ফের সাংবিধানিক সঙ্কটের মুখে পাকিস্তান
০৮ আগস্ট ২০২৩, ১১:০০ পিএম | আপডেট: ০৯ আগস্ট ২০২৩, ১২:০১ এএম
পাকিস্তানে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতাও থাকলেও তা ২০২৪ সালের মার্চ মাস পর্যন্ত পিছিয়ে দেয়া হতে পারে। সোমবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এ তথ্য জানিয়েছেন।
তার দাবি, পাকিস্তানের সাধারণ স্বার্থ কাউন্সিল (সিসিআই) নতুন আদমশুমারি অনুমোদন করার পরে নির্বাচন কমিশনকে (ইসিপি) নির্বাচনী এলাকাগুলোর নতুন সীমানা নির্ধারণ করতে হবে। এর ফলে সাধারণ নির্বাচন পরের বছরের মার্চ মাস পর্যন্ত পিছিয়ে যেতে পারে। জিও নিউজের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে পাকিস্তানি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যদি নির্বাচনী এলাকাগুলোর নতুন সীমানা নির্ধারণ করতে হয়, তাহলে নির্বাচন ফেব্রæয়ারির তৃতীয় সপ্তাহে বা মার্চের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে।
আগামী অক্টোবর অথবা নভেম্বর মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে বাধ্য পাকিস্তান নির্বাচন কমিশন। তবে গত শনিবার সিসিআই সভায় ‘সর্বসম্মতভাবে’ নতুন ডিজিটাল আদমশুমারির অনুমোদন দিলে নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। সভা শেষে জারি করা এক বিবৃতিতে জানানো হয়, চারজন মুখ্যমন্ত্রী এবং ‘সব’ রাজনৈতিক দলের প্রতিনিধিদের সম্মতিতে ২০২৩ সালের আদমশুমারির অনুমোদন দেয়া হয়েছে।
সিসিআইয়ের সিদ্ধান্তের কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সানাউল্লাহ বলেন, আমার মতে, নতুন সীমানা নির্ধারণও একটি সাংবিধানিক বাধ্যবাধকতা। সংবিধান অনুযায়ী একটি আদমশুমারির ভিত্তিতে দুটি সাধারণ নির্বাচন হতে পারে না। সংবিধানে আরও বলা হয়েছে, নতুন আদমশুমারির ফলাফল আনুষ্ঠানিকভাবে অবহিত হওয়ার পরেই নির্বাচনী এলাকার নতুন সীমানা নির্ধারণ করা হবে। তবে তিনি স্বীকার করেছেন, ২০২৩ আদমশুমারির ফলাফল নিয়ে বিভিন্ন আপত্তি তুলেছিল রাজনৈতিক দলগুলো।
তত্ত¡াবধায়ক সরকারের প্রধানমন্ত্রী নিয়োগ প্রসঙ্গে সানাউল্লাহ বলেন, অন্তর্র্বতীকালীন প্রধান নির্বাহীর জন্য কোনো নাম চ‚ড়ান্ত হয়নি। তিনি বলেন, এমকিউএম-পি এই পদের জন্য (সিন্ধের গভর্নর) কামরান টেসোরির নাম প্রস্তাব করেছে। জোটের আরেক অংশীদার পিপিপি-ও একটি বা দুটি নাম দেয়ার আগ্রহপ্রকাশ করেছে। একদিন আগেই পাকিস্তানি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, সম্ভাব্য তত্ত¡াবধায়ক প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত তালিকায় সাবেক অর্থমন্ত্রী হাফিজ শেখের নামও রয়েছে। তত্ত¡াবধায়ক প্রধানমন্ত্রীর চ‚ড়ান্ত নাম মঙ্গলবার জানা যাবে বলে জানিয়েছেন তিনি।
পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম) নেতৃত্বাধীন সরকার আগামী ৯ আগস্ট জাতীয় পরিষদ ভেঙে দেয়ার ঘোষণা দিয়েছে। এর ফলে ৯০ পরবর্তী দিনের মধ্যে নির্বাচন আয়োজনের সুযোগ পাবে ইসিপি। সরকার যদি মেয়াদ পূর্ণ করে তিন দিন পরে, অর্থাৎ আগামী ১২ আগস্ট ক্ষমতা ছাড়তো, তাহলে নির্বাচন করতে হতো পরবর্তী ৬০ দিনের মধ্যে। সূত্র : ডন।
বিভাগ : ইসলামী বিশ্ব
মন্তব্য করুন
আরও পড়ুন
পরলোকে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং :ভারতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
কালীগঞ্জে রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর সংবাদ সম্মেলন
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা অনুষ্ঠিত
মিসরে প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ
কুর্দি যোদ্ধাদের ভয়ঙ্কর হুঁশিয়ারি এরদোগানের
৩৫শ’ এজেন্টের অধিকাংশই গুজরাটের পাচারকারী
৫ সাংবাদিককে হত্যা করল ইসরাইল বিমান
তুষারপাতে অচল হিমাচল দুই শতাধিক রাস্তা বন্ধ
ক্রিপ্টো রিজার্ভ গড়বেন ট্রাম্প?
মোজাম্বিকে কারাদাঙ্গায় নিহত ৩৩, পলাতক ১৫০০ কয়েদি
গাজায় যুদ্ধবিরতি বিলম্বে পাল্টাপাল্টি দোষারোপ হামাস-ইসরাইলের
পাকিস্তানে সড়ক অবরোধে শতাধিক শিশুর প্রাণহানি
আফগানিস্তানে ৭১ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তান
শুধু নারীদের জন্য
নিথর দেহ
আত্মহননে
জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী
মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পড়ে গিয়ে শিশুর মৃত্যু
গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে থানায় বিএনপি নেতাদের ভিড়
শুধু নামেই জিমনেসিয়াম