ফ্রেন্ডলি ফায়ারে নিহত ৩০, হামাসের হামলায় ১৫ ইসরাইলি সেনা নিহত
০৩ জানুয়ারি ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ০৩ জানুয়ারি ২০২৪, ১২:০১ এএম
অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় বেশ কিছু ইসরাইল সেনাকে হত্যা ও সামরিক যান ধ্বংস করার কথা ঘোষণা করেছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক বাহিনী ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেড। ওই ব্রিগেড সোমবার গাজা শহরের আল-তুফাহ পাড়ার পূর্বে ইসরাইলি সেনাদের একটি দলের ওপর একটি মাইনফিল্ডের বিস্ফোরণ ঘটায়। ওই হামলায় ১৫ জন ইসরাইলি সেনা নিহত হয়েছে বলে আল-কাসসাম যোদ্ধারা নিশ্চিত করেছেন। এ সময় ইসরাইলি অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টারগুলোকে হতাহত সেনাদের নিয়ে যাওয়ার জন্য ছুটে আসতে দেখা গেছে। এদিকে দক্ষিণ গাজার খান ইউনিস শহরের কারারা এলাকায় আল-কাসসাম যোদ্ধাদের অতর্কিত হামলায় তিন ইসরাইলি সেনা নিহত হয়। এছাড়া, সোমবার মধ্য গাজার আল-বুরেইজ শরণার্থী শিবিরে কাসসাম যোদ্ধাদের হামলায় অন্তত একজন ইসরাইলি সেনা নিহত হয়েছে। এছাড়া, হামাসের সামরিক বাহিনীর হামলায় গাজা উপত্যকার বিভিন্ন স্থানে বেশ কিছু ইসরাইলি ট্যাংক ও সামরিক যান ধ্বংস হয়েছে। এদিকে স্যাটেলাইট থেকে তোলা ছবি বিশ্লেষণ করে দেখা গেছে, দক্ষিণ গাজার খান ইউনিস শহরের কাছে ইসরাইলি সেনারা ২৪ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত সামনে অগ্রসর হতে পারেনি। ওই ছবিতে দেখা গেছে, ৩০ ডিসেম্বর খান ইউনিসের কাইবা এলাকা, জামাল আব্দুন নাসের সড়ক এবং আবু হামিদ স্কয়ারের পশ্চিম পাশে হামাস যোদ্ধাদের সাথে ইসরাইলি সেনাদের প্রচ- সংঘর্ষ হয়েছে। এতে আরো দেখা যাচ্ছে, ২৪ ডিসেম্বর ইসরাইলি ট্যাংক ও সাঁজোয়া যানগুলো সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করেও ফিলিস্তিনি যোদ্ধাদের প্রচ- প্রতিরোধের মুখে সামনে এগুতে পারছে না। এদিকে, দু’দিন বিরতির পর শেষ পর্যন্ত সোমবার আরেকজন ইসরাইলি সেনার নিহত হওয়ার খবর স্বীকার করেছে তেল আবিব। এর ফলে তাদের হিসাবে গাজায় স্থল অভিযান শুরু হওয়ার পর তাদের নিহত সেনার সংখ্যা ১৭৩। কিন্তু হামাস সারাদিন যে পরিমাণ হামলা চালায় তাতে বহু ইসরাইলি সেনার হতাহত হওয়ার কথা এবং কিন্তু সে খবর প্রকাশ করা থেকে বিরত রয়েছে ইসরাইল। অপর এক খবরে বলা হয়, হামাসের হামলার জবাব দিতে গ্রাউন্ড অপারেশন শুরু করে ইসরাইলের সামরিক বাহিনী আইডিএফ। তবে গাজায় প্রবেশের পর একের পর এক ‘ফ্রেন্ডলি ফায়ার’-এর ঘটনা ঘটে চলেছে। আইডিএফ জানিয়েছে, এখন পর্যন্ত ফ্রেন্ডলি ফায়ার বা নিজেদের গুলিতে অন্তত ৩০ ইসরাইলি সেনা নিহত হয়েছেন। এ খবর দিয়েছে হারেৎজ। খবরে জানানো হয়, বছরের প্রথম দিনে এ খবর দিয়েছে আইডিএফ। ১৯ ইসরাইলি সেনা সরাসরি আরেক সহযোদ্ধার গুলিতে নিহত হয়েছেন। ৯ জন নিহত হয়েছেন ভুলবশত গুলি বের হয়ে। আর দুইজন নিহত হয়েছেন গুলি প্রতিফলিত হয়ে আঘাতের কারণে। ইসরাইলের দাবি, গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরাইল। এরপর থেকে ১৭১ সেনা হারিয়েছে দেশটি। সেই হিসেবে মোট সেনা নিহতের ১৮ শতাংশই ফ্রেন্ডলি ফায়ারে নিহত হয়েছেন। আল-জাজিরা, হারেৎজ।
বিভাগ : ইসলামী বিশ্ব
মন্তব্য করুন
আরও পড়ুন
বিসিএফের কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় ফ্রান্স প্রবাসীদের প্রাণবন্ত মিলনমেলা
পরিস্থিতি বিবেচনায় স্থগিত পরিচালক সমিতির নির্বাচন
সিলেটে আজহারীর তাফসির মাহফিল আলিয়া মাঠের পরিবর্তে এমসি কলেজ মাঠে
সচিবালয়ে আগুন টঙ্গী হত্যাকাণ্ড ও ইসকনের আস্ফালন একই সূত্রে গাঁথা: মাওলানা মামুনুল হক
শেখ হাসিনা-জয়ের বিরুদ্ধে ৩০০ মিলিয়ন ডলার পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই
আত্মসমর্পণ করবেন না: মিয়ানমার সেনাদেরকে জান্তা প্রধান
উইলিয়ামসের পর তিন অঙ্কে আরভিন ও বেনেট, রানপাহাড়ে জিম্বাবুয়ে
বেনাপোলে শহীদ আব্দুল্লাহর বাড়িতে জামায়াতের আমির, করলেন কবর জিয়ারত
ব্ল্যাক বক্স উদ্ধার! কাজাখস্তানে বিমান দুর্ঘটনার নেপথ্যে কী কারণ
গণ অভ্যুত্থানের ফসল শ্রমিকদের ঘরে উঠেনি - সাইফুল হক
বারাকা পাওয়ার লিমিটেড ১৭ তম বার্ষিক সাধারণ সভা
দেশসেরা ব্র্যান্ডগুলোকে পুরস্কৃত করলো বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম
আওয়ামী লীগ যত আগুন দিবে, ততই জনবিচ্ছিন্ন হবে : অধ্যাপক মুজিবুর রহমান
হাড়িদিয়া যুব সমাজ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় শরিফ একাদশ চ্যাম্পিয়ন
কালীগঞ্জে আড়ম্বরপূর্ণ জুবিলী উপলক্ষে দুইদিন ব্যাপী উৎসব
বেগমগঞ্জে জুমার নামাজ শেষে ফেরার পথে বিএনপি কর্মিকে গুলি ও জবাই করে হত্যা
নির্বাচিত সরকারের মাধ্যমেই দেশে পরিপূর্ণ সংস্কার হবে: আমিনুল হক
সাংবাদিক বশিরসহ জনবাণী’র সম্পাদকের উপর হামলার ঘটনায় ডিআরইউ-র্যাকের উদ্বেগ
রামগতিতে ভিক্ষুকের জমি রেজিস্ট্রি না দেয়ায় লাশ দাফনে বাঁধা
র্যাকের সভাপতি আলাউদ্দিন আরিফ, সাধারণ সম্পাদক তাবারুল