থার্টি ফাস্ট নাইট নিষিদ্ধ করতে হবে আইন করে জুমার খুৎবা পূর্ব বয়ান
২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৬ পিএম | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৬ পিএম
ইংরেজি নববর্ষ উদযাপন ইসলামের শিক্ষা নয়। এটি ভিন্ন জাতির অনৈতিক কালচার। ভিন্ন জাতির কৃষ্টি-কালচার অনুসরণ করা আর আল্লাহর নাফরমানি করা একই কথা। থার্টি ফাস্ট নাইট এবং ইংরেজি নববর্ষ উদযাপন মুসলমানের রীতিনীতি নয়। থার্টি ফাস্ট নাইট নিষিদ্ধ করতে আইন প্রণয়ন করা উচিত। একমাত্র ইসলামের বিধানই অনুসরণ করতে হবে। ভিন্ন জাতির অনৈতিক কৃষ্টি-কালচার থেকে পুরোপুরি বিরত থাকতে হবে। আজ জুমার খুৎবা পূর্ব বয়ানে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক এসব কথা বলেন।
খতিব বলেন, আল্লাহ মানুষকে তার দাঁড়ি সাদা করে দিয়ে কবর ও আখেরাতের কথা স্মরণ করিয়ে দেন। ইসলামের শিক্ষা হলো প্রতিদিন সকাল-সন্ধ্যা কবরকে স্মরণ করা। তিনি আরও বলেন, ঘুম এক ধরনের মৃত্যু। ঘুম থেকে উঠে নিয়ত করতে হবে যে, আমি আল্লাহর নাফরমানি করব না, মানুষের হক নষ্ট করব না এবং মানুষের ওপর জুলুম করব না।
সচিবালয়ের অগ্নিকাণ্ড প্রসঙ্গে খতিব বলেন, কারও দায়িত্বে অবহেলার কারণে সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে তা বড় গুনাহের কাজ। তিনি বলেন, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের রক্তের সাথে বেঈমানি করা যাবে না। দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।
গাজীপুরের টঙ্গী পূর্ব আরিচপুর সরকারবাড়ি ঈদগাহ মসজিদুল আকসার খতিব মাওলানা রিয়াদুল ইসলাম মল্লিক আজ জুমার খুৎবা পূর্ব বয়ানে বলেন, ক্যালেন্ডারের হিসেবে একটি বর্ষ শেষ হয়ে আরেকটি বর্ষ শুরু হতে যাচ্ছে। এখন তারিখ লিখতে বছরের ঘরে লেখা হবে ২০২৫। চলতি তারিখ লিখতে গিয়ে আর কখনোই লেখা হবে না ২০২৪। এই বছরটি আমাদের জীবনে একবারই এসেছে। আর এই যে বিদায় নিচ্ছে, তা আর কখনোই ফিরে আসবে না।
ক্যালেন্ডারে সংখ্যার এই আসা-যাওয়া প্রকৃতপক্ষে আমাদেরই জীবনের কাব্য। যে এসেছে, শুধু একবারের জন্যই এসেছে। আর যে বিদায় নিয়েছে, চিরদিনের জন্য বিদায় নিয়েছে। ক্যালেন্ডার থেকে একটি সংখ্যার বিদায় মানে সংখ্যার বিদায় নয়, আমাদের জীবনকালের একটি অংশের বিদায়। তাই বর্ষশুরু ও বর্ষশেষ কোনো উৎসবের ব্যাপার নয়, এটি চিন্তা-ভাবনা ও হিসাব-নিকাশের ব্যাপার।
পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে: “তিনিই সৃষ্টি করেছেন রাত্রি ও দিবসকে পরস্পরের অনুগামী রূপে; তার জন্য যে উপদেশ গ্রহণ করে ও কৃতজ্ঞ হতে চায়।” – সূরা ফুরকান: ৬২। অন্যত্র ইরশাদ হয়েছে: “যে কণা পরিমাণ ভালো কাজ করবে, সে তা দেখতে পাবে। আর যে কণা পরিমাণ মন্দ কাজ করবে, সেও তা দেখতে পাবে।” – সূরা যিলযাল: ৭-৮।
দিন-রাতের গমনাগমন আমাদের ব্যয় হয়ে যাওয়া জীবন সম্পর্কে সতর্ক করে। প্রতিটি সন্ধ্যা বার্তা দেয় যে, তোমার জীবন থেকে একটি দিন ফুরিয়ে গেল। প্রতিটি ভোর জানায় যে, আরও একটি রাত জীবন থেকে বিদায় নিল। অতীতের দিন ও রাত যদি ভালো কাজে ব্যয় হয়ে থাকে, তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আর যদি মন্দ কাজে ব্যয় হয়ে থাকে, তাহলে ভবিষ্যতের জন্য সংশোধনের সংকল্প নিতে হবে।
হাদিস শরিফে ইরশাদ হয়েছে, “বুদ্ধিমান তো সেই, যে নিজের হিসাব নেয় এবং মৃত্যুর পরের জীবনের জন্য কর্ম করে। আর অক্ষম সে, যে প্রবৃত্তির অনুসারী হয় এবং আল্লাহর প্রতি অলীক প্রত্যাশা পোষণ করে।” – জামে তিরমিজি।
কোরআন-সুন্নাহর অনুসারী ব্যক্তি সহজেই চিন্তা ও কর্মের বক্রতা থেকে মুক্ত থাকতে পারে। থার্টি ফাস্ট নাইটের অনাচার আমাদের স্মরণ করিয়ে দেয় এই মহান নিয়ামত এবং আদর্শহীন মানুষের দিশাহীনতার কথা। আমরা মহান আল্লাহর শুকরিয়া আদায় করি এবং ‘থার্টি ফাস্ট’-গ্রস্ত বন্ধুদের জন্য তার কাছে হেদায়েতের প্রার্থনা করি। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। আমিন।
বিভাগ : ইসলামী জীবন
মন্তব্য করুন
আরও পড়ুন
জাসদ নেতা ও সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম মিন্টু অস্ত্রসহ গ্রেপ্তার
নতুন বছরের বন্দি বিনিময়ের আশায় ইউক্রেন
রামগতি-কমলনগরে চলছে ৫৮ টি অবৈধ ইটভাটা সংবাদ প্রকাশের পরও টনক নড়েনি প্রশাসনের
সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিষিদ্ধ করে যা জানালো প্রধান উপদেষ্টার প্রেস উইং
সদরপুরে হেরোইনসহ দুই যুবক আটক
নিউইয়র্কে কারাগারে বন্দি হত্যার ভিডিও প্রকাশ, তদন্ত শুরু
জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়-হারুনুর রশিদ
সড়ক দুর্ঘটনায় পবিপ্রবির উপপরিচালকের মৃত্যু
'মলম' ময়ূখ বিধ্বস্ত তারেকের যুক্তির কাছে: অতঃপর পলায়ন!
হাসিনাকে ফেরাতে ঢাকার অনুরোধকে কেন গুরুত্ব দিচ্ছে না ভারত?
দেশবাসীকে আশ্বস্ত করছি, আমরা বসে নেই: পিনাকী ভট্টাচার্য
৪১ বছর ইমামতি করা ইমামকে রাজকীয় বিদায়
ট্রাম্পের সমর্থকদের মধ্যে বিদেশি কর্মী, ভিসা নিয়ে বিতর্ক
আজও ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’
মাদারীপুরের মুখে গামছা বাঁধা অবস্থায় শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার
বাংলাদেশের মানুষ ভারতের আধিপত্যবাদ রুখে দিবে: মিজানুর রহমান আজহারী
টেনিস বল ক্রিকেট চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে অংশ নিতে নেপাল গেল সৈয়দপুরের দল
আকাশ মণ্ডল থেকে ইরফান, তদন্তে জানা গেলো আসল পরিচয়
পর্তুগালে জাসাসের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
আজারবাইজানের বিমান বিধ্বস্তের ঘটনায় ইউক্রেনকে দায়ী করলেন রুশ বিমান প্রধান