থার্টি ফাস্ট নাইট নিষিদ্ধ করতে হবে আইন করে জুমার খুৎবা পূর্ব বয়ান
২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৬ পিএম | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৬ পিএম
ইংরেজি নববর্ষ উদযাপন ইসলামের শিক্ষা নয়। এটি ভিন্ন জাতির অনৈতিক কালচার। ভিন্ন জাতির কৃষ্টি-কালচার অনুসরণ করা আর আল্লাহর নাফরমানি করা একই কথা। থার্টি ফাস্ট নাইট এবং ইংরেজি নববর্ষ উদযাপন মুসলমানের রীতিনীতি নয়। থার্টি ফাস্ট নাইট নিষিদ্ধ করতে আইন প্রণয়ন করা উচিত। একমাত্র ইসলামের বিধানই অনুসরণ করতে হবে। ভিন্ন জাতির অনৈতিক কৃষ্টি-কালচার থেকে পুরোপুরি বিরত থাকতে হবে। আজ জুমার খুৎবা পূর্ব বয়ানে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক এসব কথা বলেন।
খতিব বলেন, আল্লাহ মানুষকে তার দাঁড়ি সাদা করে দিয়ে কবর ও আখেরাতের কথা স্মরণ করিয়ে দেন। ইসলামের শিক্ষা হলো প্রতিদিন সকাল-সন্ধ্যা কবরকে স্মরণ করা। তিনি আরও বলেন, ঘুম এক ধরনের মৃত্যু। ঘুম থেকে উঠে নিয়ত করতে হবে যে, আমি আল্লাহর নাফরমানি করব না, মানুষের হক নষ্ট করব না এবং মানুষের ওপর জুলুম করব না।
সচিবালয়ের অগ্নিকাণ্ড প্রসঙ্গে খতিব বলেন, কারও দায়িত্বে অবহেলার কারণে সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে তা বড় গুনাহের কাজ। তিনি বলেন, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের রক্তের সাথে বেঈমানি করা যাবে না। দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।
গাজীপুরের টঙ্গী পূর্ব আরিচপুর সরকারবাড়ি ঈদগাহ মসজিদুল আকসার খতিব মাওলানা রিয়াদুল ইসলাম মল্লিক আজ জুমার খুৎবা পূর্ব বয়ানে বলেন, ক্যালেন্ডারের হিসেবে একটি বর্ষ শেষ হয়ে আরেকটি বর্ষ শুরু হতে যাচ্ছে। এখন তারিখ লিখতে বছরের ঘরে লেখা হবে ২০২৫। চলতি তারিখ লিখতে গিয়ে আর কখনোই লেখা হবে না ২০২৪। এই বছরটি আমাদের জীবনে একবারই এসেছে। আর এই যে বিদায় নিচ্ছে, তা আর কখনোই ফিরে আসবে না।
ক্যালেন্ডারে সংখ্যার এই আসা-যাওয়া প্রকৃতপক্ষে আমাদেরই জীবনের কাব্য। যে এসেছে, শুধু একবারের জন্যই এসেছে। আর যে বিদায় নিয়েছে, চিরদিনের জন্য বিদায় নিয়েছে। ক্যালেন্ডার থেকে একটি সংখ্যার বিদায় মানে সংখ্যার বিদায় নয়, আমাদের জীবনকালের একটি অংশের বিদায়। তাই বর্ষশুরু ও বর্ষশেষ কোনো উৎসবের ব্যাপার নয়, এটি চিন্তা-ভাবনা ও হিসাব-নিকাশের ব্যাপার।
পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে: “তিনিই সৃষ্টি করেছেন রাত্রি ও দিবসকে পরস্পরের অনুগামী রূপে; তার জন্য যে উপদেশ গ্রহণ করে ও কৃতজ্ঞ হতে চায়।” – সূরা ফুরকান: ৬২। অন্যত্র ইরশাদ হয়েছে: “যে কণা পরিমাণ ভালো কাজ করবে, সে তা দেখতে পাবে। আর যে কণা পরিমাণ মন্দ কাজ করবে, সেও তা দেখতে পাবে।” – সূরা যিলযাল: ৭-৮।
দিন-রাতের গমনাগমন আমাদের ব্যয় হয়ে যাওয়া জীবন সম্পর্কে সতর্ক করে। প্রতিটি সন্ধ্যা বার্তা দেয় যে, তোমার জীবন থেকে একটি দিন ফুরিয়ে গেল। প্রতিটি ভোর জানায় যে, আরও একটি রাত জীবন থেকে বিদায় নিল। অতীতের দিন ও রাত যদি ভালো কাজে ব্যয় হয়ে থাকে, তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আর যদি মন্দ কাজে ব্যয় হয়ে থাকে, তাহলে ভবিষ্যতের জন্য সংশোধনের সংকল্প নিতে হবে।
হাদিস শরিফে ইরশাদ হয়েছে, “বুদ্ধিমান তো সেই, যে নিজের হিসাব নেয় এবং মৃত্যুর পরের জীবনের জন্য কর্ম করে। আর অক্ষম সে, যে প্রবৃত্তির অনুসারী হয় এবং আল্লাহর প্রতি অলীক প্রত্যাশা পোষণ করে।” – জামে তিরমিজি।
কোরআন-সুন্নাহর অনুসারী ব্যক্তি সহজেই চিন্তা ও কর্মের বক্রতা থেকে মুক্ত থাকতে পারে। থার্টি ফাস্ট নাইটের অনাচার আমাদের স্মরণ করিয়ে দেয় এই মহান নিয়ামত এবং আদর্শহীন মানুষের দিশাহীনতার কথা। আমরা মহান আল্লাহর শুকরিয়া আদায় করি এবং ‘থার্টি ফাস্ট’-গ্রস্ত বন্ধুদের জন্য তার কাছে হেদায়েতের প্রার্থনা করি। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। আমিন।
বিভাগ : ইসলামী জীবন
মন্তব্য করুন
আরও পড়ুন
এবি পার্টির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন -ভোট গণনা শেষে রাত আড়াইটায় ফলাফল ঘোষণা
বিয়ের সময় বউকে সাজিয়ে স্টেজে সবার সামনে বসিয়ে রাখা প্রসঙ্গে?
কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলায় একজন গ্রেফতার
কাপ্তাই হাতি মানুষ দ্বন্দ্ব নিরসনে ইআরটি সদস্যদের নিয়ে মতবিনিময় সভা
যুবকদের ভোটার তালিকায় আনতে চাই : সিইসি
অ্যামবুলেন্স ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত এক আহত ৫
ক্রীড়াঙ্গনে ২০২৪ সালের প্রভাবশালী নারী ব্যক্তিত্ব যারা
অ্যামবুলেন্স ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত এক আহত ৫
জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সঙ্গে সরকারের সম্পর্ক নেই
নিজ এলাকায় রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন হারিস চৌধুরী
বিশ্বনাথে যুবলীগ ও ছাত্রলীগের ৬ নেতাকর্মী জেল হাজতে : ১৬ জনের জামিন লাভ
সিদ্ধান্ত প্রত্যাখ্যান চিকিৎসকদের, অবরোধ অব্যাহত
কেরানীগঞ্জে আটিবাজারে জায়গা দখলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
নোয়াখালীর সুবর্ণচরে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন
বিএনপি নেতা গয়েশ্বর রায়ের স্ত্রী মারা গেছেন
না ফেরার দেশে জুলিয়েট, স্তব্ধ হলিউড
গুরুদাসপুরে অবৈধ ৯টি ইট ভাটায় ২৮ লাখ টাকা জরিমানা
ফুলবাড়িয়ায় ২ দুই কর্মকর্তাকে বরখাস্ত ও ঠিকাদারে লাইসেন্স বাতিলের দাবিতে মানববন্ধন
মতলবে নুরুল হুদা স্মৃতি টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনে ওমর সানি
গ্রাহকদের সমন্বিত সেবা দেবে গার্ডিয়ান লাইফ-রিলায়েন্স ইন্স্যুরেন্স