রমজানের আগমনে বর্ণিল সাজে লন্ডন
২০ মার্চ ২০২৩, ০৮:৪৪ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:৫৯ পিএম
লন্ডনের কভেন্ট্রি শহরের সবচেয়ে ব্যস্ততম সড়ক পিকাডিলি ও লিসেস্টার স্কোয়ারকে সংযুক্ত করেছে। এসব সড়কে অর্ধচন্দ্রাকার চাঁদ, তারা ও ফানুস দিয়ে তৈরি করা হয়েছে আলোকসজ্জা। তাতে ‘হ্যাপি রমজান’ লিখে স্বাগত জানানো হয়েছে। সাধারণত রমজান মাসে মিসরসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এ ধরনের বর্ণি সাজসজ্জা দেখা গেলেও এবার প্রথম লন্ডনেও তা দেখা গেল। খবর মিডল ইস্ট মনিটরের। আসন্ন পবিত্র রমজান মাসের মহান বার্তা সবার মধ্যে ছড়িয়ে দিতে নতুন সাজে সেজেছে লন্ডনের ওয়েস্ট এন্ড। শহর কর্তৃপক্ষের সহায়তায় এমন বর্ণিল আলোকসজ্জার উদ্যোগ নিয়েছে লন্ডনের শিক্ষাবিষয়ক দাতব্য প্রতিষ্ঠান আজিজ ফাউন্ডেশন। গত শুক্রবার এক টুইট বার্তায় পিকাডিলি সার্কাসে বর্ণিল ঝাড়বাতির ছবি প্রকাশ করে আজিজ ফাউন্ডেশন। আয়েশা দিসাইয়ের তৈরি এই আলোকসজ্জার ছবির ক্যাপশনে ক্যাপশনে লেখা হয়, ‘পিকাডিলি সার্কাসে রমজান ঘিরে সুন্দর আলোকসজ্জার উদ্যোগে স্পন্সর করতে পেরে আমরা আনন্দিত। আমরা আশা করি, বন্ধুবান্ধব ও পরিবার নিয়ে সবাই স্থানটি পরিদর্শনে করবে এবং সংহতি উদ্যোগ উদযাপনে অংশ নেবে।’ এদিকে এমন বর্ণিল পরিবেশে দাঁড়িয়ে পবিত্র কোরআন তিলাওয়াত করে মুগ্ধ করেছেন লন্ডনের দারুল উম্মাহ মসজিদের ইমাম ও খতিব শায়খ আশিক। টুইট বার্তায় সেন্ট্রাল লন্ডনে তিলাওয়াতের ভিডিও শেয়ার করেন সেখানকার খ্যাতিমান এই আলেম। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, যে বিচারকেরা রোজা রাখেন, তারা রায় দেয়ার সময় একটু বেশি উদার থাকেন। তবে আগের এক সমীক্ষায় জানা গিয়েছিল,ক্ষুধা থাকা অবস্থায় বিচারকেরা একটু কঠোর রায় দেন। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম ডয়চে ভেলে। ২০১১ সালের এক গবেষণায় দেখা গিয়েছিল, ইসরাইলে বিচারকদের অপরাধীদের প্যারোল না দেয়ার সম্ভাবনা দুপুরের খাবারের পরের চেয়ে আগে বেশি। গবেষণাটি ‘দ্য হাংগ্রি জাজ এফেক্ট’ নামে পরিচিতি পেয়েছিল। নতুন গবেষণার প্রধান লেখক রাশিয়ার নিউ ইকোনমিক স্কুলের সুলতান মেহমুদ এএফপিকে বলেন, তিনি রোজার সময় বিচারকরা কী করেন, তা দেখতে আগ্রহী ছিলেন। গবেষণার জন্য মেহমুদ এবং আরও দুইজন অর্থনীতির গবেষক ভারত ও পাকিস্তানের গত ৫০ বছরের রায় পর্যালোচনা করেছেন। তারা প্রায় পাঁচ লাখ মামলার তথ্য ও প্রায় ১০ হাজার বিচারকের কাজ পর্যালোচনা করেন। মেহমুদ বলেন, তারা ‘দ্য হাংগ্রি জাজ এফেক্ট’ গবেষণার ফলাফলে উলটোটা দেখে ‘অবাক’ হয়েছেন। কারণ, গবেষণায় দেখা গেছে, রোজার সময় মুসলিম বিচারকদের কাছ থেকে অপরাধীদের ছাড়া পাওয়ার সংখ্যা অনেক বেড়ে যেত। কিন্তু অমুসলিম বিচারকদের ক্ষেত্রে এমনটা হয়নি বলে গবেষণায় পাওয়া গেছে। মেহমুদ বলেন, মুসলিম বিচারকেরা বছরের অন্য সময়ের তুলনায় রোজার মাসে গড়ে প্রায় ৪০ শতাংশ বেশি মুক্তির রায় দিয়েছেন। বিচারকেরা যত বেশি সময় খাবার ও পানি ছাড়া থেকেছেন তত বেশি উদার রায় দিয়েছেন বলেও জানান তিনি। প্রতি এক ঘণ্টা বেশি সময় রোজা রাখায় মুক্তি দেয়ার সম্ভাবনা ১০ শতাংশ বেড়ে গিয়েছিল বলে গবেষণায় জানা গেছে। মিডল ইস্ট মনিটর, নেচার হিউম্যান বিহেভিয়ার।
বিভাগ : ইসলামী বিশ্ব
মন্তব্য করুন
আরও পড়ুন
গাজীপুরে ৫ লাখ টাকার জাল নোটসহ নারী গ্রেফতার
পাকিস্তান থেকে কনটেইনারে যেসব পণ্য এলো
শেখ হাসিনাকে ফিরিয়ে না দিলে ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে না-সরদার সাখাওয়াত হোসেন বকুল
ফারুকীরা কীভাবে উপদেষ্টা পরিষদে আসে: সারজিস
যশোর জেনারেল হাসপাতালের টিকিট কাউন্টারের ক্যাশ বাক্স ছিনতাইয়ের অভিযোগ
যশোরের চৌগাছা গলায় ফাঁস দিয়ে এনজিও কর্মীর আত্মহত্যা
জুলাই গণঅভ্যুত্থানে আহত কাজলকে নেওয়া হচ্ছে থাইল্যান্ডে
দৃষ্টিনন্দন মাঠে রুপান্তরিত করা হবে লালমোহনের খেলার মাঠগুলো - মেজর হাফিজ
সিলেটে সীমান্তে ২ কোটি ৩৬ হাজার টাকা মূল্যের ভারতীয় পণ্য আটক করলো বিজিবি
চাল সিন্ডিকেটের মূলহোতা আব্দুর রশিদ গ্রেপ্তার
ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু
সিগারেট বা মাদকদ্রব্য গ্রহণ করলে ৪০ দিনের ইবাদত কবুল না হওয়া প্রসঙ্গে।
কেপিএম এলাকা হতে বার্মিজ অজগর উদ্ধার
তিন লাখ টাকা চাঁদার দাবিতে যশোরে স্কুল শিক্ষককে প্রাণ নাশের হুমকি
মাদকে ভাসছে যশোর শহর, বাড়ছে অপরাধ
রক্তাক্ত দিনগুলোর প্রতিচ্ছবি প্রতিরূপায়ন করলো "লাল মজলুম"
হাজীদের রিফান্ডের টাকা ফেরতের নামে সক্রিয় প্রতারক চক্র
আলা হযরতের ত্যাগের দর্শনই মুক্তি দিতে পারে -কনফারেন্সে বক্তারা
চট্টগ্রামে এবি পার্টির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণ
ঘুরে দাঁড়িয়ে মালদ্বীপকে হারাল বাংলাদেশ