা হলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

নারীবান্ধব পাবলিক টয়লেট

মেডিক্যাল ট্যুরিজম

প্রেসার গ্রুপের ভালো-মন্দ

রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে

ইশার নামাজের সাথে সাথে বিতির নামাজ না পড়া প্রসঙ্গে?

প্রশ্ন : মরণোত্তর চক্ষুদান বা অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ দান কি শরীয়ত সমর্থন করে?

মানুষের শ্রেষ্ঠত্ব হচ্ছে উত্তম চরিত্রে

খালেস নিয়তে আমল করলে প্রতিদান সুনিশ্চিত

ঈদ আসে-ঈদ যায়, স্মৃতিটুকু রয়ে যায়

ইসলামের দৃষ্টিতে পরোপকারের গুরুত্ব ও ফজিলত

ভাড়া বৃদ্ধির প্রতিবাদ করায় যাত্রীকে মারধর

কৃষক জজ মিয়ার মৃত্যু নিয়ে রহস্য

সরিষাবাড়ীতে বিএনপি’র দু’গ্রুপে দফায় দফায় সংঘর্ষ

কনস্টেবলকে মারধরের অভিযোগ