দ্বীনের জন্য খাদিজা (রা.) এর অবদান
০১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

হযরত খাদিজা (রা.) ছিলেন রাসুল (সা.) এর প্রথম স্ত্রী। যিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন। মহানবী হয়রত মুহাম্মদ (সা.) এর কাছ থেকে সর্বপ্রথম ইসলাম গ্রহণের সৌভাগ্য কোনো পুরুষের হয় নি। কারণ, আল্লাহ তায়ালা সর্বপ্রথম ইসলাম গ্রহণের সৌভাগ্য দিয়েছিলেন হযরত খাদিজা (রা.) কে। শুধু প্রথম ইসলাম গ্রহণই নয় বরং হযরত খাদিজা (রা.) সর্বপ্রথম ওযু করেছিলেন, সালাত আদায় করেছিলেন, প্রথম দান করেছেন এমনকি তিনিই রাসুল (সা.) একমাত্র স্ত্রী যিনি সন্তান জন্মদানের গৌরব অর্জন করেছিলেন। তিনিই প্রথম উম্মতে মুহাম্মদির মধ্যে দুনিয়াতে বেহেশতের সুসংবাদ পেয়েছিলেন।
আল্লাহ তায়ালা খাদিজা (রা.) কে পাঠিয়েছিলেন নিয়ামত স্বরূপ। কারণ, রাসুল (সা.) এর সবচেয়ে কঠিন সময়ে তিনি সাহস যুগিয়েছিলেন। যখন মক্কার কাফেররা রাসুল (সা.) এর উপর উৎসব ও উপাসনায় অংশ গ্রহণ করার জন্য চাপ প্রয়োগ করছিল, তখন খাদিজা (রা.) এর কাছে থেকে দৃঢ় সমর্থন পেয়েছিলেন উপাসনা না করার জন্য। মুসনাদ ইবনে হাম্বলের বর্ণনা থেকে পাওয়া যায়, খাদিজা (রা.) এর এক প্রতিবেশী এক রাতে হযরত মুহাম্মদ (সা.) কে বলতে শুনলেন, ‘হে খাদিজা! আল্লাহর কসম, আমি কখনো লাত উজ্জার পূজা করব না, আল্লাহর কসম, কখনোই তাদের অর্চনা করা আমার পক্ষে সম্ভব নয়।’ তখন খাদিজা (রা.) বলেন, ‘দূর হোক লাত উজ্জা। লাত উজ্জার বিষয়ে আলোচনাই করবেন না।’ (মুসনাদে আহমদ : ১৭৪৮৭)।
প্রথম ওহি অবতীর্ণের আগে রাসুল (সা.) অস্বাভাবিক কিছু অভিজ্ঞতা লাভ করেন। বুখারিতে বর্ণিত আছে, ‘রাসুল (সা.) নবুয়ত লাভের পূর্বে ছয় মাস সত্য স্বপ্ন দেখেছেন।’ এসকল ঘটনা রাসুল (সা.) খাদিজা (রা.) কে বর্ণনা করলে তিনি তাকে সমর্থন করেন এবং সাহস যোগান। আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, ‘মাঝে মাঝে রাসুল (সা.) একটি আলো দেখতেন অথবা সালাম ধ্বনি শুনতেন।’ রাসুল (সা.) খাদিজা (রা.) কে বলেন, ‘হে আবদুল্লাহর সন্তান! আল্লাহ তায়ালা কখনো আপনাকে অমঙ্গল করবেন না।’ অন্য এক হাদিসে বর্ণিত আছে, রাসুল (সা.) খাদিজা (রা.) কে বললেন, ‘আমি যা স্বপ্নে দেখি তা সত্যে পরিণত হয়।’ খাদিজা (রা.) বলেন, ‘এটা ভালো সংবাদ, আপনার সাথে ভালো বৈ খারাপ কিছু ঘটতে পারে না।’
বিখ্যাত তাবেয়ী ইমাম যুহরী বলেন, ‘রুকাইয়ার জন্মের সময় থেকে মুহাম্মদ (সা.) নির্জনতা পছন্দ শুরু করেন, হেরা গুহায় যাওয়া শুরু করেন।’ অর্থাৎ সে সময় বিভিন্ন কারণে কোরাইশদের সঙ্গ তার পছন্দ হচ্ছিল না। সে সময় রাসুল (সা.) হেরা গুহায় বহু রাত কাটিয়েছেন। হযরত খাদিজা (রা.) রাসুল (সা.) কে খাবার প্রস্তুত করে দিতেন। খাবার শেষ হলে তিনি মক্কায় ফিরে আসতেন, কাবা শরীফ তাওয়াফ করতেন অতঃপর খাদিজা (রা.) এর ঘরে ফিরে যেতেন। হযরত খাদিজা (রা.) অনেক সময় খাবার নিয়ে হেরা গুহায় রাসুল (সা.) এর কাছে যেতেন। কখনো কখনো তিনি হেরা গুহায় রাসুল (সা.) এর সাথে অবস্থান করেছেন। হেরা গুহা থেকে খাদিজা (রা.) এর বাড়ির দূরত্ব প্রায় দুই ঘন্টার পথ। খাদিজা (রা.) এর ঘর ছিল কাবার পাশে। সেখান থেকে তিনি মরুভূমির প্রায় দুই ঘন্টার পথ অতিক্রম করে হেরা গুহায় পৌছাতেন। রাসুল (সা.) এমন কঠিন মুহুর্তে হযরত খাদিজা (রা.) কে তার পাশে পেয়েছেন। আর খাদিজা (রা.) রাসুল (সা.) এর উপর আস্থা রেখেছেন,তাকে প্রেরণা দিয়েছেন। এটাই খাদিজা (রা.) এর অনিন্দ্য বৈশিষ্ট্য। এছাড়া রাসুল (সা.) এর ওপর যখন প্রথম ওহী নাজিল হয়, তিনি ভয়ে কাঁপতে কাঁপতে খাদিজা (রা.) এর কাছে এলে তিনি তাকে চাদরাবৃত করেন। তাকে সাহস যোগান, যা আমরা সবাই অবগত। হযরত খাদিজা (রা.) ছিলেন আরবের অন্যতম ধনাঢ্য মহিলা। সিরিয়াসহ বিভিন্ন অঞ্চলে তার বাণিজ্য চলত। তার সমুদয় সম্পত্তি ইসলাম প্রচারের জন্য রাসুল (সা.) কে দিয়ে দেন। খাদিজা (রা.) সমস্ত সম্পত্তি রাসুল (সা.) দান করে দিতে থাকেন। এতে খাদিজা (রা.) তাকে পূর্ণ সমর্থন দিয়েছিলেন।নবুযতের সপ্তম বছরে কুরাইশরা যখন (রা.) এর গোত্র বনু হাশিম ও বনু মুত্তালিবকে সামাজিক এবং অর্থনৈতিকভাবে বয়কট করে শিয়াবে আবু তালিবে বন্দী করে তখন মক্কার সেই সম্ভান্ত্র মহিলা খাদিজা (রা.) ও সেখানে প্রায় ৩ বছর বন্দী ছিলেন। তারা খাদ্যাভাবে অনেক সময় গাছের পাতা খেয়েও দিনাতিপাত করেছিলেন।
অর্থাৎ খাদিজা (রা.) ইসলামের পূর্ব থেকে রাসুল (সা.) কে যেভাবে অভয়, অনুপ্রেরণা ও সাহায্য করে এসেছেন তা অতুলনীয়। তাইতো খাদিজা (রা.) এর প্রতি রাসুল (সা.) এর গভীর অনুভূতি প্রকাশ পায়। খাদিজা (রা.) এর জীবদ্দশায় তিনি কোনো স্ত্রী গ্রহণ করেন নি। তিনি অন্যান্য উম্মুল মুমিনীনদের থেকে অধিক মর্যাদাবান। আর তাই স্বয়ং আল্লাহ তায়ালা খাদিজা (রা.) কে সালাম পাঠিয়েছেন এবং জান্নাতের সুসংবাদ দিয়েছেন। একজন সম্ভ্রান্ত নারী হয়েও তিনি দ্বীনের জন্য যতটা ত্যাগ স্বীকার করেছেন তা বিশ্বের প্রত্যেক মুসলিম নর-নারীর জন্য এক অতুলনীয় আদর্শ।
বিভাগ : ইসলামী জীবন
মন্তব্য করুন
আরও পড়ুন

চাঁদপুরে মিষ্টি তৈরিতে ভেজাল, দুই দোকানির জরিমানা

প্যালেস্টাইনে গণহত্যায় ভারতের প্রতিক্রিয়া নিযে যা বললেন পিনাকী

মতলবে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মাফিয়া শেখ তাপসের অবস্থান জানালেন ডিবি হারুন!

নিকলীতে ছাত্র-জনতার আন্দোলনে হামলার আসামি গ্রেফতার

নাটোরে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

পিলখানা হত্যাকাণ্ড: বিডিআর জওয়ানদের জামিনের আদেশ ফের পেছাল

ঘোড়াঘাটে এসএসসি ও সমানের পরীক্ষায় অনুপস্থিত ৩৩ জন

পানামা খাল চীনের নিয়ন্ত্রণে থাকতে পারে না : যুক্তরাষ্ট্র

সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস প্লাটিনাম রিজার্ভ মেটাল ক্রেডিট কার্ড-বাংলাদেশের প্রথম আমেরিকান এক্সপ্রেস মেটাল কার্ড

ইনভেস্টমেন্ট সামিটে ১ ট্রিলিয়ন ডলারের ইকোনমি ঘোষণা বিএনপির

দেশের সব মাদরাসায় দুই দিনব্যাপী বাংলা নববর্ষ উদযাপনের নির্দেশ

ট্রান্সশিপমেন্ট বাতিলের পর বাংলাদেশি পণ্যবাহী ৪ ট্রাক ফেরত পাঠাল ভারত

রাজনগরে বোরো ধানের বাম্পার ফলন, শিলাবৃষ্টির আশংকায় দুশ্চিন্তায় কৃষক

রাবির ভর্তি ফরম বিক্রিতে রেকর্ড আয়: এক মৌসুমেই ৩১ কোটি টাকা!

নীলফামারীর বিএনপি নেতা তুহিনের নির্দেশে তিস্তার বালুর বাধ পরিদর্শনে ডিমলা উপজেলা বিএনপি

পাঁচবিবিতে এসএসসি পরীক্ষার ১ম দিনে ৫৫ শিক্ষার্থী অনুপস্থিত

টাঙ্গাইলে ৮৫টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা চলছে

দিনাজপুরে এলজিইডি ভবনে আগুন, আটকে পড়া দুজন উদ্ধার

মোমবাতি জ্বালিয়ে বীরগঞ্জে এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা সম্পন্ন